মোবাইল দিয়ে ছবি এডিট করার মাথানষ্ট ১০ টি অ্যাপ
এই ডিজিটাল যুগে এসে যেকোনো পিক আপলোড করার পূর্বেই তা এডিটের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে মেক্সিমাম ব্যাক্তিই ব্যবহার করে মোবাইল ফোন। সুতরাং চলুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিই মোবাইল দিয়ে ছবি এডিট করার মতো ১০ টি অ্যাপস। যার সহজ ইউজার ইন্টারফেস দ্রুত আপনাকে ছবি এডিটিংয়ে সাহায্য করবে।
![]() |
১০ টি ফটো এডিটিং অ্যাপস ফ্রি |
১. মোবাইল দিয়ে ছবি এডিটে Prisma অ্যাপ
Prisma হলো সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপ। এই অ্যাপটিতে ছবি এড করার সময় বিভিন্ন এলিমেন্ট এড করার পাশাপাশি আপনি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করার সুযোগ পাবেন।
পেইন্টিং, ড্রয়িং কিংবা যেকোনো ধরণের এফেক্ট বসিয়ে মুহুর্তেই ছবিকে পরিবর্তিত রূপ দিতে আজ থেকেই মোবাইল দিয়ে ছবি এডিট করার কাজে ব্যবহার করুন Prisma অ্যাপ।
২. মোবাইল দিয়ে ছবি এডিটে Pixlr অ্যাপ
Pixlr অ্যাপের সাহায্যেও আপনি সহজে মোবাইল দিয়ে ছবি এডিট করতে পারবেন। এখানে আপনি ২ ধরণের ছবি এডিটিং অপশন পাবেন। একটি হলো বেসিক এডিটিং অপশন এবং অন্যটি হলো এডভান্স এডিটিং অপশন। বলে রাখা ভালো এই অ্যাপটির সবচেয়ে ভালো ফিচার হলো এর সহজ ইউজার ইন্টারফেস আপনাকে খুব অল্প সময়ে প্রফেশনাল মানের ছবি এডিটিং করার সুযোগ দেবে।
৩. মোবাইল দিয়ে ছবি এডিটে Mextures অ্যাপ
এই বিশেষ Mextures অ্যাপটির স্পেশাল ফিচার হলো ছবিতে ইজিলি textures, grains, and overlays এড করার ফিচার। অ্যাপটি ছবিতে বিভিন্ন ধরণের প্রফেশনাল মানের টেক্সচার এবং এফেক্ট এড করার ক্ষেত্রে যথেষ্ট প্রফেশনালিজমের পরিচয় দিয়ে থাকে। তাছাড়া এডিটরের ক্রিয়েটিভ ক্ষমতার সফল রূপ দিতে এই অ্যাপের জুড়ি মেলা ভার।
৪. মোবাইল দিয়ে ছবি এডিটে PicsArt অ্যাপ
মোবাইল দিয়ে ছবি এডিটিং করতে ব্যবহার করতে পারেন PicsArt অ্যাপ। মোবাইল ফটোগ্রাফির প্রায় সমস্ত রিলেটেড ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। সেই সাথে রয়েছে পছন্দমতো কোলাজ তৈরি করা, স্টিকার ব্যবহার করাসহ বিভিন্ন এফেক্ট নিয়ে খেলার সুযোগ। আপনি জেনে অবাক হবেন বর্তমানে এই অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ মিলিয়নের উপর।
৫. মোবাইল দিয়ে ছবি এডিটে Snapseed অ্যাপ
Snapseed অ্যাপ মূলত গুগলের একটি প্রোডাক্ট। যা যাত্রা শুরু করে ২০১২ সালের দিকে। এই অ্যাপটি তার বিভিন্ন এডিটিং ফিচারের জন্য বেশ জনপ্রিয়। তাছাড়া Snapseed Android এবং iOS উভয় টাইপের ডিভাইসেই আপনি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ Snapseed নামের মোবাইল ফটো এডিটিং অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। যা ব্যবহার করতে আপনাকে কোনোরূপ অর্থ প্রদান করতে হবে না।
৬. মোবাইল দিয়ে ছবি এডিটে VSCO অ্যাপ
