ads

 ইংরেজি শেখার সহজ উপায়: জেনে নিন সিক্রেট easiest-tips-for-learning-english-fast.jpg

ইংরেজি শেখার সহজ উপায় জেনে যদি ইংরেজি শেখার মিশনে নামে তবে দেখবেন জার্নিটা কত সোজা! কারণ সহজ ট্রিকস জানা মানুষদের কাছে সবকিছু একেবারে পানির মতো সরল। 

এবার আমি ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত মুখস্থবিদ্যাকে না বলুন। কোনোভাবে ভোকাবুলারি মুখস্থ করবেন না। 

সেই সাথে চেষ্টা করুন ইংরেজি শেখার সহজ apps এবং ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইটগুলি ফলো করার। এক্ষেত্রে কোন কোন অ্যাপস বা সাইটের উপর আস্থা রাখতে পারেন সবকিছুই নিয়েই আলোচনা করা হবে। বিস্তারিত জানতে সাথে থাকুন। 

ইংরেজি শেখার প্রথম ধাপ কি? 

কোনো জার্নির প্রথম ধাপটুকু যদি হয় সঠিক, পুরো জার্নিটুকু হয়ে উঠবে সফল এবং শতভাগ উপযোগী। ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে শুরুতে আপনাকে ইংরেজি শেখার প্রথম ধাপ সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে ৩ টি বিষয় মাথায় রাখবেন: 

১. কেনো শিখছেন: ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে আপনাকে নিজের শেখার উদ্দেশ্য বুঝতে হবে৷ এর উপর ডিপেন্ড করবে আপনি বিষয়টির উপর কত জোর দেবেন। এই পয়েন্টটি কিন্তু আপনাকে দারুণভাবে মোটিভেটও করবে। সম্ভব হলে একটি ডায়েরি ফলো করতে পারেন। অথবা স্টিকি নোটে উদ্দেশ্যটিকে বড় করে লিখে আটকে দিতে পারেন পড়ার টেবিলের সামনে। 

২. বেসিক দিয়ে শুরু করুন: ডেইলি কথাবার্তা বলার সময় ব্যবহার করা বেসিক শব্দ দিয়ে শুরু করুন। প্রতিদিন কথা বলতে গিয়ে আপনার কোন কোন বাক্য ব্যবহার করতে হচ্ছে খেয়াল করুন। সেগুলির উপর ইংরেজিতে ইউটিউব ভিডিও দেখুন কিংবা ব্লগ পড়ুন। মোটামুটি এমনকিছু বেসিক শব্দ শিখুন যেসব শব্দের মাধ্যমে আপনি প্রতিদিনের কথাবার্তা সেরে নিতে পারবেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী একাজটা সিরিয়াসলি শুরু করলে শেষ করতে লাগবে ২ থেকে ৩ সপ্তাহের মতো। 

৩. বিবিসি লার্নিং ইংলিশ: যারা ইংরেজি শেখা মাত্র শুরু করেছেন তারা প্রাইমারিলি বিবিসি লার্নিং ইংলিশ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। চিন্তা করবেন না! এই প্রোগ্রাম কিন্তু পুরোপুরি ফ্রি। তাছাড়া নতুনদের জন্যে একেবারে পার্ফেক্ট। এই প্রোগ্রামে আপনি ভিডিও আকারে কিংবা অডিও আকারে ইজিলি সাজানো গোছানো লার্নিং কন্টেন্ট পেয়ে যাবেন। ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে আশা করি এই পয়েন্ট আপনার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে। 

ইংরেজি শেখার গাইড লাইন কেমন হওয়া উচিত?

