ads

 অমর একুশে বইমেলা ২০২৪

যারা বই পড়তে ভালোবাসেন তাদের কাছে বইমেলা খানিকটা ঈদের আনন্দের মতো। আরে ঈদের আনন্দ উপভোগ করতে বছরে অন্তত একবার আয়োজিত হয় বইমেলা। 


অমর একুশে বইমেলা ২০২৪ একুশে বইমেলা কবে ২০২৪ এর একুশে বইমেলা সোহরাওয়ার্দীর বইমেলা ekushey boi mela kobe  বইমেলা কবে  বই মেলা কোথায় হয় বই মেলা অনুচ্ছেদ  বইমেলা.jpg
স্টল রেডি! আপনি রেডি তো?

আসুন জেনে নিই চলতি বছরে কখন অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। 


অমর একুশে বইমেলা ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? 

চলতি বছরের অমর একুশে বইমেলা ২০২৪ এর আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানেই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার একুশে বইমেলা কর্তৃপক্ষ। 


এছাড়াও ইতিমধ্যে অমর একুশের বই মেলা ২০২৪ এর সদস্য সচিব বিভিন্ন স্টক ফোল্ডারদের সাথে এই বইমেলা সম্পর্কিত আলোচনা সেরে নিয়েছেন। সকলের একক সিদ্ধান্তে এবারের বইমেলার আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানেই আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 


বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হয় এটি সবাই জানেন। ঢাকার যেকোনো প্রান্ত থেকেই এখানে চলাচলেও সুবিধা। 


আমরা সকলেই চাই সোহরাওয়ার্দী উদ্যানকে বইমেলার জন্য স্থায়ী জায়গা ঘোষণা করা হোক। অন্য কোথাও কখনো স্থানান্তরিত হলে, অমর একুশে বইমেলা ঐতিহ্য এবং জনপ্রিয়তা দুটোই হারাতে পারে।


অমর একুশে বইমেলা ২০২৪ কখন অনুষ্ঠিত হবে? 

এবার আসি অমর একুশে বইমেলা ২০২৪ কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে তথ্য। মূলত প্রতিবারের মতো এবারও এই বইমেলা শুরু হবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। আর যারা এই বইমেলার জন্য নিয়েছেন তারা আগামী এক সপ্তাহের মধ্যেই স্টল সাজানো সহ বিভিন্ন কার্যক্রম সেরে নিবেন। 


অমর একুশে বইমেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

অমর একুশে বইমেলা ২০২৪ সম্পর্কিত আর্টিকেলের এই অংশ আমরা একুশে বইমেলা নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করবো। 


মূলত ২০২৩ সালে আমার একুশে বইমেলায় প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। সে বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৩০টি। 


অন্যদিকে ২০২২ সালে মেলায় প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। উক্ত মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। 


আবার গত ২০২১ সালে মেলায় ৩ কোটি ১১ লাখ টাকার বই বিক্রি হয়েছে। তবে দুঃখের বিষয় হলো মহামারির কারনে বিক্রি কমে যায়। এছাড়াও ২০২০ সালে মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানা যায়। 


ইতি কথা

বই পড়ার আনন্দ অন্যসকল আনন্দের চাইতে কিছুটা ভিন্ন হয়। আর এসব বই যদি হয় বইমেলা থেকে সংগৃহীত বই তবে তো আর কোন কথাই নেই! আপনি কি এবারের অমর একুশে বইমেলা ২০২৪ এর জন্য প্রস্তুত? 


যদি প্রস্তুত হয়ে থাকেন তবে আপনার উইশলিস্টে কি কি বই রয়েছে! ২০২৪ সালে আপনি কোন কোন বই পড়ে শেষ করতে চান! জানিয়ে দিন আমাদের এই কমেন্ট বক্সে! বই পড়ার আনন্দ ছড়িয়ে যাক সবখানে!


লেখা: সুলতানা আফিয়া তাসনিম 

Previous Post Next Post

{ads}