ads

 বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই: গুরুত্বপূর্ণ ইসলামিক বই সমূহ

বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই  গুরুত্বপূর্ণ ইসলামিক বই সমূহ pdf পুরাতন ইসলামিক বই গুরুত্বপূর্ণ ইসলামিক বই সমূহ ১০ টি ইসলামিক বইয়ের নাম সেরা ইসলামিক বইয়ের তালিকা.jpg
বাংলাদেশের ১০ টি জনপ্রিয় ইসলামিক বই

বই মানেই শেখার নতুন মাধ্যম। বলা হয়ে থাকে নতুন কিছু যদি শিখতে চাও তবে বই পড়ো। অন্যদিকে প্র্যাকটিসিং মুসলিমদের প্রতিনিয়ত ইসলামের ব্যাপারে রিসার্চ করার প্রয়োজন পড়ে। প্রয়োজন পড়ে নতুন তথ্য জানার কিংবা নতুন আমল শেখার। 


অথবা নতুন করে নিজেকে দ্বীনের পথে ফেরানোর পথকে সুগম করতে প্রয়োজন ভালো মানের ইসলামিক বই। চলুন তবে আজ এরই প্রেক্ষিতে বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।


১. বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)

বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) বইটি মূলত একটি বাংলায় অনুবাদ করা বই। যার মূল লেখকের নাম হিশাম আল আওয়াদি এবং বইটি কে বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশের আরেকজন লেখক এবং অনুবাদক মাসুদ শরীফ। 


বইটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯৫। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বুক শপ রকমারিতে আপনি বইটি পেয়ে যাবেন। 


বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বইয়ের মাঝে থাকা এই বইটিকে মূলত সাজানো হয়েছে মহানবীর নবুওতপ্রাপ্ত হাওয়ার পূর্বের জীবনকে কেন্দ্র করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বইটির লেখা বেশ সহজ সরল। 


যার কারনে পড়তে গিয়ে বইয়ে কি আছে তা বুঝতে কোনো সমস্যা হবে না। আপনিও যদি এই বইটি পড়তে চান সে ক্ষেত্রে লোকাল কোনো বুক শপ থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন। আর তা যদি সম্ভব না হয় রকমারি ট্রাই করতে পারেন।


২. বেলা ফুরাবার আগে  

বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই যে কিনা এই বেলা ফুরাবার আগে বইটির নাম জানে না। মূলত এক রহস্যময় লেখক আরিফ আজাদের লেখা এই বইটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 


বেলা ফুরাবার আগে কেন আমাদের রবের কাছে ফিরে যাওয়া উচিত, তার সকল নির্দেশ পালনে সক্রিয় হওয়া উচিত সে সম্পর্কে লজিক্যাল থিওরি দাঁড় করানো হয়েছে এই বইটিতে। 


তাছাড়া দামের দিক দিয়েও বইটি বেশি সাশ্রয়ী। বইটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ৯১ টাকা। আপনিও যদি আরিফ আজাদের লেখা সেরা ১০ টি ইসলামিক বই এর একটি অংশ এই বেলা ফুরাবার আগে বইটি কিনতে চান সেক্ষেত্রে রকমারিতে অর্ডার করতে পারেন। 


৩. প্যারাডক্সিক্যাল সাজিদ ২

বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই এর মাঝে আরো একটি জনপ্রিয় বই হল এই প্যারাডক্সিক্যাল সাজিদ ২। এই বইটিও আরিফ আজাদের লেখা। যা লেখক এর বিভিন্ন লজিক্যাল থিওরির কারণে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বইটি কিনতে হলে আপনাকে গুনতে হবে মাত্র ২৫৪ টাকা। 


আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র রকমারি ডট কমে এই বইয়ের উপর রিভিউ পড়েছে প্রায় ১১০০+। যাইহোক! বইটিতে আপনি বরাবরই সত্যের গন্ধ খুঁজে পাবেন ! 


