ads

 ফাইবার ও আপওয়ার্ক ছাড়া মাথানষ্ট ফিচারের নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

ফাইবার ও আপওয়ার্ক ছাড়া মাথানষ্ট ফিচারের নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস.jpg
ফাইবার, আপওয়ার্ক ছাড়া
ফ্রিল্যান্সারদের চমৎকার কিছু
প্ল্যাটফর্ম

ফাইবার, আপওয়ার্ক এসবের পেছনে সময় নষ্ট না করে ট্রাই করুন নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এসব নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কম্পিটিশন কম থাকায় দ্রুত কাজ পেয়ে যাবেন। তাছাড়া পে রেটও অনেক ভালো। 


টেক রিলেটেড কোম্পানিগুলি এতো কর্মী ছাঁটাই করছে কেনো? 

ফ্রিল্যান্সারম্যাপ: নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

এই নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সারম্যাপে ১২ হাজারের বেশি রিমোট জবের সুযোগের খোঁজ পাওয়া যায়। এখন আলোচিত হলেও ওয়েবসাইটটি প্রায় ১৭ বছর আগে প্রতিষ্ঠিত। 


মোবাইল গেমের ভুত ছাড়ানোর উপায় 


ফ্রিল্যান্সার ও বিভিন্ন কোম্পানির মধ্যে সংযোগ তৈরির জন্য কাজ করছে এই নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ওয়েবসাইটটি। সাইটটির প্রযুক্তিগত ব্যবস্থা মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের উপযুক্ত কাজ সম্পর্কে সরাসরি অবহিত করছে। প্রায় ২৭ হাজারের বেশি প্রতিষ্ঠান এই ওয়েবসাইটের মাধ্যমে কাজের জন্য কর্মী সংগ্রহ করেছে।


ল্যান্ডিং জবস: নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

ল্যান্ডিং জবস ওয়েবসাইটে রিমোট জব প্রার্থীরা সহজেই সাইন-আপ করতে পারেন। কর্মীরা নিজের অভিজ্ঞতা অনুসারে সরাসরি দক্ষতা দেখানোর সুযোগ পান। নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি দৈনিক পারিশ্রমিকে কাজের সুযোগ আছে। 


কিভাবে মোবাইলের ব্যবসা শুরু করলে দ্রুত লাভ করা যাবে? 


আইটি বিষয়ক কাজের হাব হিসেবে জনপ্রিয় ল্যান্ডিং জবস। বিভিন্ন কোম্পানির জন্য সরাসরি বিশ্বের নানা দেশে ৫০ লাখের বেশি প্রযুক্তি পেশাদারদের সঙ্গে সংযুক্ত করছে এই ওয়েবসাইট।


ওয়েলফাউন্ড: নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

আরেকটি জনপ্রিয় নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সাইট ওয়েলফাউন্ড। প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি রিমোট জবের সুযোগ আছে এখানে। এই ওয়েবসাইট আগে অ্যাঞ্জেললিস্ট ট্যালেন্ট নামে পরিচিত ছিল।


আউটসোর্সলি: নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

আউটসোর্সলি আরেকটি আকর্ষণীয় ওয়েবসাইট। ফ্রিল্যান্সারদের জন্য এই ওয়েবসাইটে কোনো ধরনের ফি জমা দিতে হয় না। নিয়োগকর্তাদের জন্য আউটসোর্সলি কর্মী সংগ্রহের বড় একটি মাধ্যম। বিশ্বের ১৮০টির বেশি দেশ থেকে কর্মীদের খুঁজে দিচ্ছে ওয়েবসাইটটি।


টপটাল: নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

টপটাল আরেকটি ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার ওয়েবসাইট। বিশ্বব্যাপী রিমোট জবের জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান। সফটওয়্যার প্রকৌশল, ডিজাইন, ফিন্যান্স, পণ্য ব্যবস্থাপনার কাজ করেন এমন পেশাদারদের সঙ্গে কাজের সুযোগ করে দিচ্ছে। 


ভারতে জনপ্রিয় রিমোট জব খোঁজার অন্যতম জনপ্রিয় সাইটের একটি টপটাল। টপটাল হলো ব্যবসা, ডিজাইন এবং প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষ কর্মীদের নিয়ে একটি নেটওয়ার্ক। বিভিন্ন কোম্পানিতে চাহিদা অনুযায়ী কর্মীদের সুযোগ করে দিচ্ছে টপটাল।


কিভাবে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের বেতন ১ কোটি টাকা হয়? 

ইতি কথা

সময়ের সাথে সাথে মানুষ ফ্রিল্যান্সিং এর সম্পর্কে জানার জন্য আগ্রহী হচ্ছে। সাথে সাথে মানুষ ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ শিখতে চাচ্ছে। এক্ষেত্রে দরকার নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে আগে থেকেই আইডিয়া রাখা। যা আমরা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি কাজে লাগবে। 


১০১ টি চাকরি পাওয়ার উপায় 

Previous Post Next Post

{ads}