ads

 জিমেইল পাসওয়ার্ড নিয়ে যত সমস্যা ও সমাধান

বর্তমানে জিমেইল বা ইমেইল ব্যবহার করে না এমন স্মার্টফোন ইউজার খুঁজে পাওয়া যাবে না। তবে কারণে অকারণে মাঝেমধ্যে অনেকেই জিমেইল নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন। হুট করে সৃষ্টি হওয়া এসব সমস্যার সমাধানও অনেকের অজানা। আর সে কথা মাথায় রেখে আমার আজকের এই ডিটেইলস গাইডলাইন। যেখানে থাকবে জিমেইল একাউন্ট এবং জিমেইল পাসওয়ার্ডসহ সম্পর্কিত সকল বিষয় টিপস এন্ড ট্রিকস। সুতরাং সাথে থাকুন। 

জিমেইল পাসওয়ার্ড পরিচিতি

জিমেইল পাসওয়ার্ড নিয়ে আসলে আলাদা করে পরিচিতি পার্ট তৈরি করার কিছু নেই। তবে আপনি জানেন কিনা জানি না, এক একটি জিমেইল পাসওয়ার্ডের আন্ডারে Google Drive, Google Photos এবং আরও অনেক প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে হয়। সো যেনোতেনো জিমেইল পাসওয়ার্ড ব্যবহার করে পরে তা হুটহাট ভুলে যাওয়াটা আসলেই ঝামেলা! যদিও ভুলে যাওয়া পাসওয়ার্ড সেট করে নতুনভাবে সবকিছু শুরু করার সুযোগ থাকে। তবে যারা আমার মতো অলস তারা সিম্পলি সবকিছু হ্যান্ডেল করতে জিমেইল পাসওয়ার্ডের ব্যাপারে আরোবেশি ফোকাস থাকতে পারেন। 

কেনো আপনার জিমেইল পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ? 

কখনো কি ভেবে দেখেছেন কেনো আপনার জিমেইল পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ! প্রথমত বলবো সিকিউরিটির কথা। আপনার জিমেইল পাসওয়ার্ডের উপর আপনার বিভিন্ন সিকিউর ইনফরমেশন নির্ভর করছে। বিশেষ করে সেই জিমেইল একাউন্ট দিয়ে যদি কোনো ডক একাউন্ট থাকে, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকে, কোনো ম্যানেজম্যান্ট অ্যাপ থাকে, ফ্রিল্যান্সিং প্লাটফর্মে আপনি জয়েন থাকেন সেক্ষেত্রে আরো বেশি সেনসিটিভ থাকতে হবে। এছাড়াও কোনো কারণে গুরুত্বপূর্ণ জিমেইল একাউন্ট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তা ফিরে পেতে দরকার জিমেইল পাসওয়ার্ড কি তা জেনে রাখা। সবশেষে বলবো ফিশিং এবং স্ক্যামিংয়ের ব্যাপারে। নিয়মিতভাবে আপনার পাসওয়ার্ড আপডেট করা, জিমেইল পাসওয়ার্ড নিয়ে সচেতন থাকা সবকিছুই আপনাকে স্ক্যাম হবার হাত থেকে রক্ষা করবে৷ 

কখন আপনাকে জিমেইল পাসওয়ার্ড চেক করতে হতে পারে? 

বিভিন্ন কারণে আপনার আপনার জিমেইল পাসওয়ার্ড চেক করার প্রয়োজন হতে পারে। ঠিক কোন কোন কাজে আপনি আপনার এই জিমেইল পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন তা আগে থেকেই জেনে রাখা জরুরি: 

১. মূলত কখনো পাসওয়ার্ড চেইঞ্জ করতে চাইলে আপনাকে পুরোনো জিমেইল পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। 

২. অনেকেই একসাথে বিভিন্ন জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকেন এবং মাঝেমধ্যেই লগ-ইন করেন। সবসময় লগইন না করার কারণে পাসওয়ার্ড ভুলে যেতে পারেন। তাই এ সমস্যা থেকে বাঁচতে নিজের জিমেইল পাসওয়ার্ডটি সবসময় মনে রাখা বা টুকে রাখা জরুরি। 

৩. যদি কখনো আপনি আপনার ডিভাইস পরিবর্তন করেন, সেক্ষেত্রেও জিমেইল পাসওয়ার্ড জানাটা জরুরি। কারণ নতুন ডিভাইস পুরোনো জিমেইল লগইন করতে পাসওয়ার্ড লাগবেই! 

জিমেইল পাসওয়ার্ড চেক করতে কি কি লাগে? 

