ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়: ইজি এন্ড স্পেশাল ভার্সন

ভাবুন তো একবার, খুব স্পেশাল কিছু মেসেজ বা ফটো হয়তোবা ভুলে ডিলিট করে ফেলেছেন! মুহুর্তেই মনে হলো বড়সড় কোনো বিপদে পড়েছেন। কিংবা হারিয়ে ফেলেছেন পুরোনো দিনের গুরুত্বপূর্ণ কোনো এক স্মৃতি। এমন পরিস্থিতির পরবর্তী ধাপ কি জানেন তো? যদি না জানা থাকে সেক্ষেত্রে জেনে নিন ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়। সাথে থাকছে বেশকিছু টিপস এন্ড ট্রিকস! আইটিনোট বিডির সাথেই থাকুন।
ডিলিটেড ফাইল কি সত্যিই চিরকালের জন্য হারিয়ে যায়?
ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় সম্পর্কে জানার আগে দরকার ডিলিটেড ফাইল সত্যিই ফিরিয়ে আনা যায় কিনা সেব্যাপারে সঠিক তথ্য! কারণ দুনিয়ার যেকোনো কাজে লজিক লাগে, বস!
যাইহোক! মনে রাখবেন ম্যাক্সিমাম ফাইলই কিন্তু ডিলিট হওয়ার সাথে পুরোপুরি মুছে যায় না। তাছাড়া কম্পিউটারে থাকা বিভিন্ন ফাইল সাধারণত প্রথমে রিসাইকেল বিন-এ যায়। পাশাপাশি মোবাইলেও বিভিন্ন ক্লাউড ও ব্যাকআপ অপশন থাকে। যেখান থেকে ডিলিটেড ফাইল ফিরিয়ে আনা সম্ভব।
কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়
শুরুতেই বলেছি কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলার পর প্রথমেই তা রিসাইকেল বিন-এ জমা হয়। সুতরাং কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় হিসাবে আপনি বেশকিছু ট্রিকস ফলো করতে পারেন। যেমন ধরুন:
১. পিসির রিসাইকেল বিন থেকে ফাইল ফিরিয়ে আনতে রিসাইকেল বিনে গিয়ে ফাইলের উপর ডান ক্লিক করে Restore অপশনে ক্লিক করুন। দেখবেন আগের ফোল্ডারে বা প্লেইসে ফাইল চলে এসেছে৷
১. যারা নিয়মিতভাবে ব্যাকআপ রাখেন তাদেরও হারিয়ে যাওয়ার ফাইল ফিরে পাওয়ার চান্স থাকে। এক্ষেত্রে কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় হিসাবে কম্পিউটারে Windows Backup কিংবা Mac Time Machine ইউজ করতে পারেন।
নোট: Windows Backup করার ক্ষেত্রে Windows-এ Control Panel > System and Security > Backup and Restore অপশনে গেলে সহজেই ব্যাকআপ থেকে ডেটা রিস্টোর করতে পারবেন। আর বড়লোক্স Mac ইউজারদের বলবো Time Machine-এর মাধ্যমে পুরোনো ফাইল ফিরিয়ে আনা যায়। চাইলে আপনিও ট্রাই করতে পারেন।
ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার ডেটা রিকভারি সফটওয়্যার
ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় কিন্তু বহুত আছে। রিসাইকেল বিনের হ্যাক ছাড়া যারা অন্য কোনো অপশন কাজে লাগাতে চান বা আপনার যদি রিসাইকেল বিন এবং ব্যাকআপ অপশন কাজ না করে সেক্ষেত্রে বিভিন্ন রিকভারি সফটওয়্যারও ব্যবহার করতে পারবেন। বেশকিছু জনপ্রিয় ডেটা রিকভারি সফটওয়্যার:
- Recuva: সহজ ইন্টারফেস এবং বিভিন্ন ফাইল ফরম্যাট সাপোর্ট করার জন্য Recuva বেস্ট। ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিও, ও ডকুমেন্ট সহজেই ব্যাক আনতে এই সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।
- EaseUS Data Recovery Wizard: এই সফটওয়্যারটিও ডিলিট হয়ে যাওয়া সকর প্রকার ফাইল ব্যাক আনার ক্ষমতা রাখে।
- Disk Drill: হার্ড ড্রাইভ এবং এক্সটার্নাল ডিভাইসের জন্য বেশ স্ট্রং একটি টুল এটি। পিসির ক্ষেত্রে বর্তমানে এটি Mac এবং Windows দুটোতেই পাওয়া যাচ্ছে।
মোবাইল থেকে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়
মোবাইল থেকে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন টেকনিক আছে। একটি কাজ না করলে আরেকটি ট্রাই করতে পারেন। যেমন ধরুন:
১. ক্লাউড ব্যাকআপের মাধ্যমে ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে পারেন৷ বেশিরভাগ স্মার্টফোনে এখন ক্লাউড ব্যাকআপ করা যায়। আর যদি ফাইল ক্লাউডে ব্যাকআপ থাকে তবে সহজেই সেখান থেকে ফাইল রিস্টোর করতে পারবেন।
২. Android ইউজার হলে গুগল ফটো অ্যাপে গিয়ে "Trash" অপশন থেকে ৩০ দিনের মধ্যে ডিলিটেড ফটো এবং ভিডিও ফিরে পেতে পারেন।
৩. পাশাপাশি iPhone ব্যবহারকারীরা iCloud Photos Recently Deleted ফোল্ডার থেকে ডিলিটেড ফটো এবং ভিডিও ৩০ দিনের মধ্যে ফিরে পেতে পারেন।
৪. এছাড়াও ব্যবহার করতে পারেন বিভিন্ন ফাইল রিকভারি অ্যাপ। যদি ফাইল ডিলিট করার পর কোনো ব্যাকআপ না থাকে তবেই কেবল এই টেকনিক প্রযোজ্য। বেশকিছু জনপ্রিয় মোবাইল ফাইল রিকভারি অ্যাপ হলো:
DiskDigger মূলত অ্যান্ড্রয়েডের জন্য তৈরি একটি রিকভারি অ্যাপ, যা সহজেই মুছে ফেলা ছবি উদ্ধার করতে পারে।
এছাড়া ইউজ করতে পারেন Dr.Fone। এই সফটওয়্যারটি iOS এবং Android দুই ক্যাটাগরির ডিভাইসেই সাপোর্ট করবে। তাছাড়া এই সফটওয়্যারে কিন্তু ফাইল রিকভারি ছাড়াও সিস্টেম রিকভারির সুবিধাও আছে।
আরেক লাইফ সেইভরের নাম হলো EaseUS MobiSaver। এই EaseUS MobiSaver সফটওয়্যারটিও আপনি Android এবং iPhone ডিভাইসে ইউজ করতে পারবেন।
ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় হিসাবে ফাইল ম্যানেজার অ্যাপের ট্র্যাশ ফোল্ডার
আমরা অনেক সময় বিভিন্ন কারণে কিংবা নিজের অজান্তেই বেশ কিছু ফাইল ম্যানেজার অ্যাপ যেমন Google Files অথবা Mi File Manager-এ ট্র্যাশ ফোল্ডারে রাখি৷ আর আপনি কিন্তু চাইলেই এসব ফোল্ডার থেকে ডিলিটেড ফাইল ৩০ দিনের মধ্যে ব্যাক আনতে পারবেন।
বেশ কিছু ফাইল ম্যানেজার অ্যাপ যেমন Google Files অথবা Mi File Manager-এ ট্র্যাশ ফোল্ডার থাকে, যেখান থেকে ডিলিটেড ফাইল ৩০ দিনের মধ্যে উদ্ধার করা যায়।
ওটিজি ডেটা রিকভারির মাধ্যমে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়
উপরে মেনশন করা প্রত্যেকটা টেকনিক ফলো করেও যদি আপনি কোনো রেজাল্ট না পান সেক্ষেত্রে লাস্ট অপশন হিসাবে ওটিজি ডেটা রিকভারি সিস্টেম ট্রাই করতে পারেন।
তবে এক্ষেত্রে আপনার স্মার্টফোনে যদি ওটিজি (OTG) সাপোর্ট করতে হবে। যদি সাপোর্ট করে তবেই আপনি স্পেশাল পেনড্রাইভ বা মেমোরি কার্ডের মাধ্যমে ডেটা রিকভারি করতে পারবেন। কারণ OTG ডিভাইসকে পেনড্রাইভের মতো ব্যবহার করে রিকভারি সফটওয়্যার চালানো যায়। আর এর মাধ্যমে সহজেই ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনা যায়।
ফাইল ডিলিট না হতে যা করবেন
ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় সম্পর্কে তো জানলেন। কিন্তু কথায় আছে! ঝামেলা পোহানোর চাইতে সেই ঝামেলার মুখোমুখি না হওয়ার ব্যবস্থা করাটাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে ফাইল ডিলিট না হতে কিছু টিপস ফলো করতে পারেন। যেমন:
১. নিয়মিত ব্যাকআপ: ডিভাইসে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ রাখা সবচেয়ে জরুরি। তাছাড়া ক্লাউড সার্ভিস, যেমন Google Drive, Dropbox বা iCloud ব্যবহার করলে সহজে ফাইলের ব্যাকআপ রাখা যায়।
২. ক্লাউড স্টোরেজ: ফাইল বা ডেটা সবচেয়ে নিরাপদ রাখতে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। একে তো ফাইল নিরাপদ থাকবে! অন্যদিকে এসব ফাইলে আপনার বিভিন্ন ডিভাইস থেকে সহজে একসেসও করা যাবে।
৩. ম্যালওয়্যার প্রোটেকশন: যাতে কোনো ধরণের ফাইল চুরি না হয় সেক্ষেত্রে ডিভাইসের সিকিউরিটির জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এতে করে ম্যালওয়্যার বা ভাইরাসের আক্রমণে কোনো গুরুত্বপূর্ণ বা কাজের ডেটা হারিয়ে যাবে না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
কোনো ফাইল মোবাইলে ডিলিট হয়ে গেলে কিভাবে ফেরত আনবেন?