এছাড়াও পাবেন ইসলাম সম্পর্কিত বিভিন্ন কনফিউজিং প্রশ্নের উত্তর! যা হয়তো আপনি জানতেন না কিংবা কখনো জানার চেষ্টা করেননি! তবে আর দেরি করছেন কেন আজই কিনে ফেলুন এই প্যারাডক্সিক্যাল সাজিদ ২ নামের বইটি এবং ঝটপট পড়া শুরু করে দিন! 


৪. ইউটার্ন

বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কিত আর্টিকেলের এই অংশে আমরা যে বইটি আলোচনা করবো সেই বইটি মূলত লিখেছেন জাফর বিপি। বইটির নাম হল ইউটার্ন। যা লেখা হয়েছে সম্পূর্ণ ইসলামিক মূল্যবোধের উপর ভিত্তি করে। 


মানব মনের জিনিস নয় ঈমানকে কিভাবে আল্লাহর জন্য জাগে তুলতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে। এবারের অমর একুশে বইমেলাতে বইটি আপনি পেয়ে যাবেন। 


পাশাপাশি যারা সরাসরি মেলায় উপস্থিত থাকতে পারবেন না বলে মনে করছেন তারা সরাসরি রকমারি অনলাইন বুক শপ থেকে বইটি কালেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে বইটির দাম পড়বে মাত্র ৩৫০ টাকা। 


৫. সবুজ পাতার বন

সবুজ পাতার বন নামক বইটি হলো বর্তমানে সেরা ১০ টি ইসলামিক বইগুলির একটি। বইটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ২২৫ টাকা। বইটি মূলত সাজানো হয়েছে শাইখ আবদুল আযীয আত-তারিফী নামক ১ শাইখের অমূল্য কিছু কথা সম্পর্কে। 


আর এসব অমূল্য কথার সাহায্যে বইটির ভেতরে একটি সবুজ বন তৈরি করার কারনে বইটির নামকরণ করা হয়েছে সবুজ পাতার বন। সীরাত পাবলিকেশন থেকে বইটি প্রকাশ করেছে সম্পাদক সাজিদ ইসলাম। 


৬. আল কুরআন এক মহাবিস্ময়

বিখ্যাত বিজ্ঞানীদের ভাষায় আল-কুরআনের ভ্রুণতত্ত্ব ও বিজ্ঞানের মধ্যে যুক্তিযুক্ত গবেষণামূলক বই হিসাবে এই আল কুরআন এক মহাবিস্ময় বইটিকে সেরা ১০ টি ইসলামিক বইয়ের কাতারে ইজিলি ফেলা যায়। বইটির বিশেষত্ব হলো এটি ৩ জন গবেষক দ্বারা লেখা একটি বই। যা লিখতে গিয়ে প্রতিটি গবেষকই যথেষ্ট পরিমাণ রিসার্চ করেছেন। 


বইটি কে বাংলায় অনুবাদ করে সহজে আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন বিখ্যাত অনুবাদক খন্দকার রোকনুজ্জামান। বইটির দাম মাত্র ১০০ টাকা। বইটি মূলত লেখা হয়েছে আল কুরআন কে কেন্দ্র করে। 


আল কোরআনের মাঝে থাকা অধিকাংশ বিস্ময়কর তথ্যই বেরিয়ে এসেছে এই বইয়ে। বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতার সাহায্যে এই সমস্ত তথ্যকে বেশ সহজ ভাবে উপস্থাপন করার কারণে বইটি পাঠক সমাজে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। 


৭. জীবন যেখানে যেমন 

বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বইয়ের লিস্ট করছেন! অথচ সেখানে এই জীবন যেখানে যেমন বইটিকে রাখেননি! তা কি হয়? বলে রাখা ভালো এই জনপ্রিয় বইটি লিখেছেন আরিফ আজাদ! 


