দামসহ রং পেন্সিল বক্স সম্পর্কে জানুন বিস্তারিত
দামসহ রং পেন্সিল বক্স সম্পর্কে তো অনেকেই জানতে চান। কিন্তু কখনো কি দাম জানার পাশাপাশি জানতো চেয়েছেন রং পেন্সিলের রঙের নাম, পরিচিতি কিংবা গভীর অর্থ? আসুন আজ তবে সেই রং পেন্সিলের বক্সে থাকা বিভিন্ন রঙের মিনিং, একটি রং পেন্সিলের রঙের সেটে কি কি থাকে, ভালো রং পেন্সিল বক্স চিনবেন কিভাবে সে-সম্পর্কে জানি।
রং পেন্সিলের রঙের নাম ও পরিচিতি
আপনি কি জানেন রং পেন্সিল বক্স এর প্রতিটি রঙ এক একটি গল্প বলে? হ্যাঁ! বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বিষয়টির সাথে এবং বিভিন্ন ইমোশনাল ব্যাপার স্যাপারের সাথে রঙের দারুণ মেলবন্ধন আছে। পুরোটা বুঝতে নিচের মিনিংগুলি পড়ে দেখুন:
লাল: লাল রং বাঙালির আবেগ এবং শক্তির প্রতীক। লাল রং প্রতিটি আঘাতের সংকল্প এবং শপথ হিসাবে কাজ করে। এই রং বাঙালির জীবনীশক্তির চেতনাকেও জাগিয়ে তোলে দূর্বার গতিতে।
সবুজ: রং পেন্সিল বক্স এর সবুজ রঙের ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের লীলাভূমির পার্ফেক্ট উদাহরণ এই সবুজ। সম্প্রীতি, বৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে সবুজ রং বাঙালির মনে চিরকাল আশা জুগিয়ে আসছে।
হলুদ: যখন হলুদ রঙের দিকে তাকাবেন তখন দেখবেন হলুদ রং আপনাকে একধরনের উষ্ণতার বিকিরণ দিচ্ছে। হ্যাঁ! এটাই হলুদের ভালোবাসা। কালার সাইকোলজিতে রং পেন্সিল বক্স এর হলুদ রং-কে সৃজনশীলতা এবং আনন্দকে বোঝানো হয়ে থাকে। তাছাড়া প্রতিটি শিল্পকর্মে একধরণের আলোকিত একটা ভাইব দিতেও কাজে লাগে এই হলুদ রং। যার কারণে ছবিতে বিভিন্ন লাইটিংয়ের দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় হলুদ।
নীল: নদী এবং আকাশের নির্মলতার প্রতীক হিসাবে বিভিন্ন ছবিতে ব্যবহৃত হয় নীল। তাছাড়া আপনার ক্রিয়েটিভ পিসে একটুখানি প্রশান্তি যোগ করতে ব্যবহার করতে পারেন এই নীল রং।
সাদা: রং পেন্সিল বক্সে সবচেয়ে বিশুদ্ধতা এবং স্বচ্ছতার রং। সাদা রং নিয়ে মজার একটি কন্সেপ্ট হলো সাদা রং নতুন শুরু এবং অন্তহীন সম্ভাবনার জন্য একটি ফাঁকা ক্যানভাস রাখে। যেখান থেকে শুরু হয় নতুন আশা, ভরসা।
কালো: কালো শক্তির প্রতীক। তাছাড়া কালো রং শৈল্পিক মন মানসিকতাকে অন্য লেভেলে নিয়ে যায়। কোনো একটি বিষয়কে বেশ ডিপলি তুলে ধরতে আপনি কালো রং ব্যবহার করতে পারেন৷
একটি রং পেন্সিলের রঙের সেটে কি কি থাকে?
