এডোবি ইলাস্ট্রেটর টুলের সম্পূর্ণ গাইডলাইন
![]() |
এডোবি ইলাস্ট্রেটরের লোগো |
গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান? গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করতে চান? তাহলে আপনাকে নিশ্চিতভাবেই জানতে হবে এডোবি ইলাস্ট্রেটর টুল পরিচিতি, এডোবি ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড করার উপায়, এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর মাসিক খরচ।
আর আপনার এই জানার আগ্রহকে বাড়িয়ে দিতেই আমাদের আজকের এই এডোবি ইলাস্ট্রেটর টুলের সম্পূর্ণ গাইডলাইন। সাথেই থাকুন।
এডোবি ইলাস্ট্রেটর কি?
এডোবি ইলাস্ট্রেটর হলো একটি কম্পিউটার-গ্রাফিক্স অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যার সাহায্যে আপনি ডিজাইনিংয়ের সকল কাজ করতে পারবেন। এই সফটওয়্যারটি ১৯৮৭ সালে তৈরি হয়। যা সে-সময় আমেরিকান গণিতবিদদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো।
সফটওয়্যারটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে পেন টুলসহ বিভিন্ন গুণের কারণে এটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার জানতে হবে।
এডোবি ইলাস্ট্রেটর এর প্রধান কাজ কি কি?
ডিজাইনিং সম্পর্কিত ৩০ টিরও বেশি কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই এডোবি ইন্ডাস্ট্রেটর। যেমন:
যেসব গুণাবলি না থাকলে হতে পারবেন না প্রো গ্রাফিক্স ডিজাইনার
লোগো: ইলাস্ট্রেটর আসলে এমন একটি ডিজাইন প্রোগ্রাম যেখানে আপনি ইউনিক লোগো কাস্টমাইজড করে তৈরি করতে পারবেন। তাছাড়া লোগোর ডিটেইলস তুলে ধরতে এই এডোবি এডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার দেখার মতো।
বিজনেস কার্ড: বর্তমানে প্রিন্ট গ্রাফিক্সের জন্য দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে এই এডোবি ইলাস্ট্রেটর। টুলসটির সাহায্যে আপনি সহজেই যেকোনো আকার বা আকৃতির বিজনেস কার্ড তৈরি করতে পারেন ঘরে বসে।
ফ্লায়ার ও পোস্টার: যেকোনো ইভেন্ট, প্রচার বা ঘোষণার জন্য ফ্লায়ার ও পোস্টার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এসব ডিজাইনিং করতেও ব্যবহার করতে পারেন এডোবি ইলাস্ট্রেটর।
সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স: ইলাস্ট্রেটর শুধুমাত্র প্রিন্ট গ্রাফিক্সের জন্যই পার্ফেক্ট সমাধান নয়, বরং এই টুলসের সাহায্যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য যেকোনো গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।
টেমপ্লেট: অনেক সময় অনেকেই ব্লগ পোস্ট টেমপ্লেট খুঁজে থাকে। আর এসব টেমপ্লেট তৈরিতেও ব্যবহার করা হয় এডোবি ইলাস্ট্রেটর।
ইনফোগ্রাফিক্স: আপনি কি জানেন যে সাধারণত ব্লগ পোস্টের তুলনায় যেকোনো ইনফোগ্রাফিক Pinterest-এ হাজার বার রিপিন করা হয়? কারণ যেকোনো ভিজ্যুয়াল তথ্য মানুষের দ্রুত চোখে পড়ে। আপনি চাইলে এসব ডিজাইনও করতে পারেন ইলাস্ট্রেটরের সাহায্যে।
আইকন: কাস্টম, ব্র্যান্ডেড আইকন ডিজাইন করতেও এডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার লক্ষ্য করা যায়। যা একটি ওয়েবসাইটকে দারুণভাবে প্রফেশনাল টোন দিতে সক্ষম।
ইনভাইটেশন কার্ড: আপনি কি কোনো সুপার কাস্টমাইজ ইনভাইটেশন কার্ড বানাতে চান? এক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এডোবি ইলাস্ট্রেটর।
টি শার্ট ডিজাইন: কাস্টম টি শার্ট ডিজাইন করা, ব্র্যান্ডেড টি-শার্টের ডিজাইন করা সবকিছুই আজকাল করা যাচ্ছে এডোবি ইলাস্ট্রেটরে। শুধু তাই নয়! এসব ডিজাইন করতে এডোবি ইলাস্ট্রেটরের সুপার কাস্টমাইজড অপশনগুলি কিন্তু মারাত্মক।
কিভাবে এডোবি ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড করবো?
