অবশেষে শাওমি আনছে বাটনহীন স্মার্টফোন: সময় লাগবে মাত্র ১ বছর
২০২৫ সালের শুরুর দিকটাতে স্মার্টফোনের মার্কেট কাঁপাতে আসছে শাওমি। আনছে বাটনহীন স্মার্টফোন! ধারণা করা হচ্ছে বিশেষ এই ফোনের নাম রাখা হবে Zhuque কোডনেমে। আর মেইন ফিচার হবে ফোনে কোনো ধরণের বাটনের ব্যবস্থা না থাকা। ইন্টারেস্টিং না?
যদিও আপাতত টেকনিক্যাল কোনো ইনফরমেশন প্রকাশ করছে না শাওমি। কোনো ধরনের বাটন ছাড়া কিভাবে চলবে এই ফোন বা টেকনিক্যালি কোন কোন সিস্টেমের সাহায্য নিতে হবে তা এখনো পুরোপুরি অজানা।
তবে ধারণা করা হচ্ছে সম্পূর্ণ ইউনিক এই ফোনটাতে থাকবে গেস্টার কন্ট্রোল, প্রেশার-সেনসিটিভ এজেস বা ভয়েস কমান্ডের জোশ একটা কম্বিনেশন।
পাশাপাশি থাকবে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরাসহ মাথানষ্ট সব ক্রেজি ফিচার। Snapdragon 8+ Gen 4 SoC এর সাহায্য চলবে Zhuque কোডনেমে নামের এই ফোনটি। পাশাপাশি কোম্পানিটি চাইছে Xiaomi 15S Pro তেও ব্যবহৃত হবে এই বাটনহীন ফিচার।
আশা করা যাচ্ছে শাওমির এই Snapdragon 8+ Gen 4 হবে Snapdragon 8 Gen 4 এর আপডেটেড ভার্সন। যেহেতু 8+ সেহেতু একটা আলাদা ভাইব আছে না?
শুধু কি তাই? শাওমির এই নতুন ফোনে পাবেন স্যামসাংয়ের চাইতেও ভালো সেলফি ক্যামেরা কোয়ালিটি।
সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে লঞ্চ করা হবে ফোনটি।
তবে দিনশেষে এই Zhuque কোডনেমে শাওমি ফোন সফল হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ২৫ সালে জুন মাস কিংবা তারও বেশি সময় পর্যন্ত! দেখা যাক শাওমির নতুন এই এক্সপেরিমেন্ট কতখানি সফল হয়!