আপনার ইংরেজি শেখার জার্নি পুরোপুরি সহজ হয়ে যাবে যদি কিনা আপনি ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে সঠিক গাইডলাইন ফলো করতে পারেন৷ ইংরেজি শেখার গাইড লাইন কেমন হওয়া উচিত বুঝতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করুন: 

১. উইকলি এবং মান্থলি একটি গোল সেট বা টু ডু লিস্ট তৈরি করে ফেলুন। যেখানে আপনি আগামী ১ সপ্তাহে এবং ১ মাসে কি শিখবেন তা লেখা থাকবে৷ এ-কাজটুকু করলে শেখার প্রতি আপনার খুব একটা অলসতা কাজ করবে না। 

২. প্রতিদিন নির্দিষ্ট সময় সেট করুন। নতুন হিসাবে নিয়মিত ৩০ মিনিট সময় দিন। সময় কম দিতে পারলেও নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন ডেস্কে বসছেন, ইংরেজি শিখছেন এবং নিজেকে গুছিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ 

৩. যারা ইংরেজি শেখার সহজ উপায় খুঁজছেন তারা ইন্টারেক্টিভ লার্নিং টেকনিক ফলো করতে পারবেন। ইংরেজি শেখার ক্ষেত্রে এই টেকনিক অনুযায়ী বিভিন্ন অনলাইন ফোরামে যোগ দিন। এসব ফোরামে ফ্রিতে আপনার মতো ইংরেজি শিখছে কিংবা আপনার চাইতেও ভালো এমন লার্নারদের পেয়ে যাবেন। এতে করে কনভারসেশন পার্টটুকুতে ভালো পাকাপোক্ত হয়ে উঠতে পারবেন। 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায়গুলি কি কি?

ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে শুরুতেই আপনাকে ইংরেজি রিডিং পড়ার টেকনিক জানতে হবে এবং রিডিং পড়তে জানতে হবে। আসুন আর্টিকেলের এই পর্যায়ে ইংরেজি রিডিং শেখার সহজ উপায় হিসেবে বেশ কিছু ইজি কিন্তু প্রডাক্টিভ টেকনিক সম্পর্কে আলোচনা করি:

নিয়মিত হোন

যেকোনো কাজেই আপনি যদি নিয়মিত হতে না পারেন সে ক্ষেত্রে শেষ পর্যন্ত সফলতা আশা করাটাই বোকামি। সুতরাং যারা ইংরেজিতে ভালোভাবে রিডিং পড়তে চান তারা নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করুন। একাডেমিক জার্নাল, বিভিন্ন ব্লগ আর্টিকেল নিয়মিত পড়ুন। 

এক্ষেত্রে আপনি আপনার আগ্রহকে প্রাধান্য দিতে পারেন। যেমন ধরুন আপনি ফুল খুব ভালোবাসেন। সেক্ষেত্রে পছন্দের ফুলের উপর কোন আর্টিকেল টুক করে পড়ে ফেলতে পারেন। অথবা আপনি যদি কেমিস্ট্রি খুব পছন্দ করেন সে ক্ষেত্রে কেমিস্ট্রির কোনো বিষয়ের উপর রিসার্চ করতে পারেন ইংরেজিতে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট সময় দেওয়ার চেষ্টা করুন। 

ভোকাবুলারি বাড়ান

আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন ইংরেজি আপনার কাছে তত বেশি সহজ হয়ে আসবে। সুতরাং নিয়মিত ভোকাবুলারিতে টাইম দিন। প্রতিদিনই ব্যবহার হয় কিন্তু খুব সহজ এমন সব শব্দ, শব্দের অর্থ এবং বাক্য শিখে নিন। আর শব্দের অর্থ খুঁজে পাওয়া নিয়ে যদি কোন ঝামেলায় পড়েন সে ক্ষেত্রে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। প্রতিদিন কমপক্ষে ১০ টি শব্দ শেখার টার্গেট নিয়ে নামুন। আশা করি এভাবে তিন চার মাস সময় দিতে পারলে আপনি ইংরেজির বেশিরভাগ শব্দই আয়ত্ত করে ফেলতে পারবেন। 

জোরে পড়ুন

আপনি কি জানেন জোরে পড়লে পড়ার জড়তা কমে যায়? হ্যাঁ! ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে যখনই আপনি ইংরেজিতে কোন আর্টিকেল বা লেখা পড়বেন ঠিক তখনই তা জোরে জোরে পড়ার চেষ্টা করুন। এতে করে দেখবেন আপনার উচ্চারণ আগের চাইতে যথেষ্ট ভালো করেছে। সবচেয়ে বেশি ভালো হয় পড়ার সময় যদি নিজের পড়া নিজেই রেকর্ড করে রাখতে পারেন। এতে করে পরের বার নিজের রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় আপনার উন্নতি দরকার। 

