ads

 কে এই বুশরা বিবি? 

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির পরিচয়  বুশরা বিবির রহস্য  বুশরার বিবির অলৌকিক ক্ষমতা বুশরা বিবির সাজা বুশরার বিরুদ্ধে মামলা  পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম কি পাকিস্তানের প্রধানমন্ত্রী.jpg
ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি

পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রী এই বুশরা বিবি। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্সের পর এই বুশরা বিবির সাথে ইমরান খান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি শুধু বিয়ে বললে ভুল হবে। কারণ এইটার অন্তরালে আছে অনেক কাহিনী। 


ইমরান খানের সাথে বুশরার বিয়ে চুড়ান্ত হওয়ার সময় তিনি পাঁচ সন্তানের জননি ছিলেন। তাঁর স্বামী ছিলেন খাওয়ার ফরিদ মানেকা। 


ইমরান খানের সাথে বুশরার পরিচয় 

বুশরা বিবি প্রথম স্বামী খাওয়ার ফরিদ মানাকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন  ১৯৮৯ সালে।  আর ২০১৭ সাল পর্যন্ত তিনি তার সাথে সংসার করেন। সেই সংসারে থাকা অবস্থায় তের শ শতাব্দী একটি সুফি মসজিদে  ইমরান বুশরার পরিচয় হয়। 


বুশরা বিবি কেন ইমরান খানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন?

বুশরা বিবি ইমরান খান কে বিয়ে করার একমাত্র কারণ স্বপ্ন পুরণ। কারণ ইমরান খানের স্বপ্ন ছিল পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়া। 


আর সেই স্বপ্ন পুরণের অলৌকিক কাহিনী বুশরা ইমরান দম্পতি। কি সেই অলৌকিক কাহিনী জানতে হলে সাথেই থাকুন। 


বুশরার অলৌকিক কিছু কথা 

বুশরা বিবি স্বপ্নে দেখেছিলেন ইমরান খানের প্রধান মন্ত্রী হওয়ার একমাত্র উপায় বুশরাকে বিয়ে করা। আর সেই কারণেই ১৩শ শতাব্দীর একটি সুফি মসজিদে ইমরান খান কে দেখা করতে বলেন বুশরা বিবি। 


এক সাক্ষাতকারে ইমরান খান বলেছিলেন সেই দিনের সেই দেখাতে বুশরা বিবির চেহারাও দেখেননি তিনি। 


কারণ ইমরান খানের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়া। বুশরা বিবির আধ্যাত্মিক ক্ষমতা রযেছে। সেই আধ্যাত্মিক ক্ষমতাই ইমরান খান প্রধান মন্ত্রী হবেন এটাই ছিল তাঁর দৃঢ় বিশ্বাস। 


বুশরা বিবির আধ্যাত্মিক ক্ষমতার সফলতা ও ব্যার্থতা

বুশরা বিবির আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জনমতের ভিন্নতা রয়েছে। কেউ কেউ বিশ্বাস করে আবার কেউ কেউ করেনা। তবে বুশরার সাথে ইমরানের বিয়ের ছয় মাসের মধ্যেই ইমরান খান পাকিস্তানের প্রধান মন্ত্রী হয়েছিলেন। 


২০১৮ সালে এক টিভি সাক্ষাৎকারে বুশরা বিবি বলেছিলেন ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। বাস্তবে তা খুব একটা হয়নি। 


বরং ইমরান খানের সময়ে পাকিস্তানে অর্থনীতির চরম অবনতি ঘটে। তাছাড়া তাঁর সময়ে বিরোধী দলের বাক স্বাধীনতা,সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়। 


অন্যথায় জেল জরিমানা হামলা মামলা ভোগ করতে হয় তাদের। মানবাধিকার মারাত্মক ভাবে লঙ্ঘিত হয়। 


বুশরার বিরুদ্ধে মামলা

বুশরার বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্বামী খাওয়ার ফরিদ মানেকা প্রতারণা ও ব্যাভিচারের অভিযোগ এনে গত নভেম্বরে  মামলা দেন। ব্যভিচারের মামলা খারিজ হলেও প্রতারণারটি এখনো চলমান রয়েছে। কারণ এতে মুসলিম আইন লঙ্ঘিত হয়েছে। 


একজন মুসলিম নারী তালাক প্রাপ্ত হলে ইদ্দতকালীন সময় পার করে দ্বিতীয় বিয়ে করার আইন আছে। বুশরার ক্ষেত্রে তা মানা হয়নি। 


তাছাড়া ২০২২ সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে অনেকগুলো মামলায় তাঁকে গ্রেফতার করলে একই সাথে তখনকার ফার্স্ট লেডি বুশরা বিবিকেও তোশাখানা মামলায় অভিযুক্ত করা হয় এবং জেলে যেতে হয়। 