আপনি কি জানেন আপনি চাইলে এডোবি ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন? হ্যাঁ! আজকাল অনেক ক্র্যাক ভার্সন পাওয়া যায় এই এডোবি ইলাস্ট্রেটর টুলসের।
দ্রুত গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ পেতে যা যা করবেন
তবে এক্ষেত্রে কোত্থেকে ডাউনলোড করছেন তা মাথায় রাখা জরুরি। কারণ অনেক ডাউনলোড সোর্সের লিংকে অনেক সময় হ্যাকিং রিলেটেড লিংক দেওয়া থাকে। যা পরবর্তীতে আপনার ডিভাইসকে ক্ষতিগ্রস্ত করবে। যাইহোক!
এডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এডোবি ইলাস্ট্রেটর চালু করার উপায় কি?
এডোবি ইলাস্ট্রেটর চালু করতে শুরুতে তা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এক্ষেত্রে:
- উপরোক্ত লিংকে ক্লিক করুন
- ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক করুন
- পরবর্তী অপশন আপনাকে পছন্দমতো বাছাই করে নিতে হবে
- এবারে আপনাকে মেইল এবং পাসওয়ার্ড দিতে হবে
- এরপর অপেক্ষা করতে হবে ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড হওয়ার
- যা ডাউনলোড করলে একইসাথে আপনি ২০ টি অ্যাপস ডাউনলোড করার সুযোগ পাবেন
এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার কিভাবে করবো?
শুরুতে বলে রাখি এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার কিন্তু খুব একটা সহজ না। তবে জটিলও না। এটি ব্যবহার করতে আপনাকে অবশ্যই কোর্স করতে হবে। এসব কোর্স চাইলে সরাসরি ইউটিউব থেকে ফ্রিতে কালেক্ট করে নিতে পারবেন। আর ক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় ৬ মাসের মতো। এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহারে নিচের টিপসগুলি ফলো করতে পারেন:
#১. এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহারের ক্ষেত্রে লেয়ার সেট করুন। লেয়ার সেট করার সময় প্রতিটি ফাইলের একটি করে ইউনিক নাম দিয়ে দিবেন। যাতে করে তা ব্যবহারে সুবিধা হয়।
#২. এডোবি ইলাস্ট্রেটরে আপনি সিলেকশন টুলস পাবেন। যা আপনাকে ৬ ধরণের সিলেকশনের কাজ করতে সাহায্য করবে। পজিশন, রিসাইজ, কাট ইত্যাদি ক্ষেত্রে সাধারণত এই টুলস ব্যবহার করা হয়ে থাকে।
#৩. এই টুলসের ড্র অপশনে আপনি সরাসরি হাতে এঁকে ইউনিক ডিজাইন করার সুযোগ পাবেন। স্কয়ার, সার্কেলসহ যেকোনো শেপের ডিজাইন আপনি এখানে ড্র করার সুযোগ পাবেন।
#৪. এডোবি ইলাস্ট্রেটর টুলসে আপনি টাইপ অপশনে পাবেন টেক্সট এড করার সুযোগ এবং পেইন্ট অপশনে পাবেন কালার এড করার সুযোগ। এক্ষেত্রে টুডি এবং থ্রিডিসহ যেকোনো ধরণেরই পেইন্ট করার সুযোগ থাকছে।
#৫. এডোবি ইলাস্ট্রেটরের মডিফাই অপশনে আপনি পুরোনো ডিজাইন মডিফাই করতে পারবেন। যেকোনো ডিজাইন রোটেট বা ক্রপসহ সম্পূর্ণভাবে মডিফাই করতে এডোবি ইলাস্ট্রেটরের এই অপশন
বলে রাখা ভালো এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার সঠিকভাবে বা পুরোপুরিভাবে জানতে হলে অবশ্যই আপনাকে কোর্স করতে হবে। তবে এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই।
গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজে যেভাবে ক্যানভা ব্যবহার করবেন
আপনি চাইলে ঘরে বসে ইউটিউবের সাহায্যে ফ্রিতে এডোবি ইলাস্ট্রেটর ব্যবহারের কোর্স করতে পারেন। আর এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার শিখতে কমপক্ষে ৩/৪ মাসের মতো সময় লাগতে পারে৷
এডোবি ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার?