টার্গেট করুন

মনে রাখবেন কোন বিষয় শিখার ক্ষেত্রে টার্গেটিং করাটা খুবই জরুরী। সুতরাং ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে শুরুতেই একটি টার্গেট করে ফেলতে পারেন। আর এই টার্গেটের তিনটি সাব প্ল্যানিং রাখতে পারেন। প্রথমটি হবে ডেইলি, দ্বিতীয়টি হবে উইকলি এবং তৃতীয়টি হবে মান্থলি। দেবে আপনি ঠিক কতটি শব্দ শিখবেন, কত পৃষ্ঠা পড়বেন তার টুকে ফেলুন। এরপর উইকলি এবং মান্থলি টার্গেটের ব্যাপারেও নিশ্চিত হয়নি। এভাবে টার্গেটিং করলে আপনিও অন্ততপক্ষে আশা ছেড়ে দেবেন না। 

ইংরেজি শেখার সহজ apps কোনটি? 

ইংরেজি শেখার সময় আপনি যদি কোনো ইংরেজি শেখার সহজ অ্যাপস ব্যবহার করতে না পারেন তার মানে আপনি ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে কোন টেকনিকই ফলো করেননি। কারণ বর্তমানে কোন কিছু শেখার ক্ষেত্রে অনলাইনের গুরুত্ব এতোটুকু অগ্রায্য করার কোনো সুযোগ নেই। আসুন তবে আর কথা না বাড়িয়ে ইংলিশ শেখার বেশ কিছু সহজ অ্যাপ সম্পর্কে আলোচনা করি যা পুরোপুরি ফ্রি: 

১. Duolingo

কেমন হয় আমি যদি আপনাকে বলি, আসুন আমরা গেম খেলতে খেলতে ইংরেজি শিখি! হ্যাঁ! এমনটাই সুযোগ করে দিয়েছে Duolingo প্ল্যাটফর্ম। কুইজ, এবং ইন্টারেক্টিভ লেসন্সসহ অনেক কিছুই ফ্রিতে পেয়ে যাবেন এই অ্যাপটিতে। তাছাড়া আপনি নিয়মিত কতটুকু শিখতে পারছেন তারও একটি ট্র্যাক শেয়ার করা হবে আপনার সাথে। মোট কথা সহজেই ব্যবহারযোগ্য এই অ্যাপটি আপনাকে ইংরেজিতে প্রো হিসেবে গড়ে তুলতে সময় নেবে মাত্র তিন থেকে চার মাস। যদিও এক্ষেত্রে আপনারও সিরিয়াস হওয়াটা জরুরি! 

২. Babbel

iOS এবং Android ডিভাইসে ব্যবহার করা যাবে এই Babbel অ্যাপ। বিভিন্ন কোর্স, লেসনসহ ইংরেজি শেখার সকল গাইডলাইন পেতে এই অ্যাপটি ডাউনলোড করে নিন। 

৩. Busuu

ফ্রি কিংবা প্রিমিয়াম! যেকোনো ভাবেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। অ্যাপটির মাধ্যমে আপনি রিডিং, স্পোকেন এবং রাইটিং প্রায় সকল সেক্টরেই ভালোমতো ইংরেজি শেখার সুযোগ পাবেন। যারা এতোদিন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ইংরেজি শেখার সহজ উপায় খুঁজে খুঁজে হয়রান তারা আজই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। 

৪. HelloTalk

HelloTalk হলো আপনার মতো ইংরেজি শিখিয়েদের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। আপনি যদি স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করে থাকেন এবং ভালোভাবে শেখার জন্যে সাথে কাউকে না পান, সেক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটিতে আপনার মতো অনেককেই পাবেন যারা ইংরেজি শিখতে চাইছে। অ্যাপটিতে টেক্সট, ভয়েস, এবং ভিডিও চ্যাটের অপশনও রয়েছে। 

৫. Lingo Deer

গ্রামার, ভোকাবুলারি, প্রোন্যান্সিয়াশন…কি নেই এই অ্যাপে? ইন্টারেক্টিভ প্র্যাকটিসের মাধ্যমে যারা অল্প সময়ে মোবাইল ফোনের সাহায্যে ঘরে বসেই ইংরেজি শিখতে চান তারা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। ফ্রি ভার্সন কিংবা পেইড ভার্সন ইচ্ছেমতো যেকোনো ভার্সনেই প্র্যাকটিস করার সুযোগ রয়েছে অ্যাপটিতে। 

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট কোনটি? 