কোনো ফাইল মোবাইলে ডিলিট হয়ে গেলে তা ব্যাক আনার জন্য ক্লাউড ব্যাকআপ, রিকভারি অ্যাপ, এবং ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। যদি আপনার মোবাইলে Google Photos, Google Drive, বা কোনো ক্লাউড ব্যাকআপ এক্টিভ থাকে সেক্ষেত্রে সেখান থেকেই ফাইল ব্যাক আনা যাবে। এছাড়া DiskDigger, EaseUS MobiSaver-এর মতো রিকভারি অ্যাপও ডিলিট হওয়া ফাইল ব্যাক আনার কাজে লাগে।
ক্যামেরা থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা যাবে কি?
হ্যাঁ, ক্যামেরা থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা সম্ভব। Android ইউজারদের জন্য Google Photos অ্যাপের Trash ফোল্ডার থেকে ডিলিট হওয়া ছবি আনা যাবে। পাশাপাশি যারা আইফোন ব্যবহার করেন তারাও Recently Deleted ফোল্ডার থেকে ছবি ৩০ দিনের মধ্যে ব্যাক আনতে পারবেন। পাশাপাশি DiskDigger বা Dr.Fone-এর মতো রিকভারি অ্যাপ ব্যবহার করেও আপনি ক্যামেরার ছবি রিকভারি করতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে ফিরে পাবো?
ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে ফিরে পাবেন তা নিয়ে ইতিমধ্যেই আমরা বিস্তর আলোচনা করেছি বস। তবুও আরেকটু ব্রিফিং দেই! ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরে পেতে Google Photos বা iCloud Photos এ যাবেন। সেখান থেকে Trash বা Recently Deleted ফোল্ডার গিয়ে প্রয়োজনীয় ফাইল রিস্টোর করে নেবেন। যদি ছবি ক্লাউডে না থাকে, তবে DiskDigger, EaseUS MobiSaver, অথবা Dr.Fone-এর মতো রিকভারি অ্যাপ ইনস্টল করে ট্রাই করতে পারেন।
হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি কিভাবে আনব?
হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি ফিরে পাওয়ার জন্য Google Drive বা WhatsApp Chat Backup ব্যবহার করা যেতে পারে। কাজটা করতে প্রথমে WhatsApp-এর সেটিংসে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ অপশনটি চালু করবেন। এবার অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করুন এবং ব্যাকআপ থেকে রিস্টোর করার অপশন সিলেক্ট করে নিন। আর হ্যাঁ! চাইলে ফোনের ফাইল ম্যানেজার বা Google Photos থেকেও হোয়াটসঅ্যাপ ফোল্ডারে ডিলিট হওয়া ছবি খুঁজে নিতে পারেন।
ইতি কথা
সো বি কুল! ফাইল হারানো মানেই সব শেষ এমন টেনশন বাদ দিন। কাজে আসবে এমন টেকনিক বা ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায় এবং সঠিক টুল ব্যবহার করে ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনা সম্ভব। তাও যদি না পারেন ভালো কোনো এক্সপার্টের সাহায্য নিন। আর হ্যাঁ! এভাবে ডিজিটাল বিপদে পড়তে না চাইলে ফাইল নিয়মিত ব্যাকআপ রাখার অভ্যাস গড়ে তুলুন।
লেখা: সুলতানা আফিয়া তাসনিম