গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ পরিচিতি এবং সম্পর্কিত সকল তথ্য
গুচ্ছ ভর্তি পরীক্ষা হলো একটি জয়েনিং পরীক্ষা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সাধারণত অনুষ্ঠিত হয় অনেকগুলি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে৷ এই পরীক্ষায় প্রাপ্ত নাম্বার অনুযায়ী আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন তা ঠিক করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ পরিচিতি
মূলত বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয়ের পরিমাণ ১৭৪ টি। এসব বিশ্ববিদ্যালয়ের মাঝে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মাত্র ৫৮ টি। আপনি যদি চান তাহলে এসব সরকারি বিশ্ববিদ্যালয়ে সম্পুর্ন সরকারি খরচে পড়াশোনা করতে পারেন।
![]() |
গুচ্ছ বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করে আপনিও পরিচয় দিন নিজের মেধা এবং যোগ্যতার |
তবে এক্ষেত্রে আপনাকে নাম মাত্র টিউশন ফি দিয়ে পড়তে হবে। আর এভাবে সরকারি খরচে আপনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয় গুলোকে অনেক শিক্ষার্থীরা টার্গেট করে থাকে।
এই টার্গেটে নিজেকে টিকিয়ে রাখতে হলে এবং এসব বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে পড়তে হলে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে এবং চান্স পেতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪
আপনি কি জানেন, ইতিমধ্যেই গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ প্রকাশিত হয়েছে? আপনি যদি ২০২৪ সালের বিশ্ববিদ্যালয় ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এই গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ ভালোভাবে চেক করে আবেদন করতে পারেন এবং সেই সাথে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মূলত এই সার্কুলার প্রকাশ করেছে। গুচ্ছের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন এই সভায়।
যারা এই সার্কুলার সম্পর্কে জানতে চান তারা আমাদের আর্টিকেলের সাথেই থাকুন। অথবা আরো বিস্তারিত তথ্য জানতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ আবেদনের তারিখ
যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চান তাদের অনেকের মনে একটি প্রশ্ন থাকে এবং সেটি হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হবে! মূলত ২০২৪ সালের গুচ্ছ ভর্তি পরীক্ষার সঠিক তারিখ এখনো প্রকাশিত হয়নি।
তবে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এককভাবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ অংশ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশা করা যায় চবি এবং ঢাবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছুদিনের মধ্যেই আয়োজিত হবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ সালের সঠিক তারিখ সম্পর্কে জানতে নিয়মিত তাদের অফিসিয়াল ভিজিট করুন। আর যারা ফেসবুক ব্যবহার করেন তারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে চোখ রাখুন।
গুচ্ছবি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ এর বিশ্ববিদ্যালয় তালিকা
ইসলামি বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ সম্পর্কে জানানোর আগে শুরুতেই বলে রাখি গুচ্ছ ভর্তি পরীক্ষা মূলত আয়োজিত হয় ১০০ নাম্বারের উপর।
এক্ষেত্রে আপনাকে ৩ টি বিভাগের উপর পরীক্ষা দিতে হবে এবং ৩ টি বিভাগের পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ সম্পর্কে সঠিক আইডিয়া পেতে নিচের পয়েন্টগুলিতে প্রকাশ করুন:
মূলত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে হয়ে থাকে। এই তিনটি ইউনিট হলো যথাক্রমে:
এ ইউনিট
আপনি যদি এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে সাইন্সের স্টুডেন্ট হতে হবে।
বি ইউনিট
যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ২০২৪ এর বি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের অবশ্যই মানবিক বিভাগের স্টুডেন্ট হতে হবে।
সি ইউনিট
সবশেষে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ এর সি ইউনিটি তাদের জন্যই যারা উচ্চমাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন।
এ ইউনিট
পদার্থবিজ্ঞান: ২৫ (আব্যশিক)
রসায়ন: ২৫ (আব্যশিক)
গণিত: ২৫
জীববিজ্ঞান: ২৫
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
বি ইউনিট
বাংলা: ৩৫
ইংরেজি: ৩৫
সাধারণ জ্ঞান: ৩০
মোট: ১০০
সি ইউনিট
বাংলা: ১৫
ইংরেজি: ১৫
হিসাববিজ্ঞান: ৩৫
ব্যবস্থাপনা: ৩৫
গুচ্ছ ও বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ যোগ্যতা
এ ইউনিট: এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ উত্তীর্ণ এবং এসএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। উভয় পরিক্ষায় সর্বমােট জিপিএ ৭.০০ থাকতে হবে।
বি ইউনিট: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। উভয় পরিক্ষায় সর্বমােট জিপিএ ৬.০০ হলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ এর বি ইউনিট অংশগ্রহণ করতে পারবেন।
সি ইউনিট: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। উভয় পরিক্ষায় সর্বমােট জিপিএ ৬.৫০ না থাকলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ এর সি ইউনিটে অংশগ্রহণ করতে পারবেন না।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ সম্পর্কিত কিছু কথা
যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ এ অংশগ্রহণ করতে চান তাদের বলে রাখা ভালো ২০২৪ সালের সকল শিক্ষার্থী এই পরীক্ষায় ২২ টি বিশ্ববিদ্যালয়ের জন্য লড়বে। এর মধ্যে জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু নামিদামি সরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
আর হ্যাঁ যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে চান তাদের বলে রাখা ভালো এইচএসসি ও সমমান পরিক্ষার মানবন্টন অনুযায়ী এবং আলিম ও সমমান পরিক্ষার সিলেবাস অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।