এবার আসি জিমেইল পাসওয়ার্ড চেক করতে কি কি লাগে সে ব্যাপারে। ধরুন আপনি কোনো কারণে আপনার পুরোনো পাসওয়ার্ড ভুলে গেছেন। কোনোভাবেই তা মনে করতে পারছেন না। এক্ষেত্রে নিচের বিষয়গুলি নিশ্চিত করুন:

  • আপনি যে জিমেইল একাউন্টটি ব্যবহার করছেন সেটি এখনো এক্টিভ আছে
  • আপনার সেই জিমেইল একাউন্টের সাথে একটি রিকোভারি মেইল আছে
  • অথবা সেই একাউন্টের সাথে একটি ফোন নাম্বার এড আছে
  • যে ডিভাইসে আগেই আপনার জিমেইল একাউন্ট লগইন ছিলো

জিমেইল পাসওয়ার্ড চেক করবেন যেভাবে? 

জিমেইল পাসওয়ার্ড চেক করতে কি কি লাগে এবং কখন চেক করার প্রয়োজন পড়ে সে সম্পর্কে তো জানলেন! এবার চলুন জিমেইল পাসওয়ার্ড চেক করার ইজি কিছু স্টেপ সম্পর্কে জানি: 

  • সরাসরি চলে যান গুগল একাউন্ট পেইজে
  • কাজটা করতে my google account লিখে গুগলে সার্চ দিন
  • জিমেইল একাউন্টে লগইন করে ক্লিক করুন Security অপশনে
  • স্ক্রল ডাউন করে পেইজের নিচের অংশে চলে যান
  • এরপর সরাসরি ক্লিক করুন Password Manager অপশনে 
  • এখানে আপনি আপনার সেভড পাসওয়ার্ডগুলি খুঁজে পাবেন
  • সেখানেই আপনি শেষ যে পাসওয়ার্ডটি চেইঞ্জ করে এড করেছেন সেটি পেয়ে যাবেন

যারা ক্রোম Browser ব্যবহার করেন তারা নিচের টিপসগুলি ফলো করুন: 

  • Browser ওপেন করুন
  • ক্রোমে যান
  • Settings এ যান
  • Autofill অপশনে ক্লিক করুন
  • সরাসরি চলে যান Password Manager এ

যারা Firefox Browser ব্যবহার করেন তারা নিচের টিপসগুলি ফলো করুন: 

  • Firefox এ যান
  • Options এ ক্লিক করুন
  • Privacy & Security তে যান
  • সবশেষে ক্লিক করুন Saved Logins এ

যারা Safari Browser ব্যবহার করেন তারা নিচের টিপসগুলি ফলো করুন: 

  • চলে যান Preferences অপশনে 
  • ক্লিক করুন Passwords অপশনে 

জিমেইল পাসওয়ার্ড চেক করার সময় যা মনে রাখবেন

জিমেইল পাসওয়ার্ড চেক করার পর যখন আপনি জিমেইল একাউন্টে ঢুকবেন তখন চেক করবেন আপনার একাউন্ট অন্য কোনো ডিভাইসে লগইন করা আছে কিনা। আর হ্যাঁ সবসময় শেয়ার করা কম্পিউটারে পাসওয়ার্ড চেক করা থেকে বিরত থাকুন৷ প্রয়োজনে পাবলিক ওয়াফাই ব্যবহার করেও পাসওয়ার্ড চেক করা থেকে বিরত থাকবেন। যদি অন্য কোনো ডিভাইস থেকে পাসওয়ার্ড চেক করেন বা চেইঞ্জ করেন সেক্ষেত্রে কাজ শেষ হলেই লগ আউট করে ফেলুন। এতে করে আপনার একাউন্ট সিকিউর থাকবে। 

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন? 

আপনি কি আপনার জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন? কোনো চিন্তা নেই! আপনার এই ভুলে যাওয়ার রোগেরও সমাধান আছে। বিশ্বাস করুন জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়াতে আপনি যতটা প্যানিক হোন, এই সমস্যার সমাধান ততটাই সহজ। কিভাবে কি করতে হবে তা জানতে আমাদের সাথেই থাকুন। 

  • এক পাসওয়ার্ড বিভিন্ন একাউন্টে ব্যবহার করলে
  • নিয়মিত জিমেইল একাউন্টে লগইন না করলে
  • জটিল পাসওয়ার্ড দিয়ে তা দ্রুত ভুলে গেলে 

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

যদি কখনো জিমেইল পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে তা চেঞ্জ নাও করতে পারেন প্যানিকড হবেন না। ঠান্ডা মাথায় নিচের স্টেপগুলি ফলো করুন: 

১. ক্রোমে নিয়ে সার্চবারে গুগলের লগইন পেইজে যান। 

২. এরপর ক্লিক করুন Forgot Password অপশনে। অপশনটি আপনি Password সেকশনের নিচে করে পেয়ে যাবেন। 

৩. এরপর আপনাকে জিমেইল রিকভারি করতে হবে। আর এই রিকভারির কাজে আপনি ৩ টি স্টেপ ফলো করতে পারেন। রিকভারি মেইল ইউজ করতে পারেন, জিমেইলের ফোন নাম্বার ইউজ করতে পারেন অথবা Security Questions এর আনসার করতে পারেন। 