এক কথায় এডোবি ইলাস্ট্রেটর হলো কার্টুন, চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ, লোগো এবং অন্যান্য গ্রাফিক্স তৈরি করার মাথানষ্ট সফটওয়্যার। আরেকটু সহজ ভাষায় বললে এটিকে বলতে পারেন গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার।
এই সফটওয়্যারটিকে সাধারণত গ্রাফিক্স ডিজাইনারেরা পোস্টকার্ড, পোস্টার এবং অন্যান্য ভিজ্যুয়াল ডিজাইন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি ইলাস্ট্রেটর বিভিন্ন মক-আপ ডিজাইন করতেও ব্যবহৃত হয়ে থাকে।
আমি কি এডোবি ইলাস্ট্রেটর কিনতে পারি?
হ্যাঁ! আপনি চাইলেই এডোবি ইলাস্ট্রেটর কিনতে পারের। তবে আপনি চাইলে প্রথম ৭ দিন এটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর প্রিমিয়াম ডিটেইলস জানতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করতে পারেন:
- প্রতি মাসে খরচ পড়বে ২২ ডলার
- পাবেন ১০০ জিবি ক্লাউড স্টোরেজ
- মাসে পাবেন ৫০০ জেনারেটিভ ক্রেডিট
- ২০+ মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ
- ২০,০০০+ ফ্রি ফন্ট
- ১ মিলিয়নের উপর ফ্রি পিকচার, ভিডিও এবং গ্রাফিক্স
- টিউটোরিয়াল এবং লাইসেন্স
অ্যাডোবি ইলাস্ট্রেটর মাসিক খরচ কত?
অ্যাডোবি ইলাস্ট্রেটর মাসিক খরচ কত তা নির্ভর করবে আপনি কোন প্রিমিয়াম ভার্সনটি কিনতে চাচ্ছেন তার উপর। তবে ২২ ডলার থেকে শুরু করবে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর মাসিক খরচ। আর যারা স্টুডেন্ট তারা মাসে মাত্র ১৯ ডলার খরচ করেও অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রিমিয়াম ভার্সনটি কালেক্ট করতে পারবেন৷
ইতি কথা
এই ছিলো আমাদের আজকের এই এডোবি ইলাস্ট্রেটর টুল পরিচিতি, এডোবি ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড করার উপায় এবং এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহারসহ সফটওয়্যারটির প্রিমিয়াম ভার্সনের প্রাইজ সম্পর্কিত সকল তথ্য।
ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাঝে থাকা পার্থক্য জানুন
আশা করছি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে গেছেন। সুতরাং দেরি না করে আজই কোর্স শুরু করুন এই সফটওয়্যারটির উপর। হয়ে উঠুন প্রো গ্রাফিক্স ডিজাইনার।
লেখা: সুলতানা আফিয়া তাসনিম