ads

 অবশেষে ডাক এসেছে গ্রামীণফোন বয়কটের: জানুন বিস্তারিত কারণ 

১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে বলে সিদ্ধান্ত নিয়ে দারুণ বিপাকে পড়েছে গ্রামীণফোন। আগে ২০ টাকা রিচার্জ করা গেলেও সম্প্রতি গ্রামীণফোন কতৃপক্ষ তা ৩০ টাকাতে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করে। 


গ্রামীণফোন গ্রামীণফোন বয়কট  গ্রামীণফোন রিচার্জ সোশ্যাল মিডিয়া ভাইরাল টপিক গ্রামীণফোন নিউজ গ্রামীণফোন সিম গ্রামীণফোন রিচার্জের নিয়ম গ্রামীণফোন সিমে রিচার্জের নিয়ম গ্রামীণফোন সিম ব্যালেন্স  Grameenphone Boycott.jpg
জনগণ আর চাইছে না গ্রামীণফোনকে 

তবে জনগণের চাপে যেদিন দুপুর থেকে এই নোটিফিকেশন গ্রামীণফোন অ্যাপে দেখা যাচ্ছিলো সন্ধ্যার দিকে সে বার্তা আর অ্যাপে দেখা যায়নি। অর্থ্যাৎ তারা ৩০ টাকার পরিবর্তে পূর্বের ন্যায় সর্বনিম্ম রিচার্জ ২০ টাকাতেই রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 


ইউজারদের মতে ২০২২ সালে সর্বনিম্ন রিচার্জের সীমা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করে গ্রামীণফোন। আর বছর ঘুরতে না ঘুরতেই তারা এই সিদ্ধান্তকে আরো বেশি বিজনেস পলিসিতে পরিণত করে ফেলে। যার কারণে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই টপিক অনেক ট্রেন্ডি হয়ে উঠেছে। 


তবে স্বস্তির বিষয় হলো গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখের বেশি ইউজারকে বর্তমানে আর এই জটিল নিয়ম মানতে হবে না। তারা চাইলেই পূর্বের মতো ২০ টাকাই রিচার্জ করার সুযোগ পাবে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী সম্প্রতি এই তথ্যই নিশ্চিত করেছেন বিভিন্ন নিউজ কোম্পানিগুলিরর কাছে। 

Previous Post Next Post

{ads}