একটি রং পেন্সিল বক্সে আপনি ৬ টি, ১২ টি, ২৪ টি, ৩২ টি কিংবা তারও বেশি রং পাবেন। ভালো রং পেন্সিল বক্সে থাকবে HB, 2B, বা 4B পেন্সিল। তাছাড়া বেশিরভাগ পেন্সিল বক্সে একটি বা দুটি ইরেজার থাকে। শুধু কি তাই! পেন্সিলের পয়েন্ট বজায় রাখতে অনেক সময় বক্সে শার্পনারও থাকে। এছাড়াও ১৫ সেমি বা ৩০ সেমি লম্বা রুলার থাকে এক একটি বক্সে।
যদি বক্সের কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে জেল পেনও পাওয়া যায়। যারা ছোট ছোট স্কেচ করতে ভালোবাসেন তারা প্যাকেজ আকারের পেন্সিল বক্স নিতে পারেন। এসব বক্সে ছোট নোটবুক বা স্কেচ প্যাড থাকে। সবশেষে পাবেন বড়সড় একটি অর্গানাইজার বা ব্যাগ।
ভালো রং পেন্সিল বক্স চিনবেন যেভাবে
একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু আপনি বাংলাদেশে কম দামে ভালো রং পেন্সিল বক্স কিনতে পারবেন। তবে এক্ষেত্রে বেশকিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন:
১. আপনি কোন কারণে রং পেন্সিল কিনতে চান তা বোঝা। অনেকেই প্রফেশনাল কারণে রং পেন্সিল কেনেন। আবার অনেকেই কেবল স্টুডেন্ট হিসেবে টুকটাক আঁকাআঁকির জন্যে রং কেনেন।
২. কলম, ইরেজার বা একটি ছোট নোটবুক থাকতে হবে এমন বক্স চাইছেন নাকি সাধারণ কোনো রং পেন্সিল বক্স।
৩. চেষ্টা করুন ছোট বক্স চুজ করার। কারণ একজন আর্টিস্ট হিসাবে মাঝেসাঝে আপনার ঘরের বাইরে গিয়েও আঁকাআঁকি করতে মন চাইবে। ঠিক তখন ছোট্ট বক্স ক্যারি করতে কঁনঁ সমস্যাই হবে না।
৪. বিভিন্ন রং পেন্সিল বিভিন্ন ধরণের প্লাস্টিক, ধাতু, বা কাপড়ের হতে পারে। মনে রাখবেন প্লাস্টিকের রং হালকা এবং পরিষ্কার করা সহজ। অন্যদিকে ধাতুর পেন্সিল ভারি এবং ব্যবহার করা কঠিন। সুতরাং প্লাস্টিকের পেন্সিলকে গুরুত্ব দিন।
৫. রং পেন্সিল বক্স কেনার সময় সাথে ভালো এবং প্রচুর জায়গা আছে এমন অরগানাইজার সাথে পাচ্ছেন কিনা নিশ্চিত হয়ে নিন। কারণ ভালো অর্গানাইজার আপনার রঙিন এক্টিভিটির সব জিনিসপত্র গুছিয়ে রাখতে সাহায্য করবে।
৬. এমন রং পেন্সিল বক্স কিনুন যেসব বক্স সহজে খোলা যায়। ট্রান্সপারেন্ট বক্স আছে এমন রং পেন্সিল কিনতে পারলে আরো ভালো।
৭. নিজের বাজেটের ব্যাপারে ভাবুন। আপনার যে বাজেট সে অনুযায়ী রং পেন্সিল বক্স নিয়ে অনলাইনে টুকটাক ঘাঁটাঘাঁটি করুন৷ সেই সাথে ব্র্যান্ড রেপুটেশন নিয়েও ভাবুন। যারা আঁকাআঁকি করে তাদের কাছ থেকে জেনে নিন কোন ব্র্যান্ডের কালার পেন্সিল অনেক ভালো। রিভিউ নিন, প্রোডাক্ট বুঝুন, ব্র্যান্ড রেপুটেশন চেক করুন।
Color Pencil price in Bangladesh | রং পেন্সিল বক্স এর দাম
ধরণ, ব্র্যান্ড, পেন্সিলের সংখ্যা অনুযায়ী রং পেন্সিল বক্স এর দাম বিভিন্ন ধরণের হতে পারে। সাধারণত বাংলাদেশে রং পেন্সিল বক্স এর দাম যেমন হতে পারে:
বেসিক সেট: বেসিক সেটের দাম ১০০ - ৩০০ টাকার মধ্যে হয়। সাধারণত ১২ থেকে ২৪ রং পেন্সিল পাবেন এসব বক্সে। প্রোডাক্টের কোয়ালিটি খুব একটা ভালো না হলেও বাচ্চাদের জন্যে এসব পেন্সিল বরাবরই বেশ উপযুক্ত।
মিড রেঞ্জ সেট: যাদের বাজেট ৩০০ - ৬০০ টাকা তারা রং পেন্সিল বক্স হিসাবে এসব মিড রেঞ্জ সেট কিনতে পারেন। এই ধরণের বক্সে আপনি সাধারণত ২৪ থেকে ৩৬ টি রং পাবেন। যারা ভার্সিটিতে পড়েন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট না তাদের জন্যে এই ধরণের বক্স বরাবরই পার্ফেক্ট।
প্রফেশনাল সেট: এক একটি প্রফেশনাল সেটের রং পেন্সিল বক্সের দাম হয়ে থাকে মূলত ৬০০ - ১,২০০ টাকার মতো। রঙের গুণমান, মসৃণতা, টেকসই টেক্সচার সবকিছুর কারণে এই ধরণের পেন্সিল বক্স বেশ ডিমান্ডিং।
প্রিমিয়াম সেট: যাদের বাজেট ১,২০০ - ৩,০০০ টাকা বা তার বেশি এবং যারা খুব ভালো রং পেন্সিল খুঁজছেন তারা প্রিমিয়াম সেট কিনতে পারেন। এসব বক্সে আপনি কমসে কম ১২০ টি রং পাবেন। হাই পিগমেন্ট কনসেন্ট্রেশনের কারণে এসব রং পেন্সিল ব্যবহারে যথেষ্ট আরাম পাবেন।
ভালো রং পেন্সিলের দাম কত?
কেনার আগে যারা জাস্ট দাম নিয়ে আইডিয়া খুঁজছেন তারা আরেকটিবার জেনে নিন ভালো রং পেন্সিলের দাম কত হতে পারে।
- বেসিক সেটের দাম ১০০ - ৩০০ টাকা
- মিড-রেঞ্জ সেটের দাম ৩০০ - ৬০০ টাকা
- প্রফেশনাল সেটের দাম ৬০০ - ১,২০০ টাকা
- প্রিমিয়াম সেটের দাম ১,২০০ - ৩,০০০ টাকা বা তার বেশি
ভালো প্যাস্টেল রং এর দাম কত?
বাংলাদেশে ভালো প্যাস্টেল রং এর দাম ব্র্যান্ডর এবং রং এর সংখ্যার উপর ডিপেন্ড করে। তবে ম্যাক্সিমামেরই দাম যেমন থাকে:
- বেসিক ২০০-৫০০/-
- মিড রেঞ্জ ৫০০-১০০০/-
- প্রফেশনাল সেট ১০০০-২০০০/-
- প্রিমিয়াম সেট ২০০০-৪০০০/-
ভালো মোম রং এর দাম কত?
শুধু ভালো রং পেন্সিল বাক্সই নয়! আপনি চাইলে মোম রং এর সাহায্যে ভালো ছবি আঁকতে পারেন। বাংলাদেশে মোম রঙের দাম ব্র্যান্ড, গুণমান, এবং রং এর সংখ্যার উপর নির্ভর করে। এখানে বেসিক সেটের দাম পড়ে ৫০-১০০ টাকার মধ্যে। মিডিয়াম কোয়ালিটিরগুলি পাবেন ১৫০-৩০০ টাকার মধ্যে, প্রফেশনালগুলি পাবেন ৩০০-৫০০ টাকায় এবং প্রিমিয়াম সেট কিনতে হলে গুনতে হবে ৬০০-১২০০ টাকা পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে রং পেন্সিল বক্সের চাইতে মোম রং এর দাম অনেক কম।
ইতি কথা
এক একটি রং পেন্সিল বক্স আসলে এক একটি গল্পের মূলকথা। তাই বাছাই করার সময় কিংবা কেনার আগে সবকিছুর ব্যাপারে রিসার্চ করে নিতে হবে। আপনি চাইলে এসব রং দারাজ থেকেও কিনে নিতে পারেন। দারাজে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে এসব রং এর উপর ডিসকাউন্ট দেওয়া হয়। চাইলে সে সুযোগও কাজে লাগাতে পারেন।