আর্টিকেলের এতোদূর এসেও কি আপনি নির্ভরযোগ্য ইংরেজি শেখার সহজ উপায় পাননি? চিন্তা নেই! এখনো অনেককিছুই বাকি। চলুন এবারে জেনে নিই বেশকিছু ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট সম্পর্কে। 

BBC Learning English

BBC Learning English ওয়েবসাইটে আপনি বাংলাতেই গ্রামার টিপস, ভোকাবুলারি বিভিন্ন ওয়ার্ডের সঠিক উচ্চারণ সবকিছুই পেয়ে যাবেন। অডিও এবং ভিডিও কন্টেন্টসহ ইংরেজির উপর নানান ধরণের কন্টেন্ট থেকে শেখার সুযোগ রয়েছে ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে থাকা ইন্টারেক্টিভ কুইজের মাধ্যমেও আপনি চাইলে নিজের ইংরেজিটা ঝালিয়ে নিতে পারেন। 

Duolingo

Duolingo এর যেমন অ্যাপ আছে, তেমনই ওয়েবসাইটও আছে। গ্রামার টিপসসহ ইংরেজি শেখার সকল রশদ পাবেন ওয়েবসাইটটিতে। এখানকার কন্টেন্ট ইংরেজিতে হলেও একজন নন ন্যাটিভ স্পিকার হিসেবে আপনি যাতে সবকিছু বুঝতে পারেন সেভাবেই সাজানো আছে। সুতরাং ওয়েবসাইটে থাকা ইংরেজি টেক্সট নিয়ে চিন্তার কিছু নেই।

Hello English

যারা ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে কোনো ভালো বাংলা প্ল্যাটফর্ম খুঁজছেন তারা এটি ট্রাই করতে পারেন। থাকছে ইংরেজির উপর ইন্টারেক্টিভ কুইজ, বিশাল কমিউনিটি এবং বাংলা ভাষায় ব্যাখ্যা। ফ্রি, প্রিমিয়াম যেকোনো ভাবেই ব্যবহার করা যাবে এই ওয়েবসাইট। 

সহজে ইংরেজি শেখার বই কোনটি? 

সহজে ইংরেজি শেখার আরেকটি উপায় হলো সহজ ইংরেজি ব্যবহার করা হয়েছে এমন বই পড়া। আসুন বাংলায় লেখা ভালো কোয়ালিটির কিছু ইংরেজি শেখার বই নিয়ে আলোচনা করি: 

ইংরেজি গ্রামার ফর বাংলা স্পিকার্স

এই বইটি লিখেছেন টি. কে. রায়। বইটিতে ইংরেজি গ্রামারের নিয়ম এতো সহজভাবে বোঝানো হয়েছে যে পুরো বইটি একবার কমপ্লিট করলেই দেখবেন সবকিছু পানির মতো সহজ। রকমারি সহ যেকোনো বুক শপে বইটি পাওয়া যাবে। 

ইংরেজি ফর বিগিনারস: এ সিম্পল অ্যাপ্রোচ

এই বইটিও একজন বাংলাদেশী রাইটারের। নতুনদের জন্য ডিজাইন করা এই বইটিতে সহজ এবং পদ্ধতিগতভাবে ইংরেজি শেখার বিভিন্ন উপায় আলোচনা করা হয়েছে। যেকোনো বইয়ের দোকান কিংবা রকমারি থেকে বইটি কালেক্ট করে নিন আজই। 

লেখা পড়া: বাংলা ভাষায় সহজ ইংরেজি গ্রামার এবং শব্দভাণ্ডার

লেখা পড়া: বাংলা ভাষায় সহজ ইংরেজি গ্রামার এবং শব্দভাণ্ডার বইটির রাইটার এম. এইচ. রহমান। গ্রামার, ভোকাবুলারি, ইংরেজি শিখতে কি কি করতে হবে তার গাইডলাইনসহ সবকিছুই দেওয়া আছে বইটিতে। আপনি যদি একজন বিগিনার হোন, আশা করি বইটি আপনাকে অনেক হেল্প করবে। 

ইংরেজি শেখার কোর্স হিসাবে কোন কোর্সটি করা উচিত?

