ads

 Xiaomi Redmi A3 Price In Bangladesh & Review 

Xiaomi Redmi A3 Price In Bangladesh & Review.jpg
বাজারে আসা
নতুন শাওমি ফোন

প্রযুক্তি নির্ভর কোম্পানি হিসাবে বর্তমানে এই সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি ফোন। তেমনই একটি ফোনের নাম হলো xiaomi redmi a3 ফোন। 


১ বছর ধরে অনেক গবেষণার পর অবশেষে শাউমি এই xiaomi redmi a3 মোবাইল ফোনটি বের করেছে। আসুন বিস্তারিত জানি। 


Xiaomi Redmi A3 Review In Bengali

ফোন হিসাবে xiaomi redmi a3 মোবাইল কেমন? এটি কি যথেষ্ট আপডেটেড? এটাতে কি কি সমস্যা রয়েছে? এই xiaomi redmi a3 ফোনের দাম কত হতে পারে? বাংলাদেশে কি এই ফোন পাওয়া যাবে? চলুন সকল প্রশ্নের উত্তর জানি আর্টিকেলের এই অংশে। 


Xiaomi Redmi A3 ডিজাইন 

শুরুতে জানবো xiaomi redmi a3 মোবাইল ফোনের ডিজাইন সম্পর্কে। মূলত এই xiaomi redmi a3 মোবাইল ফোনটি আপাতত আপনি ২ টি কালারে পাবেন। এগুলি হলো: 


গ্রে টাইপের কালার

এবং হালকা ব্লু কালার

Xiaomi Redmi A3 ফোনের গ্লাস 

একটু ফান করে বললে বলতে হয় Xiaomi Mi A3 এর রয়েছে একটি গ্লাস স্যান্ডউইচ ডিজাইন। ফোনটির গ্লাসে Mi A2 এর তুলনায় একটু পরিবর্তন আনা হয়েছে। 


যেসব উপায়ে সেলফি হবে ঝাকানাকা 


সামনে এবং পিছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ। এই গ্লাস প্রতিদিনের ব্যবহার কারণে ফোনকে কিছুটা হলেও স্ক্র্যাচ প্রতিরোধে সহায়তা করবে। ফ্রেমিং হিসাবে Xiaomi Mi A3 ফোনটিতে একটি প্লাস্টিকের ফ্রেম রয়েছে। 


Xiaomi Redmi A3 ফোনের ক্যামেরা 

এলইডি ফ্ল্যাশ সহ পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ করা আছে এই ফোনটিতে। তবে দুঃখের বিষয় হলো Xiaomi Mi A3 ফোনটিতে Xiaomi Mi A2-এর মতো কোনো রিয়ার মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। 


যাইহোক! দুঃখ পাওয়ার কোনো কারণ নেই! ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে আপনি ইজিলি এর ইন-ডিসপ্লে স্ক্যানার ব্যবহার করার সুযোগ পাবেন৷ 


এছাড়াও ফোনটিতে আপনি শিশির ড্রপ সাইজের একটি ভালো মানের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। 


Xiaomi Redmi A3 মোবাইলের ব্যাটারি

যেকোনো ফোনের ক্ষেত্রে ব্যাটারি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা ঠিক না থাকলে ফোন চালিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। শাউমি Mi A2 এর তুলনায় শাউমি Mi A3 মোবাইল ফোনে আপনি অনেক ভালো ব্যাটারি লাইফ পাবেন। 


তাদের লাস্ট গবেষণায় দেখা গেছে এই ফোনের চার্জ ১৬ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তাছাড়া নরমালি টানা গেম না খেলে বা ভিডিও না দেখে এই ফোন চালালে ফোনের চার্জ দেড় দিন পর্যন্ত থাকবে৷ যাইহোক! 


