পার্ফেক্ট সেলফি তোলার স্টাইল: সেলফি তোলার টিপস
প্রয়োজনীয় কাজ শেষ করা, ইউনিভার্সিটির ক্লাস শেষ করা, কোথাও ঘুরতে যাওয়া…. যেকোনো কাজে আজকাল সেলফি তোলাটা অত্যাবশ্যকীয় অভ্যাসে পরিণত হয়েছে। যদিও সেলফি তোলা দোষের কিছু না!
![]() |
সেলফি তোলার মাথানষ্ট টিপস |
তবে অতিমাত্রায় সেলফি তোলাটা এক ধরনের বদ অভ্যাস হিসেবে পরিগণিত নিতে হতে পারে। চলুন তবে আজ পরিমিত পরিমাণে কিভাবে পারফেক্ট সেলফি তুলতে হয় সে সম্পর্কিত টিপস জানি।
সেই সাথে জানি পারফেক্ট সেলফি তোলার স্টাইল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
১. এঙ্গেল ঠিক করুন: সেলফি তোলার স্টাইল
সেলফি তোলার স্টাইল সম্পর্কিত টিপসের শুরুতে আমরা জানবো পারফেক্ট সেলফি তোলার অ্যাঙ্গেল সম্পর্কে। সেল্ফের অ্যাঙ্গেল ঠিক করতে:
- আপনার ফোনটিকে আপনার মাথার থেকে একটু উপরে ধরে রাখার চেষ্টা করুন
- যে ফোনে সেলফি তুলছেন সেই ফোনের দিকে তাকানোর চেষ্টা করুন
- ফোনের ক্যামেরায় একটি টপ-ডাউন 45-ডিগ্রি কোণ সেট করুন
২. একঘেয়েমিকে না বলুন: সেলফি তোলার স্টাইল
সেলফি তোলার ক্ষেত্রে আমরা সব সময় ক্যামেরার দিকে তাকায়। এটি সেলফি তোলার পারফেক্ট পোজ হলেও বর্তমানে তা বেশ বোরিং হয়ে দাঁড়িয়েছে।
সুতরাং এর পরিবর্তে সেলফি তোলার সময় আশেপাশে তাকাতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের ফেইস এর উপর ভিত্তি করে পারফেক্ট পজিশন সেট করতে হবে।
৩. ন্যাচারাল লাইটিং দেন: সেলফি তোলার স্টাইল
পারফেক্ট সেলফি তোলার স্টাইল হিসেবে ন্যাচারাল লাইটিং এর ব্যবস্থা করুন। কারণ ন্যাচারাল লাইটিং ছাড়া সেলফি খুব একটা ভালো আসে না।
বলে রাখা ভালো সেলফি তোলার সময় সূর্যের আলো এবং ল্যাম্পের আলো বেশ পজেটিভ এফেক্ট ফেলে। পাশাপাশি এই সময়টাতে আলো যেদিক থেকে আসছে সেদিকে মুখ করে বসার চেষ্টা করুন। এতে করে সেলফি অনেক ভালো আসবে।
৪. পারফেক্ট টাইমিং: সেলফি তোলার স্টাইল
যদিও সেলফি তোলার ক্ষেত্রে আলাদা নির্দিষ্ট কোন সময় মেইনটেইন করতে হয় না। তবে একেবারে সূর্যোদয়ের সময় কিংবা সূর্যাস্তের সময় সেলফি তুলতে পারলে তার রেজাল্ট অনেক ভালো আসে।
কারণ এই সময়টাতে প্রাকৃতিক লাইটিং যেমন ভালো থাকে ঠিক তেমনি সেলফি তোলার সময় স্যাডো নিয়েও কোন সমস্যা হয় না।
৫. পোর্ট্রেট মোড ব্যবহার করুন: সেলফি তোলার স্টাইল
পারফেক্ট সেলফি তুলতে সেলফি তোলার সময় অবশ্যই পোর্ট্রেট মোড ব্যবহার করার চেষ্টা করুন। কারণ পোর্ট্রেট মোড যেকোনো ছবির কোয়ালিটিকে বাড়িয়ে দেয়।