বর্তমান দুনিয়াটা অনলাইনভিত্তিক! যার কারণে এখন ইংরেজি শেখার বিভিন্ন কোর্স পাওয়াটা হাতের মোয়া হয়ে গিয়েছে। কিন্তু কোয়ালিটি লাগে বস! যেসব কোর্সের কোয়ালিটি নেই সেসব করতে শুরু করা মানেই সময় নষ্ট করা! আর এভাবে সময় নষ্ট করতে করতে দেখবেন একদিন আপনার ইন্টারভিউ ডেডলাইন মিস হয়ে যাচ্ছে। সুতরাং সময় থাকতে ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে জেনে নিন ইংরেজি শেখার কোর্স হিসাবে কোন কোর্সটি করা উচিত: 

  • Learn English with Bengali: ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কোর্সটি পেয়ে যাবেন
  • English with Zubair: ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কোর্সটি পেয়ে যাবেন
  • Learn English with Shakil: ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কোর্সটি পেয়ে যাবেন
  • English With Anam: ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কোর্সটি পেয়ে যাবেন
  • English Learning in Bengali: ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কোর্সটি পেয়ে যাবেন

ইংরেজি শেখার টেকনিক 

আপনি যদি এখনো মনমতো ইংরেজি শেখার সহজ উপায় খুঁজে না পান সেক্ষেত্রে বিভিন্ন এফেক্টিভ টেকনিক ফলো করতে পারেন। যেমন ধরুন: 

স্পেসড রিপিটিশন: স্পেসড রিপিটিশন হলো এমন একটি টেকনিক যার মাধ্যমে আপনি যেকোনো ভোকাবুলারি বা বাক্য অনেকদিন মনে রাখতে পারবেন। এই টেকনিকের নিয়ম হচ্ছে: 

  • Anki বা Quizlet-এর মত অ্যাপ ডাউনলোড করুন
  • এবার ডিজিটাল ফ্ল্যাশকার্ড তৈরি করুন
  • প্রতিটি কার্ডের একপাশে প্রশ্ন লিখুন 
  • আর অপরপাশে লিখুন উত্তর 
  • এবার অ্যাপসগুলি একটি অ্যালগরিদম ব্যবহার করে আপনাকে বারবার কার্ডগুলি দেখাবে 
  • যেগুলি আপনি ভালোভাবে মনে রেখেছেন সেগুলি কম দেখবেন
  • যেগুলি মনে নেয় সেগুলি বারবার পড়ে দেখুন

কগনিটিভ লোড থিওরি: কগনিটিভ লোড থিওরি হলো জটিল তথ্যকে ছোট, সহজে হজম করা যায় এমনভাবে ভাগ করে নেওয়া। এই থিওরির সবচেয়ে সহজ উদাহরণ হলো একসাথে অনেক শব্দ শিখতে চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন মাত্র কয়েকটি নতুন শব্দ শেখা। আর সেগুলিকে বাক্যে ব্যবহার করে নিজেকে আরোবেশি দক্ষ করে তোলা। 

অ্যাক্টিভ রিকল: ইংরেজি শেখার সহজ উপায় হিসাবে দ্রুত ইংরেজি শিখতে ব্যবহার করতে পারেন এই অ্যাক্টিভ রিকল টেকনিক। এই টেকনিকে মূলত নতুন শব্দ ব্যবহার করে বাক্য বা ছোট গল্প তৈরি করতে হয়। যারা ইংরেজি শেখার ক্ষেত্রে এই টেকনিক ফলো করতে পারবেন তারা দেখবেন ৩/৪ মাস পরই কারো কোনো সাহায্য ছাড়া ইংরেজিতে বড় বড় উপন্যাস লেখার মতো দক্ষতা অর্জন করে ফেলেছেন। 

