ads

 Algin 50 mg কিসের ঔষধ: প্রাইজ কত

algin-50-mg.jpg

Algin 50 mg কিসের ঔষধ তা নিশ্চয় এলার্জি রোগীদের কাছে আলাদাভাবে মেনশন করার কোনো প্রয়োজন নেই। এলার্জি রোগের প্রাইমারি মেডিসিন হিসাবে মূলত এটি ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা আলোচনা করবো অ্যালজিন ৫০ মি.গ্রা. ট্যাবলেট পরিচিতি, এর কাজ কি, প্রাইজ কত, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবং কোনো সাইড এফেক্ট আছে কিনা সে-সম্পর্কে। সুতরাং সাথেই থাকুন। 

অ্যালজিন ৫০ মি.গ্রা. ট্যাবলেট পরিচিতি

শুরুতে চলুন অ্যালজিন ৫০ মি.গ্রা. ট্যাবলেট পরিচিতি সম্পর্কে জেনে নিই। অ্যালজিন ৫০ মি.গ্রা. ট্যাবলেট মূলত এলার্জির জন্যে ব্যবহৃত হয়ে থাকে। অ্যালার্জির উপসর্গ যেমন সর্দি, হাঁচি, এবং চুলকানি হলে ডাক্তারেরা এই মেডিসিন প্রেসক্রাইভ করে থাকেন। 

Algin 50 এর কাজ কি?

Algin 50 mg কিসের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়ার কমন সিনড্রোম দেখা দিলেই এর জটিলতার রোধ করাটাই হলো Algin 50 এর মূল কাজ। Algin 50 এর কাজ কি তা আরেকটু ডিটেইলস আকারে বুঝতে নিচের পয়েন্টগুলির দিকে ফোকাস করুন: 

  • এলার্জিক রাইনাইটিস হলে Algin 50 mg খেতে হয়
  • পোষা প্রাণীর খুশকির কারণে চুলকানি দূর করে করে
  • যেকোনো ধরণের চুলকানি এবং ত্বকে আমবাতের উপস্থিতি দূর করে
  • অ্যালার্জিক কনজেক্টিভাইটিস সমস্যা কমিয়ে আনে
  • ত্বকে ডাক্তার দ্বারা নির্ধারিত অন্যান্য এলার্জি প্রতিক্রিয়া কমিয়ে আনে

Algin কখন খেতে হয়?

অ্যালগিন 50 মিলিগ্রাম কখন গ্রহণ করবেন তা মূলত আপনার ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করবে। নির্দিষ্ট অ্যালার্জির অবস্থা বুঝেই সাধারণ Algin 50 mg ট্যাবলেট খেতে হয়। আরেকটু ভালোভাবে বিষয়টিকে বুঝতে Algin 50 mg এর সাধারণ সেবন নিয়মটি দেখে নিন: 

  • অ্যালগিন 50 মিলিগ্রাম সাধারণত প্রতিদিন একবার খেতে হয়
  • এই টেবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে
  • যাদের অনেক বেশি ঘুম পায় তারা সকাল বা সন্ধ্যায় এটি সেবন করতে পারেন
  • উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে Algin 50 mg ট্যাবলেট প্রতিদিন একই টাইমে খেতে হয়
  • অ্যালার্জির সিজন শুরু হওয়ার আগে এটি সেবন করা উচিত

Algin 50 mg খাওয়ার নিয়ম কি? 

আপনি কি জানেন Algin 50 mg খাওয়ার নিয়ম কি? যদি না জেনে থাকেন তবে জেনে নিন কিভাবে খেতে হয় এই Algin 50 mg ট্যাবলেট। 

ডাক্তারের প্রেসক্রিপশন: ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে সে অনুযায়ী আপনাকে সেবন করতে হবে এই Algin 50 mg ট্যাবলেট। অন্যথায় বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। 

স্ট্যান্ডার্ড ডোজ: আর যদি স্ট্যান্ডার্ড ডোজ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে বলবো প্রাপ্তবয়স্কদের সাধারণ ডোজ হলো একটি 50 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার নেওয়া। 

টাইমিং: প্রতিদিন ১ বার করে এই মেডিসিন নেওয়ার পাশাপাশি নিয়মিত রক্তের মাত্রা বজায় রাখতে প্রতিদিন একই সময়ে ঔষধ সেবন করতে হবে। 

খাবার: Algin 50 mg খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যেতে পারে। আপনার যদি পেটে কোনো সমস্যা থাকে বা পেইন থাকে তাহলে খাবারের পরের এই ট্যাবলেট সেবনের চেষ্টা করুন৷ 

মিসড ডোজ: Algin 50 mg মেডিসিন সেবনের ক্ষেত্রে আপনি যদি কোনো একটি ডোজ মিস করেন, তাহলে তা মনে পড়ার সাথে সাথেই সেবন করে নেবেন৷ তবে এক্ষেত্রে আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে গেলে, মিস করা ডোজটি এড়িয়ে যেতে হবে। কারণ একই সাথে ২ বার ডোজ নিলে তা শরীরে বাজে এফেক্ট ফেলবে৷ 

গর্ভাবস্থায় আলজিন কি নিরাপদ?