৪. ৩ নাম্বার স্টেপ পার করতে পারলেই দেখবেন আপনি জিমেইল পাসওয়ার্ড চেইঞ্জের অপশন পেয়ে গেছেন। আপনার identity ভেরিফাইড করে ফেলতে পারলেই আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। 

আশা করি এই জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম ফলো করে আপনিও ভুলে যাওয়ার পাসওয়ার্ডের পরিবর্তে নতুন পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। এভাবে যদি কাজে না দেয় নিচের টিপসগুলি ফলো করতে পারেন: 

চাইলে ডিভাইসের Browser's Saved Passwords Feature ইউজ করতে পারেন

আগে থেকে কোনো password manager ইউজ করলে তার সাহায্য নিতে পারেন

নতুন জিমেইল পাসওয়ার্ড দেওয়ার সময় যা মাথায় রাখবেন

১. নতুন জিমেইল পাসওয়ার্ড তৈরি করার সময় পাসওয়ার্ডে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষর রাখবেন। 

২. পাসওয়ার্ডে জন্মদিন, নাম বা সাধারণ শব্দ ব্যবহার করে বোকামি করবেন না। এতে করে সহজেই আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। 

৩. যদি মাথায় ভালো কোনো পাসওয়ার্ড আইডিয়া না আসে সেক্ষেত্রে পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করতে পারেন। অথবা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন৷ 

৪. যাদের অনেক বেশি জিমেইল একাউন্ট আছে তারা প্রতিটি আইডির জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিন।

৫. পাসওয়ার্ড তৈরির করার পর টু ফ্যাক্টর সিস্টেম চালু করে দিন। অপশনটি আপনি গুগল একাউন্ট সেটিংসে পেয়ে যাবেন। 

৬. যদি কখনো মনে হয় যে আপনার তৈরি করা পাসওয়ার্ড অনেক বেশি জটিল এবং মনে থাকছে না সেক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করতে পারেন৷ আগে থেকে ডিভাইসে সেট করে রাখলে ভুলে যাওয়ার পর খুঁজলে পাসওয়ার্ড পেয়ে যাবেন৷ 

৭. নিয়মিত একবারের জন্য হলেও জিমেইল পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করার চেষ্টা করুন। ৩ মাসের মধ্যে অন্তত একবার প্রতিটি জিমেইল চেক করবেন। অযথা ফেলে রাখবেন না। 

৮. সবসময় ফিশিং স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকুন। যদি কোনো ফিশিং লিংক আপনার মেইলে পাঠানো হয় তা ক্লিক করা থেকে বিরত থাকুন। 

ইতি কথা

মনে রাখবেন জিমেইল পাসওয়ার্ড বেশ সেনসিটিভ বিষয়। বিশেষ করে যাদের সেইম জিমেইলের সাথে ব্যাংক কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম কানেক্টেড আছে তাদের জিমেইল একাউন্টের সিকিউরিটির ব্যাপারে বাড়তি নজর রাখা উচিত। সুতরাং জিমেইল পাসওয়ার্ড এবং জিমেইল একাউন্ট নিয়ে সিকিউর থাকুন৷ 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

১. জিমেইল পাসওয়ার্ড চেইঞ্জ করার পরও লগইন করতে পারছি না কেনো? 

হতে পারে নতুন ডিভাইসে লগইন করতে চাইছেন তার কারণে এমন হচ্ছে। Outlook বা Apple Mail-এর মতো ইমেল অ্যাপ ব্যবহার করে ইমেল সিঙ্ক করে ফেলুন। তাহলে আগের ইনফরমেশনগুলিও পেয়ে যাবেন। 

২. ভেরিফিকেশন কোড আসছে না, কি করবো? 

জিমেইল পাসওয়ার্ড চেইঞ্জ করার সময় যদি কোনো ভেরিফিকেশন কোড না পান সেক্ষেত্রে আবারও ট্রাই করতে পারেন। কখনো কখনো এসব কোড কিন্তু মেইলের স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে পড়ে থাকে। সো সব ফোল্ডার চেক করুন। কানেক্টেড ইমেল এবং ফোন নম্বর আপ টু ডেট আছে কিনা সেটিও চেক করুন। 

৩. কতদিন পরপর জিমেইল পাসওয়ার্ড চেইঞ্জ করা উচিত? 

অন্তত ৬ মাস বা ১ বছরের মধ্যে ১ বার করর জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। এতে করে আইডি হ্যাক হবার সম্ভাবনা থাকবে না। 

৪. জিমেইল একাউন্ট লক হয়ে গেলে কি করবো? 

জিমেইল একাউন্ট নিয়ে Google এর যেসব শর্তাবলী আছে সেসব পড়ে নিন ভালোমতো। যে ডিভাইসে জিমেইল একাউন্ট খুলেছেন সেই ডিভাইস দিয়েই ট্রাই করুন। প্রয়োজনে Google এর সাহায্য নিন মেইল করার মাধ্যমে।

Previous Post Next Post

{ads}