মোবাইল ওপেন না হওয়া বা চার্জ না হওয়া সমস্যার সমাধান
![]() |
মোবাইল অন হচ্ছে না?
মোবাইলে চার্জ হচ্ছে না?সমাধান জানুন |
আজকের এই মোবাইল সমস্যার সমাধান সম্পর্কিত আর্টিকেলে আমরা মোবাইলে মাঝেসাঝে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করবো। সেই সাথে আলোচনা করবো এসব সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায়! সুতরাং বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
মোবাইল ওপেন হচ্ছে না কি করবো?
অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ওপেন হচ্ছে না। এই ধরনের সমস্যা সাধারণত বিভিন্ন কারণে দেখা দিতে পারে। শুরুতে চলুন মোবাইল ওপেন না হওয়ার এই বিষয়টি ঠিক কোন কোন কারণে দেখা দিতে পারে সে সম্পর্কে জানি:
১. ব্যাটারি: মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ না থাকলে মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে এবং এটি খুবই স্বাভাবিক বিষয়। অনেক সময় আমরা মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পরও সচেতন থাকি না। ফলে কবে চার্জ এর অভাবে মোবাইল ফোন অফ হয়ে গেলো তা বুঝতেই পারিনা।
২. ফিজিকাল ক্ষতি: অনেক সময় ধরে নিতে হয় মোবাইল ফোন নিয়ে ওপেন হচ্ছে না মানেই মোবাইল ফোনের কোনো ফিজিকাল ড্যামেজ দেখা গিয়েছে। তাছাড়া অনেক সময় মোবাইলে পানি ঢুকলেও মোবাইল অফ হয়ে যায়।
যেভাবে মোবাইলের ব্যবসা শুরু করলে হয়ে উঠবেন লাখপতি
৩. সফটওয়্যার: মাঝে মধ্যে সফটওয়্যার এর কারণেও মোবাইল ফোন কাজ করা অফ করে দিতে পারে। অনেক সময় এই ধরনের সমস্যার কারণে স্ক্রিনে কালো ডিসপ্লে শো করতে পারে। যা দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে মোবাইল ফোনটি অফ হয়ে গেছে।
মোবাইল ওপেন হচ্ছে না: যা করতে হবে
মোবাইল ওপেন হচ্ছে না বা মোবাইল ফোন বন্ধ হয়ে আছে এই ধরনের সমস্যা খুব একটা জটিল বিষয় না। আপনি চাইলে ঘরে বসে এই ধরনের সমস্যার সমাধান করতে পারেন। কিভাবে? জানতে হলে নিচের টিপসগুলি ফলো করুন:
মোবাইল ফোন রিস্টার্ট করুন
১৫ থেকে ২৫ মিনিট এর জন্য মোবাইল ফোন চার্জে দিয়ে রাখুন
ফোনের চার্জারে ধুলোবালি পড়ে থাকলে তা পরিষ্কার করে নিন
ডিভাইসের সিকিউরিটি মোড অন করুন
ফোনে কোনো ড্যামেজ আছে কিনা চেক করুন
প্রয়োজনে ফোনটি রিসেট করুন
উপরোক্ত টিপস ফলো করার পরও মোবাইল ফোন ওপেন না হওয়ার সমস্যার যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি মোবাইল ফোন মেকানিক এর সাহায্যে নেবার প্রয়োজন পড়তে পারে।
যেসব টিপস ফলো করলে আপনি সেলফি হয়ে উঠবে প্রো পিস
মোবাইলে চার্জ হচ্ছে না কেন: কারণ ও সমাধান
অনেক সময় দেখা যায় মোবাইলে চার্জ হচ্ছে না। সাধারণত বিভিন্ন কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর এসব কারণের মাঝে এমন কিছু কমন কারণ রয়েছে যা হয়তো ঘরে বসেই সমাধান করা সম্ভব অথচ আমরা উপায় জানি না। চলুন তবে আজ মোবাইলে চার্জিং সমস্যা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
মোবাইলে চার্জ হচ্ছে না কেন?
সাধারণত যেসব কারণে আপনার মোবাইলে চার্জিং সমস্যা দেখা দিতে পারে সেসব কারণ হলো:
- আপনার কর্ড বা চার্জারে কোনো ধরনের সমস্যা থাকতে পারে
- ব্যবহার করা কোনো অ্যাপে চার্জিং রিলেটেড সমস্যা থাকতে পারে
- সমস্যা থাকতে পারে ডিভাইসের পাওয়ার সোর্সে
- হতে পারে আপনার অ্যান্ড্রয়েড এখনো আপডেট করা হয়নি
মোবাইল ফোনে চার্জ না হওয়ার সমস্যার সমাধান
আমরা সাধারণত মোবাইল ফোনে চার্জ না হলে তা বারবার প্লাগ এবং আনপ্লাগ করতে থাকি। যা পুরোপুরি ভুল প্র্যাক্টিস। এই ধরনের অভ্যাসের কারণে ভবিষ্যতে ফোনের চার্জিং রিলেটেড সমস্যা আরো বেড়ে যেতে পারে।
এর পরিবর্তে মোবাইল ফোনের চার্জ না হওয়ার সমস্যার সমাধানে নিচের টিপস গুলি ফলো করতে পারেন:
১. পাওয়ার সোর্স চেক করে দেখুন। বিশেষ করে আপনার ইউএসবি তার ঠিক মতো কাজ করছে কিনা তা চেক করুন।
২. চার্জার এর তার অগোছালোভাবে ভাঙা অবস্থায় আছে কিনা চেক করুন। যদি এমনটা থাকে তারটিকে টেনে সোজা করে দিন।
৩. আপনার ফোনে চার্জারটি ঠিকভাবে প্লাগ হয়েছে কিনা চেক করুন। অনেক সময় ফোনে চার্জার লুস অবস্থায় থাকার কারণে চার্জিংয়ে সমস্যা দেখা দিতে পারে।
৪. আপনার মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় আপনার মোবাইলের সকল অ্যাপ অফ আছে কিনা তা চেক করে নিন। অনেক সময় বেশ কিছু অ্যাপ অন থাকার কারণে মোবাইল ফোনে চার্জ হয় না।
৫. ব্যবহারের পর মোবাইলে থাকা ক্যাশ ক্লিয়ার করে নিন। এতে করে মোবাইল ফোন দ্রুত চার্জ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
মোবাইল গেমের নেশা ছাড়তে পারছেন না? জানুন কিভাবে এই নেশা দূর করবেন!
৬. উপরোক্ত টিপসগুলি ফলো করার পরেও যদি কোনো সমাধান না পান সে ক্ষেত্রে ফোন রিস্টার্ট দিতে পারেন।
৭. ওয়াইফা, ব্লুটুথসহ ফোনের সকল কানেকশন অফ করে ফোন চার্জে দেবার অভ্যাস করে তুলুন। প্রয়োজনে ফোনের ফ্লাইট মোড অন রাখুন।
৮. তবুও সমাধান না হলে ফোনের ব্যাটারিটি টেস্ট করিয়ে নিন। মোবাইল মেকানিকদের দোকানে আপনি এই ধরনের ব্যাটারি টেস্টার পেয়ে যাবেন।
ইতি কথা
মোবাইল ফোন ওপেন হচ্ছে না কিংবা মোবাইলে চার্জ হচ্ছে না এই ধরনের সমস্যার সমাধান আশা করি পেয়ে গেছেন। উপরোক্তা টিপসগুলি কাজে না লাগলে মনে করবেন আপনার ফোনের এই সমস্যা সারাতে ফোনের মেকানিকের প্রয়োজন।