ads

 Tiktok থেকে টাকা ইনকাম করার উপায় 

সঠিক উপায়ে
টিকটক ভিডিও থেকে
 ইনকাম শুরু করুন আজই


Tiktok হলো বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে ট্রেন্ডিংয়ে থাকা সেরা মানের ভিডিও প্ল্যাটফর্ম। যারা মিডিয়াম লেভেলার বা প্রো লেভেলের ভিডিও এডিট করতে পারে তাদের জন্য এই প্লাটফর্ম যেনো নিজের দক্ষতার শো অফ করার সেরা মাধ্যম হয়ে উঠেছে। 


আপনিও যদি tiktok থেকে টাকা ইনকাম করতে চান, সে ক্ষেত্রে আপনাকে জানতে হবে tiktok থেকে ইনকাম করার উপায়। চলুন তবে আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় যাই। 


টিকটক থেকে কিভাবে আয় হয়?

বর্তমানে টিকটক থেকে ইনকাম করার বিভিন্ন উপায় অপশন রয়েছে। আপনি চাইলে এর যেকোনো সহজ একটি উপায় ফলো করে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। চলুন তবে আর্টিকেলের এই অংশে জেনে নেওয়া যাক tiktok আইডি খুলে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে। 


১. টিকটকে আইডি খুলুন 

টিকটক থেকে আয় করতে হলে শুরুতে আপনার থাকতে হবে একটি টিকটক একাউন্ট। আর এই অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে মনে মনে আপনাকে একটি নাম সেট করে নিতে হবে। 


যারা ভবিষ্যতে টিকটক থেকে আর্ন করতে চান তাদের আইডি খোলার সময় এমন নাম ব্যবহার করতে হবে যা একই সাথে ইউনিক এবং মনে রাখার মতো ছোট হয়। 


টিকটক আইডি কিভাবে খুলে?

আর্টিকেলের এই অংশে আমরা tiktok আইডি কিভাবে খুলে সেই সম্পর্কে জানবো:


গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি ডাউনলোড করে নিন  

Agree & Continue অপশনে ক্লিক করুন 

পরবর্তীতে যে একটি পেইজ আসবে সেই পেজটিকে স্কিপ করুন 

নিচের স্টার্ট ওয়াচিং অপশনটিতে ক্লিক করুন

এবার দেখবেন অ্যাপসটি চালু হয়ে গেছে  

অ্যাকাউন্ট খুলতে apps এর প্রোফাইল অপশন এ ক্লিক করুন 

যারা ১৬ বছরের ওপরে তারা তাদের জন্মতারিখ সেট করুন 

জন্ম তারিখ তারপর নেক্সট বাটনে ক্লিক করুন

এবার আপনার ফোন নাম্বার বা ইমেইল দিন  

ইংরেজিতে বড় ছোট হাতের অক্ষর এবং নাম্বার মিশিয়ে একটি পাসওয়ার্ড সেট করুন 

এবারের শুরুতে tiktok আইডির জন্য আপনি যে নামটি সিলেক্ট করেছিলেন সেই নামটি দিন 

আইডি খোলার প্রসেস শেষ হলে দেখবেন আপনার দেওয়া ফোন নাম্বার বা ইমেইনে একটি কোড গিয়েছে

সেই কোডটির সাহায্যে নতুন ওপেন করা টিকটক আইডিতে ভেরিফাই করুন 


২. TikTok ক্রিয়েটর নেক্সটে অ্যাকাউন্ট করুন 

টিকটক থেকে আয় করার উপায় হিসেবে TikTok ক্রিয়েটর নেক্সট ইউজ করতে পারেন। এই ফিচারের সুবিধা হচ্ছে যেকোন বিজনেস বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বিশেষ অ্যাকাউন্টের সাহায্যে আপনি যেকোনো প্রচারণে বাড়তি সুবিধা পাবেন। 


আপনি যদি টিকটকের TikTok Creator Next সার্ভিস ব্যবহার করে নিজের বিজনেস করতে চান সেক্ষেত্রে আজ এই বিশেষ অ্যাকাউন্ট ওপেন করে নিন। 


৩. কোম্পানির ব্র্যান্ডিং করুন 

আপনি যে কোম্পানি থেকে বিশ্বাস করেন কিংবা যে কোম্পানির প্রোডাক্টগুলি আপনার বরাবরই ভালো লাগে সেই কোম্পানির ব্র্যান্ডিং করতে পারেন tiktok এর সাহায্যে। যেমন আপনি যদি নিয়মিত টিকটকে মেকআপ টিপস এবং টিউটোরিয়াল পোস্ট করেন সেক্ষেত্রে মেকআপ রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারেন। 