গর্ভাবস্থায় Algin 50 mg গ্রহণ নিরাপদ কিনা তা নির্ভর করবে রোগীর দেহের পরিস্থিতির উপর। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। তবে এই বিশেষ সময়টাতে Algin 50 mg গ্রহণ না করে এলার্জির ঔষধ হিসাবে Loratadine এবং cetirizine মেডিসিন ট্রাই করতে পারেন। এলার্জির যেকোনো ঔষধ সেবনে গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিক উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 

Algin 50 mg price in Bangladesh

Algin 50 mg ট্যাবলেটের ক্ষেত্রে সাধারণত প্রতি ট্যাবলেটের দাম রাখা হয় ৮ টাকা ৫০ পয়সা করে। আর পুরো পাতার দাম আসবে মাত্র ৮৫ টাকা। বলে রাখা ভালো এই Algin ট্যাবলেট বাংলাদেশের যেকোনো ফার্মেসিতেই পাবেন। কেনার পর ট্যাবলেট শুষ্ক জায়গায় রাখুন। আলো এবং তাপ থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করুন। 

Algin ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলি কি কি? 

Algin 50 mg ট্যাবলেট এর বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন: 

১. রোগী অস্বাভাবিক ঘুম বা ক্লান্ত বোধ করতে পারে। বলা হয়ে থাকে এই ঔষধে এটি সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি। বিশেষ করে যারা ড্রাইভিং করে, পড়াশোনা করে বা জব করেন তাদের এই পার্শ্বপ্রতিক্রিয়াটি কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে। 

২. এই ঔষধ সেবনে মুখ সবসময় শুকনা হয়ে থাকতে পারে। এক্ষেত্রে পানি পান করে বা চিনি-মুক্ত ক্যান্ডি ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। 

৩. হালকা মাথা ব্যথা, অজ্ঞান বোধের অনুভূতি, মাথা ঘোরাসহ বিভিন্ন মাথা সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে এই Algin 50 mg ট্যাবলেট সেবনে। 

৪. এছাড়াও বমি বমি ভাব, বমি বা পেটে ব্যথা হতে পারে, কোনো কিছুর উপর ফোকাস করতে বা স্পষ্টভাবে দেখতে অসুবিধা হতে পারে, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যাসহ প্রস্রাব করতে অসুবিধা হতে পারে। 

আলজিন কি না খেয়ে খাওয়া যাবে?

অ্যালগিন 50 মিলিগ্রাম ট্যাবলেট মূলত সেবন করা হয় অ্যালজিনিক অ্যাসিড হিসাবে। সুতরাং আলজিন না খেয়ে খাওয়া যাবে কিনা তা নির্ভর করবে আপনার ডাক্তারের পরামর্শের উপর৷ পাশাপাশি ওষুধের লেবেলে নির্দেশিত নিয়মটিও পড়ে দেখতে পারেন। তবে হ্যাঁ! মনে রাখবেন যেকোনো অ্যালজিনিক অ্যাসিডের ঔষধ খালি পেটে খেলে তা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জ্বালা বা অস্বস্তির কারণ হতে পারে। সুতরাং অ্যালগিন 50 মিলিগ্রাম ট্যাবলেট খালি পেটে গ্রহণ না করাটাই শ্রেয়। 

Algin ব্যথা উপশম জন্য ব্যবহার করা হয়?

না! অ্যালগিন 50 মিলিগ্রাম ট্যাবলেট কখনোই ব্যাথা উপশম করার কাজে লাগে না৷ অ্যালজিন 50 মিলিগ্রামের মতো এসব অ্যালজিনিক অ্যাসিড মেডিসিন মূলত এলার্জির সমস্যা সারাতে কাজে লাগে। পাশাপাশি অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) কমাতেও সাহায্য করে এই অ্যালগিন 50 মিলিগ্রাম ট্যাবলেট। 

ইতি কথা

মনে রাখবেন Algin 50 mg ট্যাবলেট কিন্তু স্কিনের জন্যে সবসময় উপকারী। যেহেতু এটি এলার্জির সমস্যা সারাতে ব্যবহৃত হয়ে থাকে সেহেতু এটি কখনোই স্কিনের উপর সাইড এফেক্ট হিসাবে কাজ করে না। আশা করি Algin 50 mg কিসের ঔষধ, প্রাইজ কত, কিভাবে খেতে হয় তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। অনুরোধ থাকবে ডাক্তারের পরামর্শ না নিয়ে এই ধরণের ঔষধ একেবারেই সেবন না করার।

Previous Post Next Post

{ads}