ফাঁস হলো Samsung Galaxy A55 5G ফোনের গোপন রহস্য
![]() |
অবশেষে ফাঁস হলো Samsung Galaxy A55 5G এর গোপন রহস্য |
স্যামসাং প্রতি বছরের নতুন নতুন ফোন লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। এরই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে এই বছরের মাঝখানে কোম্পানিটি samsung galaxy a55 5g নামের নতুন আরেকটি ফোন লঞ্চ করবে।
ধারণা করা হচ্ছে এই ফোনটি তার পূর্ববর্তী মডেল, Samsung Galaxy A54 5G- এর থেকে অনেক বেশি আপগ্রেটেড হবে। আর আমরা তো মোটামুটি সকলেই জানি এই Samsung Galaxy A54 5G ফোনটি বের হয়েছিল ২০২৩ সালের মার্চ মাসে।
Samsung Galaxy A54 5G ফোনের ফিচার
Samsung galaxy a55 5g নামের ফোন দিয়ে ভবিষ্যতে যে কতগুলি আপগ্রেটেড ভার্সন নিয়ে হাজির হবে তা জানতে হলে শুরুতেই দেখতে হবে Samsung Galaxy A54 5G ফোন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। যেমন:
- ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম
- ৬.৪ ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED স্ক্রিন
- ৫০০০mAh ব্যাটারি
Samsung galaxy a55 5g এর তথ্য ফাঁস
স্যামসাং কোম্পানি এখনো পর্যন্ত নতুন এই ফোনের কোন তথ্য শেয়ার না করলেও নেটপাড়ায় এই ফোনের বেশ কিছু তথ্য ভাইরাল হয়েছে।
বিশেষ করে Samsung galaxy a55 5g ফোনের ৩ কালার ভার্সন সম্পর্কিত তথ্যের বিষয়ে একেবারে কিছু না বললেই নয়। ধারণা করা হচ্ছে এই ফোনটি ভবিষ্যতে তিনটি কালারে পাওয়া যাবে। এগুলি হলো:
- কালো
- হালকা নীল
- হালকা গোলাপি
Samsung galaxy a55 5g ফিচার
আরডিকেলের এই অংশে আমরা Samsung galaxy a55 5g ফোনের সম্ভাব্য কিছু ফিচার নিয়ে আলোচনা করবো। বিশেষ করে:
Samsung galaxy a55 5g ফোনের স্ক্রিন
Samsung galaxy a55 5g ফোনের স্ক্রিন হবে ৬.৪ ইঞ্চির। পাশাপাশি ফোনে পাবেন ফুল HD+ সুপার AMOLED স্ক্রিন।
Samsung galaxy a55 5g ফোনের ক্যামেরা
ফোনটিতে আপনি বৃত্তাকার একটি ক্যামেরা ইউনিট উপভোগের সুযোগ পাবেন। যার পাশেই একটি ছোট বৃত্তাকার LED ফ্ল্যাশ ইউনিট চোখে পড়বে।
হ্যান্ডসেটের ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বোতামের সাথে একটি বাম্প বাটন পাবেন। সামনের প্যানেলটি হবে পাতলা সাইড বেজেল, অপেক্ষাকৃত মোটা টাইপের।
Samsung galaxy a55 5g ফোনের সেন্সর
Samsung Galaxy A55 এর পিছনে আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সসহ পাবেন ২টি সেন্সর। এর মধ্যে একটি পাবেন জেনারেল সেন্সর বা প্রাইমারি সেন্সর এবং অন্যটি হবে ক্যামেরা সেন্সর।
Samsung galaxy a55 5g Price In Bangladesh
Samsung galaxy a55 5g ফোনের প্রাইজ ঠিক কত নির্ধারণ করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে ২০২৪ সালের মাঝামাঝিতে এই ফোনের প্রি অর্ডার নেওয়া শুরু হবে।
ঠিক সেই সময় স্যামসাং কর্তৃপক্ষ ফোনটির প্রাইজ পাবলিক করবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!
আরো পড়ুন:
মোবাইলের ব্যবসা শুরু করবেন যেভাবে