VSCO ফটো এডিটিংয়ের যাবতীয় সকল ফিচারের ব্যবস্থা রেখেছে। এসব ফিচারের মধ্যে বিশেষ কিছু ফিচার যেমন প্রিসেট, কনট্রাস্ট এবং স্যাচুরেশন টুল, গ্রেইন এবং ফেইড ইফেক্ট, সেইসাথে ক্রপ এবং স্ক্যু পারস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্টের কথা একেবারে না বললেই নয়। ব্যবহারের সময় ফটো এডিট করে আপনি আপনার ছবি তাদের কালেকশনে রেখে দিতে পারবেন। আর এই ফিচারটি আপনাকে বারবার বসে নিজের ফ্রি টাইমে ভেঙে ভেঙে ফটো এডিট করার সুবিধা দেবে।
৭. মোবাইল দিয়ে ছবি এডিটে Adobe Express অ্যাপ
একইসাথে ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনিংয়ের টুকটাক কাজ করতে Adobe Express অ্যাপ ব্যবহার করতে পারেন। নতুন ফটো এডিটিং করার পাশাপাশি এই অ্যাপটিতে আপনি পেয়ে যাবেন আপনার পুরোনো ফটো এবং ভিডিও আপলোড করে তা এডিট করার সুযোগ। তাছাড়া অ্যাপটিতে থাকা প্রফেশনাল মানের ডিজাইন করা ফিল্টার, টেমপ্লেট এবং আইকনের অফার তো থাকছেই! সবমিলিয়ে অ্যাপটি কেবল প্রফেশনালদের জন্য। তবে এর সহজ ইউজার ইন্টারফেস নন-প্রফেশনালদেরও মন কেড়ে নেবে সহজেই। বিশ্বাস না হলে একটিবার ব্যবহার করেই দেখুন না!
৮. মোবাইল দিয়ে ছবি এডিটে Canva অ্যাপ
ক্যানভা হলো আরো একটি প্রো ফটো এডিটিং অ্যাপ। যা আপনাকে নিজের ফটোর ডিজাইন এবং লেআউট নিজেকেই তৈরি করার ব্যবস্থা করে দেবে। ফিল্টার, ভিননেট এবং ব্রাইটনেসসহ কি নেই ক্যানভাতে! আপনি চাইলে ক্যানভার স্ক্র্যাচ থেকে আপনার নিজস্ব ডিজাইন তৈরি করে ফটো এডিটিংও করতে পারবেন। ক্যানভার সাহায্যে অসাধারণ কন্টেন্ট তৈরি করতে আপনার ফটো এবং লেআউটে টেক্সট এবং গ্রাফিক্স এড করে মনমতো ডিজাইন করতে পারেন৷
৯. মোবাইল দিয়ে ছবি এডিটে Photofi অ্যাপ
ফিল্টার, লাইট ইফেক্ট, ফ্রি ফন্ট, গ্রাফিক মেটেরিয়ালস ব্যবহার করে যদি প্রও ডিজাইনের ছবি এডিট করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই Photofi অ্যাপ। অ্যাপটি পুরোপুরি ফ্রিতে পাবেন গুগল প্লে স্টোরে।
১০. মোবাইল দিয়ে ছবি এডিটে Lightroom অ্যাপ
ছবির কালার, লাইট ও অন্যান্য অ্যাডজাস্টমেন্ট করতে এই অ্যাপটি মূলত ম্যাজিকের মতো কাজ করে। তবে অ্যাপটিতে তেমন কোনো পেইন্টিং ইফেক্ট না থাকার কারণে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খুব একটা ভালো অপশন হবে বলে মনে করি না। যদিও গ্রাফিক্স ডিজাইনারদের প্রয়োজনীয় ফিচার দিয়ে সাহায্য করতে না পারলেও অ্যাপটি ফটো এডিটিংয়ের অ্যাডভান্স লেভেলের প্রায় সব টুলসের ব্যবস্থা রেখেছে। আশা করি অ্যাপটি ব্যবহারে ভালোই উপকৃত হবেন।
ইতি কথা
চোখ বন্ধ করে যেকোনো প্রফেশনাল ছবিকে মোবাইল দিয়ে ছবি এডিটে উপরোক্ত অ্যাপসগুলি ব্যবহার করতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট নামগুলি কপি-পেস্ট করলেই অ্যাপগুলি পেয়ে যাবেন। অ্যাপ ডাউনলোড করতে কিংবা অ্যাপগুলি ব্যবহার করে ফটো এডিট করতে যদি কোনো সমস্যা হয় তবে সরাসরি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।