ads

 ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স সমূহ কিভাবে করবেন? 

এই ডিজিটাল যুগে এসে ফ্রিল্যান্সিং হয়ে উঠেছে ঘরে বসে আর্ন করার সেরা মাধ্যম। আপনি যদি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চান সেক্ষেত্রে আপনাকে কোর্স করতে হবে। 


ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স সমূহ ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি  ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ  Free freelancing course in Bangladesh ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো নতুনদের জন্য ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স.jpg
কোনো অর্থ ছাড়াই শিখুন ফ্রিল্যান্সিং, করুন ফ্রিল্যান্সিং কোর্স 

শুরুতে অনেকেই কোর্সে বিশ্বাস করতে পারে না। বিশেষ করে অর্থ ঢালার ব্যাপারে অনেকেই খু্ব একটা আগ্রহ দেখায় না। যদিও না দেখানোটাই স্বাভাবিক। চলুন এই স্বাভাবিক বিষয়টাকে আরো বেশি সামঞ্জস্যপূর্ণ করে তুলতে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স সমূহ সম্পর্কিত একটি গাইডলাইন চেক করে নিই। 


যে গাইডলাইনটি আপনাকে বিভিন্ন ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের সন্ধান দেবে। যা হতে পারে ইংরেজি ভাষায় কিংবা সরাসরি বাংলাতেই! সাথেই থাকুন। 


ই শিখন কোর্স: ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স

ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স সমূহ সম্পর্কিত গাইডলাইনের শুরুতেই আমরা আমাদের বাংলাদেশী একটি কোর্সের ব্যাপারে জানবো। এই কোর্সটি আপনি ঘরে বসে ফ্রিতেই করতে পারবেন। কোর্সটির মাধ্যমে আপনি নিজেই একজন প্রো ডিজিটাল মার্কেটার হিসাবে মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ পাবেন। 


ই-শিখন ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সে যা যা পাবেন

এবার আসি এই ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনি কি কি শেখার সুযোগ পাবেন সে ব্যাপারে। 


১. ই শিখনের এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনি ২ ভাবে করার সুযোগ পাবেন। হতে পারে সেটি অনলাইনে কিংবা অফলাইনে। 


২. যারা জব করছেন কিংবা পড়াশোনা করছেন তারাও এই কোর্সটি করতে পারবেন। নিজের ফ্লেক্সিবল টাইমে কোর্সটি করা যাবে বলে মেইন জব বা পড়াশোনাতে কোনো সমস্যা হবে না। 


৩. কম্পিউটার বা ল্যাপটপ না থাকলে কোর্সটি করা যাবে না। এসব ডিভাইস থাকার পাশাপাশি আগ্রহী ব্যাক্তিকে কম্পিউটার স্কিলে পারদর্শী হতে হবে।


যারা ই শিখনের উক্ত ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সটি করতে চান তারা ই-শিখনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। অথবা সরাসরি তাদের মেইল করুন। 


ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের সেরা সোর্স 

ই শিখনের ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ছাড়াও আপনি চাইলে বিভিন্ন সোর্সের সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে ইউটিউব ভিডিও হতে পারে সেরা মাধ্যম। আজকাল অনেক মেন্টরই বাংলাতে ফ্রিল্যান্সিং কোর্সের ব্যবস্থা করেছে। যা প্লেলিস্ট আকারে ইউটিউবে পেয়ে যাবেন। 


সেই সাথে ইংরেজিতেও অসংখ্য কোর্স পাবেন। ইংরেজি ভালো বুঝলে এসব কোর্স হাতছাড়া করা উচিত হবে না। ইউটিউবের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারেন। মনে রাখবেন নিজে যা রিসার্চ করে কষ্ট করে শিখবেন, তা দীর্ঘস্থায়ি হবে। 


ইতি কথা

ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স সমূহ খুঁজে পেতে নিয়মিত সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন। তাছাড়া বিভাব আর্নিং রিলেটেড ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। যেকোনো কোর্স করা শুরু করলে ধৈর্য না হারিয়ে নিয়মিত শিখে যান। প্রো হয়ে তবেই মার্কেটপ্লেসে ঢুকুন। আশা করি কাজ পেতে কোনো সমস্যা হবে না। 


অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায় তা জানতে এখানে ক্লিক করুন 


অনলাইনে আসলেই টাকা কামানো যায় কিনা জানুন এখানে 


Previous Post Next Post

{ads}