ads

Xiaomi 14 Ultra Price In Bangladesh

Xiaomi 14 Ultra Review & Price In Bengali Xiaomi 14 Ultra price in Bangladesh  xiaomi 14 ultra release date শাওমি মোবাইল বাংলাদেশ প্রাইস শাওমি মোবাইল দাম.jpg
শাওমি ১৪ আল্ট্রার লেটেস্ট মডেল

অবশেষে Xiaomi 14 Ultra নামক এই শাওমি ফোনটিও পাওয়া যাচ্ছে বাংলাদেশে। মূলত সম্প্রতি অর্থাৎ ২০২৪ সালে শাওমির নতুন এই ফোনটি বের হয়। ক্যামেরা সেটআপ, ব্যাটারি এবং স্ক্রিনসহ প্রায় প্রতিটি দিক দিয়ে এই ফোন শাওমির অন্যান্য ফোনকে ছাড়িয়ে গেছে। 


Xiaomi 14 Ultra Details In Bengali

আপনি যদি বাজারে বের হওয়া এই নতুন Xiaomi 14 Ultra নামক মোবাইল ফোনটি কালেক্ট করতে চান সে ক্ষেত্রে জেনে নিন Xiaomi 14 Ultra Review In Bengali & Xiaomi 14 Ultra Price In Bangladesh। তবে তার আগে বলে নিই যেসব কালারে আপনি এই ফোন পাবেন সেসব কালার হলো: 


  • কালো
  • সবুজ
  • নীল
  • গোলাপি


Xiaomi 14 Ultra Review In Bengali 

যেকোনো মোবাইল ফোন কেনার আগে তার রিভিউ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আর্টিকেলের শুরুতে আমরা জানবো Xiaomi 14 Ultra Review। 


Xiaomi 14 Ultra ফোনের ব্যাটারি

লিথিয়াম পলিমারের সাহায্যে তৈরি করা হয়েছে এই Xiaomi 14 Ultra ফোনটির ব্যাটারি৷ আর ফোনের ব্যাটারির ক্ষমতা সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে বলবো এই ফোনের ব্যাটারি ক্ষমতা মূলত 5180 mAh। 


জিরো থেকে মোবাইলের ব্যবসা শুরু করে যেভাবে হবেন লাখপতি 


যাইহোক! দ্রুত চার্জিং সার্ভিস পেতে 90W তারযুক্ত চার্জিং সার্ভিস কিংবা 50W ওয়্যারলেস চার্জিং সার্ভিস ব্যবহার করুন। 


Xiaomi 14 Ultra সাইজ

Xiaomi 14 Ultra ফোনটিকে সাইজের দিক দিয়ে যতটা ছোট রাখা সম্ভব ততটাই ছোট রাখার চেষ্টা করা হয়েছে। মূলত ফোনটিকে সবসময় সাথে রাখার সুবিধার্থেই এমনটা সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। 


সাইজের দিক দিয়ে Xiaomi 13 এর থেকে যতটা সম্ভব ছোট রাখা হয়েছে এই ফোনটিকে। আশা করা যাচ্ছে শাউমির এই নতুন ফোনটি ৬.৩ ইঞ্চির চাইতেও বেশ ছোট আকারে বের হবে। 


Xiaomi 14 Ultra ফোনের ডিজাইন 

Xiaomi 14 Ultra ফোনের সবচেয়ে বড় আক্ষেপ হলো ডিজাইন। ডিজাইনের দিক দিয়ে এটি পুরনো ফোনগুলির চাইতেও খুব খারাপ অবস্থায় আছে। বিশেষ করে ফোনটির ক্যামেরা সেটআপে খুব একটা আকর্ষণীয় লুক চোখে পড়েনি। 


Samsung Galaxy A55 ফোনের রহস্য 


অর্থাৎ যদি আপনি নতুন ফোনের ডিজাইন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন সেক্ষেত্রে এই নিউ ফোন কোনোভাবেই আপনার জন্য পারফেক্ট হবে না। পাশাপাশি ফোনটির যেসব সেন্সর আপনাকে অবাক করবে সেসব সেন্সর হলো: 


  • ফিঙ্গারপ্রিন্ট
  • অ্যাক্সিলোমিটার
  • প্রক্সিমিটি
  • গাইরো
  • কম্পাস
  • কালার স্পেকট্রাম
  • ব্যারোমিটার


Xiaomi 14 Ultra ফোনের ক্যামেরা 

Xiaomi 14 Ultra ফোনের পিছনে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। বলে রাখা ভালো হয়ে মোবাইল ফোনটিতে ডিসপ্লের পাঞ্চ হোলের ভিতরে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে। চলুন এক নজরে দেখে নিই এই ক্যামেরা সেটআপে কি কি থাকছে: 


  • 50MP চওড়া ক্যামেরা 
  • 50MP পেরিস্কোপ টেলিফোটো
  • 50MP টেলিফোটো 
  • 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা 


Xiaomi 14 Ultra ফোন ব্যবহারের বাড়তি কিছু সুবিধা 

Xiaomi 14 Ultra ফোন কেনার পর মূলত যে সমস্ত সুবিধা আপনাকে ফোনটির ফ্যান করে তুলবে সে সমস্ত সুবিধাগুলি হলো: 


  1. ফোনটির পেছনের ক্যামেরা থেকে ভিডিও রেকর্ডিং আউটপুট অনেক ভালো
  2. 4K 30fps ভিডিও রেকর্ডিংয়ের কারণে ভিডিও হবে আরো জোশ
  3. ফোনটির ক্যামেরা সিস্টেমে সবচেয়ে কাছের ফোকাসে দূরত্ব পাবেন মাত্র 10cm
  4. অটো মোডে রাতে অন্যান্য ফোনের চেয়ে একটু ভালো ক্যামেরা সার্ভিস দেবে এই ফোন
  5. এই Xiaomi 14 Ultra ফোন চলবে 1200P রেজোলিউশনে
  6. সেই সাথে থাকছে "আল্ট্রাস্পেস" নামে একটি আকর্ষণীয় বোনাস 
  7. সাথে থাকবে একটি অতিরিক্ত মেমরি পোর্ট
  8. ক্যামেরায় থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামাসহ বিভিন্ন ফিচার
  9. ফোনটিতে পাবেন এটি 2G / 3G / 4G সহ 5G নেটওয়ার্ক সার্ভিস
  10. পাবেন 12GB + 256GB, 16GB + 512GB, 16GB + 1TB পর্যন্ত স্টোরেজ সার্ভিস


Xiaomi 14 Ultra Price In Bangladesh

সবশেষে আমরা জানবো Xiaomi 14 Ultra Price In Bangladesh সম্পর্কিত তথ্য। মূলত বাংলাদেশে এই Xiaomi 14 Ultra ফোনটি পেতে হলে আপনাকে গুনতে হবে ৭০,০০০ টাকার উপরে। 


যদিও বাংলাদেশে এই ফোনের এখন সঠিক প্রাইজ নির্ধারিত হয়নি। তবে বর্তমানে চায়না বাজারে এই ফোনের প্রাইজ পড়ছে বাংলাদেশী টাকায় ৭৬,০০০ টাকা। 


Xiaomi Redmi A3 Price In Bangladesh & Review

Previous Post Next Post

{ads}