ইন্টারলিভড প্র্যাকটিস: নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন এটি একটি প্র্যাকটিস বেইজড টেকনিক। ক্লাস করার সময় এই টেকনিকের নিয়ম অনুযায়ী আপনাকে প্যাসিভভাবে নোট নিতে হবে৷ সেই নোটে থাকা ভোকাবুলারি, বাক্য, গ্রামার সবকিছু বারবার প্র্যাকটিস করতে হবে। সবশেষে বলবো যখন যা শিখছেন তখনই তা মনে রেখে সারাজীবন তা মনে রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে ব্যবহার করুন স্পেসড রিপিটিশন সফটওয়্যার। সফটওয়্যারটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। 

ইতি কথা

নিয়মিত এবং সঠিক লক্ষ্য সামনে রেখে আপনি যতি উপরোক্ত ইংরেজি শেখার সহজ উপায়গুলি কাজে লাগান তাহলে দেখবেন মাত্র ৬/৭ মাসেই আপনি ইংরেজিতে নিজের ভালো একটি অবস্থান তৈরি করে ফেলেছেন। মনে রাখবেন এই জার্নিতে আপনাকে কমপক্ষে ৩০ মিনিট সময় দিতে হবে। পাশাপাশি যখনই ফ্রি থাকবেন তখনই অ্যাপ বের করে বা নোট খুলে প্র্যাকটিসের চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন সবকিছুই সহজ মনে হচ্ছে এবং শিখতেও মজা লাগছে৷ 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

আমি কি ভাবে ইংরেজি শিখবো?

ইতিমধ্যেই আমরা ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে আলোচনা করেছি। আশা করি এসব উপায় ঠিকমতো ফলো করতে পারলে আপনি বেশ অল্প সময়েই প্রো হয়ে উঠতে পারবেন। তবুও আরেকবার সবকিছু এককথায় জানিয়ে দিই। লক্ষ্য ঠিক করুন, সরাসরি স্পোকেন প্র্যাকটিস করুন, নিয়মিত ৫ টি নতুন শব্দ এবং প্রয়োগ শিখুন, প্রতিদিন ১ টি করে গ্রামাটিক্যাল রুলস শিখুন, বাচ্চাদের ইংরেজি বই পড়ুন, ইংরেজিতে ভিডিও দেখুন এবং নিউজ শুনুন। 

কিভাবে ইংরেজি গ্রামার শিখবো?

হাজার রকমের ইংরেজি শেখার সহজ উপায় ফলো করলেও বরাবরই আমাদের কাছে ইংরেজি গ্রামার কঠিন মনে হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের গ্রামার টিচারেরা কিভাবে এতসব গ্রামার রুলস মনে রেখেছেন? সিম্পল! তারা কেবল সঠিক রোডম্যাপ কাজে লাগিয়ে গেছেন। শুরুতে তারা ইজি রুলস শিখে তা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেছেন। এরপর তারা ধীরে ধীরে কঠিন সব টেকনিকে ফোকাস করে সবগুলোই বারবার প্র্যাকটিস করেছেন। মনে রাখবেন গ্রামার রুলস কখনোই মুখস্থ করবার বিষয় নয়। এসব রুলস বাস্তবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। 

কি ভাবে ইংরেজিতে কথা বলা যায়?

প্র্যাকটিস! প্র্যাকটিস এবং প্র্যাকটিস! ইংরেজিতে কথা বলতে ইংরেজি শিখছে বা ইংরেজিতে ভালো এমন কারো সাথে নিয়মিত কথা বলুন। যাদের কেউ নেই তারা ফ্রি ফর টক কিংবা হ্যালো টক ওয়েবসাইট ব্যবহার করুন। বিস্তারিত জানতে ওয়েবসাইটের নাম লিখে গুগলে সার্চ দিন। 

ইংরেজি শেখার জন্য সবচেয়ে ভালো বই কোনটি?

ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে ইজি এবং ফুল গাইডলাইন আছে এমন একটি বই-ই যথেষ্ট। এক্ষেত্রর গ্রামারের জন্য ব্যবহার করুন English Grammar in Use বইটি। এটি লিখেছেন Raymond Murphy। পাশাপাশি ভোকাবুলারির জন্যে কিনুন Word Power Made Easy-Norman Lewis বইটি। দু'টো বই-ই আপনি পিডিএফ আকারে অনলাইনে ফ্রিতে পেয়ে যাবেন। 

Previous Post Next Post

{ads}