তাছাড়া ইমরান খান ও বুশরা দম্পতির বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগও আনা হয়। 


বুধবার (৩১ জানুয়ারি) ইমরান খান ও বুশরা দম্পতি উক্ত মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দন্ডিত হন। দুবাইয়ে প্রায় ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে বিক্রি করার জন্য এই অভিযোগ আনা হয়েছিল। 


তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বক্তব্য "এই মামলার সাথে বুশরা বিবির কোন সম্পর্ক ছিলনা।” শুধুমাত্র ইমরান খানকে ঘায়েল করার জন্যই পাকিস্তান সরকার এমনটি করেছে। 


বুশরা বিবির সাজা

বুশরা বিবি প্রথমে আদিয়লা কারাগারে সাজা ভোগ করেন। পরবর্তীতে পাকিস্তানের সরকার বুশরা বিবিকে ইসলামাবাদের উপকণ্ঠে তার বাড়িতে নিয়ে আসেন। তোশাখানা মামলায় সাজা পাওয়ার পর ইমরান ও বুশরার বাসভবনকে আনুষ্ঠানিকভাবে 'সাব-জেল' হিসেবে ঘোষণা করেন। 


সরকারি আদেশনামা জারি হয়েছে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে এখানে গৃহবন্দী জীবন কাটাতে হবে। 


সাবেক খেলোয়াড় ইমরান খান রাজনীতিতে এসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গঠন করেন। 


ইমরান খান এই দল নিয়ে পাকিস্তানের প্রধান মন্ত্রী হয়েছিলেন। তিনি সেই সময়ের ধনাঢ্য পরিবারের সন্তান ২১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে ১৯৯৫ সালে ৪৩ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তাদের কোলজোড়ে দুটি সন্তান আসে। 


তবে তাদের সংসার স্থায়ী হয়েছিল ৯ বছর। বিবিসির সাবেক আবহাওয়া উপস্থাপক এবং সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ২০১৫ সালে দ্বিতীয় বার। রেহাম খান ইমরান খানের  দলের লোকের বিরুদ্ধে অনেক অভিযোগও আনেন।  


শুধু তাইনা তিনি এই বিষয়টিকে ফোকাস করে একটি আত্মজীবনিও লিখেছেন। তাদের সংসারের স্থায়িত্ব ছিলএক বছরেরও কম সময়। পরবর্তীতে ইমরান খান 

অনারম্ভরভাবেই ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন। 


ইমরান খান এমন একজন মুসলিম ছিলেন যিনি কিনা ইসলামিক রীতিনীতির প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তাছাড়া তিনি একজন উদার মন-মানসিকতার মানুষ ছিলেন। তিনি একজন পশ্চিমা বিরোধী শাসক ছিলেন। 


সামরিক বাহিনীর সাথে তাঁর সুসম্পর্ক থাকলে-ও তা বেশি দিন স্থায়ী হয়নি। মোটামুটি এই সব মিলিয়ে ইমরান খান রাজনীতিতে সফলতা পেয়েছিলেন। 


পরবর্তীতে  ২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেলে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। সেই বছরেই অনেকগুলো মামলায় তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।


ইতি কথা 

ইমরান খান মূলত বুশরা বিবির প্রতি আকৃষ্ট হওয়ার কারণ বুশরার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি একজন মুসলিম নারী হিসেবে কঠোরভাবে পর্দা মেনে চলতেন। তিনি সব সময় বোরকা পড়তেন। তাছাড়া তাঁর মেধা খুবই তীক্ষ্ণ ছিল। এসব দেখে ইমরান খান তাঁর প্রতি মুগ্ধ হন। 


কেউ কেউ মনে করেন বুশরা বিবি সুফি ঘরানার মানুষ। তাঁর আধ্যাত্মিক ক্ষমতা আছে। তিনি একজন আধ্যাত্মিক নেতা। স্বল্প সংখ্যক অনুসারীদের ধর্মীয় পরামর্শ দিয়ে থাকেন তিনি। পাকিস্তান রাজনীতির দীর্ঘ পথ চলার আলোকে সেই ইতিহাস নিয়ে কারো তেমন কোনো আগ্রহ নেই। 


বর্তমান সময়ের প্রেক্ষাপটে বুশরা বিবিই প্রধান আগ্রহ। আগামী সময়ের আপডেট জানতে ভুলবেন না কিন্তু।


লেখা: সুলতানা আলম আরা 


আরো পড়ুন: 

মুসলমানদের জন্য কি কোনো দিবস বা ডে পালন করা জায়েয? 

শবে বরাতের গুরুত্বপূর্ণ আমলগুলি কি কি? 

জানুন তোপকাপি প্রাসাদের অজানা রহস্য 

Previous Post Next Post

{ads}