মাত্র ২৭৫ টাকা দামের এই বইটিতে একেবারে মনের সহজে ভাষায় জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলাে খুঁজে পাবেন। তাছাড়া যারা গল্প ভালবাসেন তাদের কাছে এই বইটি হয়ে উঠতে পারে একটি আইডিয়াল চয়েজ। 


কারণ বইটিতে গল্পে গল্পে বিভিন্ন শিক্ষা এবং চিন্তা চেতনাকে তুলে ধরা হয়েছে। যেসব চিন্তা চেতনা জীবনের সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনকে খুব একটাতেই তেঁতো মনে হবে না!


৮. শেষ বিকেলের রোদ্দুর

এই বইটি যিনি লিখেছেন তার নাম হলো সে সিহিন্তা শরিফা। এই বইটিতে লেখিকা কুরআন-হাদিসের মিশেলে গল্পের মাধ্যমে বিভিন্ন ম্যাসেজ জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। 


এসব ম্যাসেজ মূলত আমাদের জীবনে বর্তমানে অনুসরণীয়, শিক্ষণীয় এবং মহিমান্বিত হয়ে দাঁড়িয়েছে। আপনি কি গল্পে গল্পে এসব ম্যাসেজ নিজের জীবনে কাজে লাগাতে চান? যদি চান সেক্ষেত্রে রকমারি ডট কম থেকে মাত্র ২৮৫ টাকা দামে শেষ বিকেলের রোদ্দুর বইটি সংগ্রহ করে নিতে পারেন। 


৯. বদরের বীর

বদরের বীর হল বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বইয়ের লিস্টে থাকা অন্যতম জনপ্রিয় একটি বই। ১৪৪ পৃষ্ঠার এই বইটি সাজানো হয়েছে নির্দিষ্ট ইসলামিক গল্পের সাহায্যে। 


যারা হিম্মত আর সাহসিকতার নাকারা বাজিয়ে পৃথিবীকে এনে দিয়েছিলো নতুন ভোর, মূলত তাদের গল্পের সাহায্যেই তৈরি করা হয়েছে এই বইটিকে। 


বলে রাখা ভালো বইটি কিন্তু হলে আপনাকে গুনতে হবে ১৭০ টাকা। সালাউদ্দিন জাহাঙ্গীরের লেখা এই জনপ্রিয় বইটি আপনি যেকোনো লোকাল বুক শপে কিংবা রকমারি বুক শপ ডট কমে পেয়ে যাবেন। 


১০. মৃত্যুঞ্জয়ী 

বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কিত আজকের আর্টিকেলের একেবারে শেষ অংশে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটির নাম হলো মৃত্যুঞ্জয়ী। এই বইটি মূলত সাজানো হয়েছে ওহুদ যুদ্ধের সত্যিকারের কাহিনী সাহায্যে। 


বলে রাখা ভালো এই বইটিও লিখেছেন সালাউদ্দিন জাহাঙ্গীর। যারা বইটি কিনতে চান তারা সরাসরি রকমারি বুক শপ ডট কমে ভিজিট করতে পারেন এবং মাত্র ৩২০ টাকার সাহায্যে বইটি কিনে নিতে পারেন। 


ইতি কথা 

বাংলাদেশের সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কে তো জানলেন! এবারে বইগুলো সংগ্রহ করে ঝটপট করে ফেলার পালা। বলে রাখা ভালো উপরোক্ত আলোচিত বই গুলোর মাঝে থাকা কিছু কিছু বই আপনি পিডিএফ আকারে ফ্রিতে পেয়ে যাবেন। 


বাদবাকি যে বইগুলো পাবেন না সেগুলি অন্য কোন শপে না পেলেও সরাসরি রকমারি বুক ডট কম শপে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলের এই চেষ্টা কবুল করুক! আমিন। 


লেখা সুলতানা আফিয়া তাসনিম


আরো পড়ুন: 

Previous Post Next Post

{ads}