ads

  Hero Xtreme 125r Review & Special Feature 

কম দামে ভালো বাইক: Hero Xtreme 125r Review.jpg

বাইকের প্রতি প্রতিটি ছেলের এক্সট্রা একটি ইমোশন কাজ করে। আর এই ইমোশনকে গুরুত্ব দিতেই অনেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে কম দামে একটি ভালো বাইক কিনতে চায়। 


তবে অনঅভিজ্ঞতার কারণে কম দামে ভালো বাইক কিনতে পারাটা হয়ে ওঠে পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ। যদিও আইটিনোটবিডি থাকতে তথ্য নিয়ে কোন কঠিন পরিস্থিতিতে পড়তে হয় না!


তবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে কম প্রাইজে ব্র্যান্ড নিউ Hero Xtreme 125r বাইক নিয়ে বিস্তারিত আলোচনা করি। 


Hero Xtreme 125r কি?

Hero Xtreme 125r হলো একটি নতুন বের হওয়া জনপ্রিয় একটি বাইক। বেশ কিছু আধুনিক ফিচারের জন্য অনেক কম সময়ে বাইকটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। 


তাছাড়া বাইকটি দেখতেও যথেষ্ট আধুনিক এবং মানসম্মত। সাধারণত তিনটি রঙে আপনি এই বাইকটি কিনতে পারবেন। এগুলি হলো:


Cobalt Blue

Firestorm Red 

Stallion Black


Hero Xtreme 125r Full Specification 

Hero Xtreme 125r বাইকটি স্প্লিট গ্রাব্রেইলসহ একটি স্প্লিট সিট সেটআপের সাহায্যে ডিজাইন করা হয়েছে। যা যেকোনো রাইডে স্পোর্টস এর জন্য পারফেক্ট বাইক হিসেবে ব্যবহার করা যাবে। চলুন এক নজরে এই বাইকের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন দেখে নিই:


  • বাইকের ইঞ্জিন: 125r
  • বাইকের গিয়ার:
  • টায়ারের ধরন: টিউবলেস
  • বাইকের ওজন: ১৩৬ কেজি


Hero Xtreme 125r এর ফিচার

Hero Xtreme 125r বাইকটি বর্তমানে তার আকর্ষণীয় লুকের জন্য বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ব্যবহারে একদিকে যেমন আপনার জ্বালানি খরচ কম পড়বে অন্যদিকে ঠিক তেমনি বাইকের লুক আপনাকে বরাবরই মুগ্ধ করবে। 


আপনিও কি এই বাইকটি কিনতে চান? যদি চান সে ক্ষেত্রে জেনে নিন Hero Xtreme 125r এর ফিচার: 


Hero Xtreme 125r এর ডিজাইন

ডিজাইনের দিক দিয়ে বাইকটির জুড়ি মেলা ভার। শুরুতেই বলেছি এই বাইকটি আপনি ৩ টি কালার পাবেন। কালো, নীল এবং লাল রংয়ের তৈরি করা চমৎকার এই বাইকটি ব্যবহারে জ্বালানি খরচের পরিমাণ একেবারেই কম পড়বে।


তাছাড়া বাইকটির প্রজেক্টর হেডলাইট চেক করলে বোঝা যায় রাইডিং এর জন্য এই বাইকটি ঠিক কতটা পারফেক্ট। যারা রাইডিং করতে পছন্দ করেন তারা নিশ্চিন্তে এই বাইকটি কিনে ব্যবহার করতে পারেন। 


Hero Xtreme 125r কিনে ছবি তুলে ফেসবুকে আপ দিতে যেসব ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করবেন! 


বলে রাখা ভালো ডিজাইনের দিক দিয়ে বাইকটির পিছনের প্রোফাইলটি একটি স্টাবি এক্সজস্ট এবং একটি টায়ারের সাহায্যে ডিজাইন করা হয়েছে। 


পাশাপাশি বাইকটি স্প্লিট গ্রাব্রেইলসহ একটি স্প্লিট সিট সেটআপ করা আছে। আশা করি এই ডিজাইন আপনি যথেষ্ট ভালো লাগবে। 


Hero Xtreme 125r এর ইঞ্জিন

এ বাইকটি সাধারণত চালাতে হয় এয়ার-কুলড একক-সিলিন্ডার ইঞ্জিন এর সাহায্যে। যা আপনাকে চালানোর সময় 8250rpm-এ 11.5PS এর সর্বোচ্চ আউটপুট প্রদান করবে। 


Hero Xtreme 125r এর প্রস্তুতকারক কোম্পানি Hero এর মতে বাইকটি ৫ সেকেন্ডে 0 থেকে 60kmph গতি তুলতে পারবে। 


Hero Xtreme 125r এর আকর্ষণ

এই স্পেশাল বাইকটিতে আপনি হালকা ওজনের একটি ডায়মন্ড ফ্রেম পাবেন। সেই সাথে পাবেন: 


  • ৩৭ মিমি টেলিস্কোপিক ফর্ক 
  • ২৭৬ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক 
  • CBS এর অফার
  • LED প্রজেক্টর হেডলাইট
  • LED টেললাইট 
  • LCD ইন্সট্রুমেন্ট কনসোল 
  • কল এবং এসএমএস সতর্কতা সার্ভিস 
  • i3S প্রযুক্তির নিশ্চিতকরণ 


Hero Xtreme 125r Price In Bangladesh

Hero Xtreme 125r বাইকটি কিনতে হলে আপনাকে বাংলাদেশী টাকায় গুনতে হবে ৯৯,৯৯৯/-। তাছাড়া শপ অনুযায়ী বাংলাদেশে এই প্রাইজের তারতম্য দেখা দিতে পারে। 


ইতি কথা

আসলে রিসার্চ করতে গিয়ে Hero Xtreme 125r সম্পর্কে প্রচুর আর্টিকেল দেখেছি। তবে প্রতিটি আর্টিকেলে ইংরেজিতে এবং প্রতিটি আর্টিকেলে কোনো না কোনো তথ্য মিস রয়েছে। 


তাই ভাবলাম বাইকপ্রেমীদের উদ্দেশ্যে এই Hero Xtreme 125r সম্পর্কে একটি বায়িং গাইড শেয়ার করা যাক। যেই ভাবা সেই কাজ! আশা করি পুরো রিভিউ আর্টিকেলটি আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তা শেয়ার করতে ভুলবেন না যেনো। 


Previous Post Next Post

{ads}