এক্সট্রা টিপস হিসাবে বলে রাখি ১৮ ওয়ার্ডে বিদ্যুতে এই মোবাইল দ্রুত ফুল চার্জ হয়ে যাবে। 


Xiaomi Redmi A3 মোবাইলের পারফরম্যান্স 

পারফরম্যান্সের দিক দিয়ে অন্যান্য রেডমি ফোনের চাইতে এই xiaomi redmi a3 মোবাইলই সেরা। এই ফোনে যেকোনো গেম খেলার সময় মোবাইল গ্রাফিক্স স্মুথলি পাবেন। 


বেস্ট লুকিং এবং সুবিধার জন্য ফোনটিতে আবার ফ্রেম রেট মাঝারি সেট রাখাসহ এতে নিম্নমানের প্রিসেটের সাথে ডিফল্ট করা হয়েছে। 


কেনো নিয়মিত মোবাইল ফোন রিসেট করা উচিত?


তবে পারফরম্যান্সের ক্ষেত্রে যদি এই ফোনের অসুবিধার কথা জানতে চান সেক্ষেত্রে বলবো এই ফোন লঞ্চের পূর্বেই তার CPU পরীক্ষায় কিছুটা খারাপ স্কোর করেছে। 


Xiaomi Redmi A3 মোবাইল ফোনের অন্যান্য সুবিধা 

উপরোক্ত ফিচার ছাড়াও ফোনটিতে আপনি মাথানষ্ট কিছু ফিচার পাবেন যা আপনার এই ফোনের প্রতি লোভটাকে আরো বাড়িয়ে দিবে। বিশেষ করে ফোনটিতে পাবেন: 


  • একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক
  • সেকেন্ডারি মাইক্রোফোন 
  • ভালো মানের আইআর ইমিটার 
  • হাইব্রিড ডুয়াল-সিম ট্রে
  • USB Type-C পোর্ট এবং ভালোমানের লাউডস্পিকার 
  • সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ এবং ট্রিপল ক্যামেরা
  • 6GB RAM এবং 128GB স্টোরেজ
  • উন্নত মানের HD+ ডিসপ্লে
  • ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই,
  • ডুয়াল 4G VoLTE 
  • ৪ টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম
  • দ্রুত চার্জিং সুবিধা
  • ডিজিটাল ওয়েলবিং ফিচার
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার


Xiaomi Redmi A3 মোবাইল ফোনের সিকিউরিটি 

আপনি জেনে অবাক হবেন xiaomi redmi a3 মোবাইল ফোনের সিকিউরিটি কিন্তু অনেক স্ট্রং। পাশাপাশি Mi A3 অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের একটি অংশ হিসাবে লঞ্চ হয়েছে। ব্লোটওয়্যার আগে থেকে ইনস্টল করা নেই বলে এই ফোনে আপনি কোনো স্প্যামি নোটিফিকেশনও পাবেন না। 


পাশাপাশি পাবেন কয়েকটি Google অ্যাপসহ একটি Mi কমিউনিটি অ্যাপ। আর যদি আইআর ইমিটার ব্যবহার করার করার কথা বলেন সেক্ষেত্রে বলবো এর জন্য আপাতত কোনো অ্যাপ নেই। তাই ব্যবহার করতে চাইলে আপনাকে নিজেরই ডাউনলোড করতে হবে। 


মোবাইলের নেশা কাটাবেন যেভাবে


সবচেয়ে বড় কথা হলো এই ফোনে আপনি পরবর্তী ২ বছরের জন্য Android OS আপডেট এবং ৩ বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবেন একদম নিশ্চিন্তে। 


Xiaomi Redmi A3 Price In Bangladesh

xiaomi redmi a3 মোবাইল ফোনটি এখন আপনি বাংলাদেশেও পেয়ে যাবেন। এই ফোনের প্রাইজ পড়বে মাত্র ২০,৯৯৯৯ টাকা। তবে দোকানভেদে এই প্রাইজের তারতম্যও থাকতে পারে৷ কেনার পূর্বে দামের ব্যাপারে এবং ফোন অর্জিনিয়াল কিনা তা চেক করে তবেই ফোন কিনবেন৷ আশা করি বেস্ট এক্সপেরিয়েন্স হবে। 


লেখা: সুলতানা আফিয়া তাসনিম 

Previous Post Next Post

{ads}