অন্যদিকে যাদের স্কিন কেয়ার নিয়ে ভালো ধারণা রয়েছে তারা বিভিন্ন স্কিন কেয়ারের প্রোডাক্টের উপর টিকটক এর মাধ্যমে ব্র্যান্ডিং করতে পারেন। আরে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করবে নির্দিষ্ট কোম্পানিগুলো। 


তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি যে কোম্পানির ব্র্যান্ডিং করছেন সে কোম্পানি যেন আপনার ভিডিওর সাহায্যে বিজনেস এর ক্ষেত্রে ভালই গ্রো করতে পারে। মোটকথা আপনার ভিডিও যেন তাদের অনেক পরিমাণে সেলস এনে দিতে সক্ষম হয়। 


৪. টিকটক শপিং ব্যবহার করুন 

আপনি কি জানেন tiktok এর আলাদা একটি শপ রয়েছে? এই শপে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন। আপনি চাইলে এসব প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারেন। এই সিস্টেমে আপনার মার্কেটিংয়ের কারণে যেসব প্রোডাক্ট সেল হবে সেসব প্রোডাক্টের নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনিও পাবেন। 


৫. ভিডিওতে এড বসিয়ে ইনকাম করুন 

আপনার tiktok ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউজ থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিজনেস ওনারদের হয়ে কাজ করতে পারেন। প্রতিটি ভিডিওতে তাদের প্রোডাক্ট সম্পর্কিত তথ্য বসিয়ে মান্থলি বা উইকলি নির্দিষ্ট আর্নিং জেনারেট করতে পারেন। 


৬. অ্যাফিলিয়েট মার্কেটিং করুন 

টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় হিসেবে আপনি চাইলে অ্যাফিলিয়ে মার্কেটিং করতে পারেন। এক্ষেত্রে অ্যামাজন, ফ্লিপকার্ট বা দারাজের সাহায্য নিতে পারেন। 


যেহেতু টিকটক বর্তমানে গ্লোবালি অনেক জনপ্রিয়তা পেয়েছে সেহেতু আপনিও চাইলে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। 


৭. স্পন্সর পোস্ট করুন 

যাদের ভিডিওতে কমপক্ষে ১০-১২ হাজার ভিউ আসে তারা চাইলে অন্যান্য কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর উপরে স্পন্সর ভিডিও তৈরি করতে পারেন। 


এক্ষেত্রে যেসব কোম্পানির প্রোডাক্ট নিয়ে স্পন্সার ভিডিও বানাবেন তাদের সাথে আগে কথা বলে নেবেন। পেমেন্ট এবং অন্যান্য বিষয়ে ক্লিয়ার হয়ে নেবেন। 


৮. ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোন 

আপনি চাইলে tiktok থেকে আর্ন করার উপায় হিসেবে যেকোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পারেন। মনে রাখবেন tiktok এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আয় করতে চাইলে ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ এর প্রয়োজন। 


আরে এসব ভিউজই পরবর্তীতে আপনার কাজ করা কোম্পানির কাস্টমারে পরিণত হবে। বলে রাখা ভালো এই ধরনের কাজ সাধারণত চুক্তিভিত্তিক হয়ে থাকে। অনেকে আবার মান্থলি কিংবা উইকলি পেমেন্ট করে। এক্ষেত্রে পেমেন্টের বিষয়টি নিয়ে আগেভাগেই ক্লিয়ার হয়ে নেবেন। 


ইতি কথা

টিকটক থেকে ইনকাম করার উপায় হিসেবে অনেকগুলি টিপস সম্পর্কিত জানলেন! এবারে কোন সেক্টরটি ব্যবহার করে আপনি সামনে এগিয়ে যাবেন তা নির্ভর করবে আপনার উপর। আর হ্যাঁ! এখানে একটি বিষয় ক্লিয়ার না করলেই নয়! 


বর্তমানে বাংলাদেশের টিকটকের অবস্থা যথেষ্ট বাজে। গুটিকয়েক সেলিব্রেটি ছাড়া ম্যাক্সিমাম সেলিব্রেটিরাই প্লাটফর্ম থেকে নোংরা মিডিয়াতে পরিণত করেছে। 


এই সময় যদি আপনি ভালো কন্টেন্টের সাহায্যে প্রচুর পরিমাণে ভিউস জেনারেট করতে পারেন, সে ক্ষেত্রে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না। যাইহোক! শুভকামনা রইল আপনার প্রতি! হ্যাপি আর্নিং!  


লেখা: সুলতানা আফিয়া তাসনিম


আরো জানুন:

মোবাইলের ব্যবসা শুরু করেন আয় করুন ১ লক্ষ টাকা 

ফ্রিল্যান্সারেরা ফ্রিল্যান্সিংয়ের কাজ না পেলে যা করবেন 

ফ্রিতে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখবেন যেভাবে 

Previous Post Next Post

{ads}