তাছাড়া পোর্ট্রেট মোড আপনার সেলফির ব্যাকগ্রাউন্ডকে আংশিকভাবে ঝাপসা করে দেবে এবং সরাসরি আপনার দিকে ফোকাস করবে।
৬. ক্যামেরা সেটিংস ঠিক করুন: সেলফি তোলার স্টাইল
সেলফি তোলার পর ভালো একটি আউটপুট পেতে ফোনের ক্যামেরায় বেশ কিছু সেটিংস সেটআপ করুন। যেমন:
- ফোনের পোর্ট্রেট মুড অন করুন
- কন্ট্রাস্ট, অ্যাসপেক্ট রেশিও সেট করুন
- শাটার স্পিড সেট করুন
- প্রয়োজনে ক্যামেরা টাইমার ব্যবহার করুন
- ঠিকভাবে ইমেজ রেজুলেশন সেট করুন
৭. ন্যাচারাল স্মাইল দিন: সেলফি তোলার স্টাইল
মনে রাখবেন সেলফি তোলার সময় ন্যাচারাল হাসিই সেলফি অনেক পার্ফেক্ট করে তোলে। তবে এই সময়টাতে অনেকেই জোর করে হাসার চেষ্টা করেন।
যার কারনে সেলফিতে ফিসের কোন ন্যাচারাল ভাব আসে না। সুতরাং পারফেক্ট সেলফি তুলতে সেলফি তোলার সময় অবশ্যই মুখে ন্যাচারাল হাসি রাখার চেষ্টা করুন।
৮. আই কন্টাক্ট রাখুন: সেলফি তোলার স্টাইল
সেলফি তুলতে গিয়ে আমরা বরাবরই স্ক্রিনে কি আছে তা দেখি। অথবা স্ক্রিনে নিজের ফেস দেখি। পারফেক্ট সেলফি তুলতে গিয়ে কিন্তু এমনটা করা যাবে না। এর পরিবর্তে সরাসরি সেলফি ক্যামেরা লেন্সের দিকে তাকাতে হবে।
ফোনের স্ক্রিনের সেলফি ফ্রেম এর ভেতরে যেই সেলফি তোলার বাটনটা থাকে সেই বাটনটির দিকে না তাকিয়েই বাটনটিতে চাপ দিতে হবে। এই সময়টাতে কিন্তু সেলফি ক্যামেরা লেন্সের দিকে আই কন্টাক্ট বজায় রাখতে হবে।
৯. ব্যাকগ্রাউন্ড ঠিক করুন: সেলফি তোলার স্টাইল
যে কোন সেলফিতে মূল ফোকাস ফেইস এর উপর থাকলেও অনেক সময় ব্যাকগ্রাউন্ডও ম্যাটার করে। সুতরাং সেলফি তোলার আগে ভালো একটি ব্যাকগ্রাউন্ড ঠিক করে নিন।
সব সময় পরিষ্কার রঙিন এবং ইউনিক ব্যাকগ্রাউন্ড কে পেছনে রেখে সেলফি তোলার চেষ্টা করুন। এতে করে সেলফিতে আপনার ফেইস পার্ফেক্টলি ফুটে উঠবে।
১০. পোজ দিন: সেলফি তোলার স্টাইল
পারফেক্ট সেলফি তোলার উপায় হিসেবে সব সময় ইউনিক পোজ ব্যবহারের চেষ্টা করুন। এক্ষেত্রে জন্মদিনের সেলফিতে বেলুন নিয়ে, গ্র্যাজুয়েশনের সেল্ফিতে গ্রাজুয়েশন হ্যাট নিয়ে, ইউনিভার্সিটি'র সেলফিতে কলম বা বই খাতা নিয়ে, লাইব্রেরির সেলফিতে বই নিয়ে ইউনিক পোজ আইডিয়া কাজে লাগাতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
১. পারফেক্ট সেলফি তুলতে কি প্রয়োজন?
পারফেক্ট সেলফি তুলতে সেলফি কেমন ভালো ক্যামেরা লেন্স প্রয়োজন।
লেখা: সুলতানা আফিয়া তাসনিম
আরো পড়ুন: