মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ: দেখুন তো মিলে যায় কিনা
হুট করে ফোনে চার্জ হচ্ছে না? চার্জ হলেও কি দেরিতে হচ্ছে? এমন সমস্যায় পড়ে থাকলে যারা বারবার মোবাইল মেকানিকের কাছে দৌড়াদৌড়ি করেন তাদের উদ্দেশ্যেই আজকের গাইডলাইনটি। চলুন তবে আর দেরি না করে মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ এবং এর সমাধান জানি।
চার্জিং কেবলের সমস্যা
মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ হিসাবে শুরুতে চেক করতে হবে আপনার চার্জিং কেবলে কোনো সমস্যা আছে কিনা। এক্ষেত্রে চার্জিং ক্যাবল এবং অ্যাডাপ্টার দু'টোই ভালোমতো চেক করে নিতে হবে। প্রথমে দেখবেন বাইরে থেকে চার্জারে কোনো সমস্যা আছে কিনা। ক্যাবল বাকিয়ে গেছে কিনা বা তারে কোনো ভাঁজ পড়েছে কিনা। এই স্টেপে আপনি অন্য ক্যাবল এবং অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। যদি আপনার ফোনে ওগুলি দিয়ে চার্জ হয় ধরে নেবেন আপনার চার্জারে সমস্যা। আর যদি না হয় সেক্ষেত্রে তা আপনার ফোনের সমস্যা। বলে রাখা ভালো যারা সার্টিফাইড চার্জার ব্যবহার করে তাদের এই ধরণের সমস্যা হওয়ার কোনো চান্সই নেই।
চার্জিং পোর্টে ধুলোবালি
চার্জিং পোর্টে যদি কোনো ধুলোবালি থাকে সেক্ষেত্রেও মোবাইলে চার্জ না হতে পারে। আপনার ফোনের চার্জিং পোর্টে জমা হওয়া এসব ধুলোবালি চার্জার এবং ফোনের কানেকশনে বাঁধা সৃষ্টি করতে পারে। মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ হিসাবে যদি আপনি এই সমস্যা খুঁজে পান সেক্ষেত্রে নিচের স্টেপগুলি ফলো করতে পারেন। আশা করি কাজে দেবে:
- আপনার ফোন বন্ধ করুন
- কম্প্রেসড এয়ার ব্যবহার করুন
- অথবা একটি নরম ব্রাশ ব্যবহার করুন
- চাইলে টুথপিক দিয়েও পোর্টটি পরিষ্কার করতে পারেন
- পরিষ্কারের সময় পোর্টে কোনো ড্যামেজ আছে কিনা তা চেক করুন
ফোন রিস্টার্ট করুন
মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ হিসাবে সফটওয়্যার গ্লিচিংকে ধরা যেতে পারে। অনেক সময় বিভিন্ন সফটওয়্যারের কারণে ফোনের চার্জিং হওয়াটা আটকে যায়। এক্ষেত্রে ফোন রিস্টার্ট বা রিবুট করুন। দেখবেন ঠিক হয়ে যাবে।
সফটওয়্যার আপডেট না করলে
উপরের কোনো টিপসে যদি কাজ নাও করে সেক্ষেত্রে সফটওয়্যার আপডেট বা রিসেট করতে পারেন। আপনার ফোনের সেটিংস রিসেট করতে যান:
- সেটিংসে যান
- সিস্টেমে যান
- রিসেট অপশন এ যান
- "সেটিংস রিসেট করুন" সিলেক্ট করুন
ফোনের ওভারহিটিং হলে
অনেক সময় মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ হিসাবে ফোনের ওভারহিটিংকে ধরা হয়ে থাকে। কারণ ওভারহিটিং ফোনের চার্জিং সিস্টেমে বাঁধা দেয়। এক্ষেত্রে যদি আপনার ফোন গরম মনে হয় ফোনের কভার খুলে ফেলুন। সরাসরি সূর্যের আলোর নিচে বা গরম কোনো স্থানে ফোন চার্জে দেবেন না। বিশেষ করে অন্য কোনো ওভারহিটিং ডিভাইসের পাশে রেখে ফোন চার্জে দেবেন না।
পাওয়ার সোর্সে সমস্যা থাকলে
কখনও কখনও সমস্যা আপনার ফোন বা চার্জারে নয় বরং পাওয়ার সোর্সে থাকতে পারে! এক্ষেত্রে আপনি চার্জ দেওয়ার প্লাগ চেইঞ্জ করে দেখতে পারেন৷ পাশাপাশি পাওয়ার ব্যাংক বা কম্পিউটার ব্যবহার করেও দেখা যেতে পারেন। কম্পিউটার ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করে দেখলে আসল সমস্যা আশা করি বেরিয়ে আসবে।
হার্ডওয়্যার
মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ হিসাবে অনেকসময় হার্ডওয়্যারকেও দায়ী করা যায়। হয়তো উপর থেকে মনে হচ্ছে ফোনের কোনো সমস্যা নেই বা ফোন ঠিকঠাক! কিন্তু ভেতরের হার্ডওয়্যারের কোনো সমস্যা থাকলেও ফোন দেরিতে চার্জ হয়। এক্ষেত্রে ফোনের চার্জিং পোর্টের চারপাশে ভালোভাবে চেক করতে হবে। প্রয়োজনে সাহায্য নিতে হবে ভালো কোনো মেকানিকের৷
ব্যাটারির পরিবর্তন
ফোনের ব্যাটারি পরিবর্তনের সময় এলে এই দেরিতে চার্জ হওয়ার সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। যদি আপনার ফোন পুরানো হয় বা ব্যাটারি অনেকদিন আগের হয় সেক্ষেত্রে ফোনে চার্জিং সমস্যা ফেস করলে ব্যাটারি দ্রুত চেইঞ্জ করুন। প্রয়োজনে ব্যাটারি হেলথ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ফোনের ব্যাটারি চেক করে নিন। যারা এন্ড্রয়েড ব্যবহার করেন তারা ফোনের ব্যাটারি চেক করার জন্য ব্যবহার করতে পারেন অ্যাকু ব্যাটারির মতো বিভিন্ন মোবাইল অ্যাপ।
ভবিষ্যতে চার্জ দেরিতে হওয়ার কারণ দেখা না দিতে যা করবেন
ভবিষ্যতে চার্জিং সমস্যাগুলি এড়াতে নিচের টিপসগুলি ফলো করুন:
- সবসময় দামি এবং ভালো ও সার্টিফাইড চার্জার ব্যবহার করুন
- সবসময় চার্জিং পোর্ট পরিষ্কার রাখুন
- চরম তাপমাত্রা এড়িয়ে চলুন
- অতিরিক্ত ঠান্ডা এমন স্থানে ফোন চার্জ দেবেন না
- চার্জ সবসময় ২০-৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন
- সবসময় লো ব্যাটারি করে ফোন চার্জে দেবেন না
ইতি কথা
মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কি কি করতে হবে সে-সম্পর্কে তো জানা গেলো! এবারে রিয়েল লাইফে এসব টিপস সঠিকভাবে কাজে লাগানোর পালা। আশা করি মোবাইল হেল্থ সবসময় বজায় রাখতে যা করা লাগে তা ইতিমধ্যেই জেনে গেছেন। সুতরাং ভুলগুলি এড়িয়ে সঠিকভাবে ফোন ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন এবং ফোনের যত্ন নিন।
লেখা: সুলতানা আফিয়া তাসনিম