ads

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো: ChatGPT ব্যবহার করুন প্রো-দের মতো

how-to-use-chatgpt-like-a-pro.jpg

শুধুমাত্র একটি ইমেল লেখার বা ট্রিভিয়া প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি আজকাল আপনি চ্যাটজিপিটি ব্যবহার করেন তবে বলবো ভুল করছেন! কারণ বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহার এতটাই ফ্যান্সি হয়ে গেছে যে মানুষ “চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো” তা নিয়েও রিসার্চ করে। এখন কথা হলো এখানে রিসার্চ করার কি আছে! আছে…বস আছে! যা জানতে হলে আমাদের পুরো লেখাটির সাথে থাকতে হবে। 


১. স্পেসিফিসিটি দিয়ে শুরু করুন

যদি আপনি ChatGPT-কে বলেন, "Write a story" বা "Help with a project," তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনাকে ভালোই রেসপন্স দেবে। কিন্তু যারা প্রো তারা কিন্তু এমন সাধারণ রেসপন্সের জন্য বসে থাকে না। তারা অসাধারণ কিছু চায়। আর এক্ষেত্রে দরকার গোপন ট্রিকস! কি সেই ট্রিকস! উদাহরণস্বরূপ:


"Write me a poem." না লিখে প্রম্পট লিখুন ঠিক এভাবে: 


"Write a 10-line poem about a cat who rules over a kingdom of mischievous squirrels."


মনে রাখবেন আপনার প্রম্পট যত বেশি নির্দিষ্ট হবে, ChatGPT আপনাকে তত ভালো রেজাল্ট দিতে পারবে। কারণ ChatGPT নিজ থেকে ভালোকিছু তৈরি করতে পারে না। বরং ChatGPT কে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে বেস্ট কন্টেন্ট আদায় করে নিতে হয়। 


২. বিভিন্ন পার্সোনালিটি ট্রাই করুন

ChatGPT-কে পুরোপুরি মেইন সাবজেক্ট বানিয়ে বিভিন্ন পার্সোনালিটি অনুযায়ী কন্টেন্ট আদায় করে নিন। যেমন ধরুণ: 


"Explain quantum physics to me like you’re a stand-up comedian." না লিখে ঠিক এভাবে লিখুন: 


"Pretend you're Sherlock Holmes solving the mystery of my lost car keys."


এই কাজটা করতে পারলে আপনি জাস্ট বোরিং আন্সারে বোর না হয়ে কমেডি বা বিভিন্ন পার্সোনালিটির উপর ভিত্তি করে তৈরি করা বিভিন্ন কন্টেন্ট উপভোগের সুযোগ পাবেন। যা আপনার এসাইনমেন্ট, প্রেজেন্টেশন সবকিছুকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাছাড়া এভাবে যদি বিভিন্ন লেসন কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন কঠিন কঠিন টপিকও ইজিলি কভার করতে পারছেন! 


৩. ChatGPT এর সাথে তর্ক করুন

কথায় আছে তর্কে হটানো যায় না বোকাকে। কিন্তু ChatGPT এর সাথে তর্ক করতে পারলে আপনার লাভ আছে। কোনো বিষয় নিয়ে শিখতে চাইলে শেখার সময় একঘেয়েমি থেকে মুক্তি পেতে আপনি এই কাজটি করতে পারেন। এক্ষেত্রে ChatGPT কে আপনার সাথে তর্ক করতে বলতে পারেন। কাজটা ঠিক এভাবে করতে পারেন: 


"That’s an interesting idea, ChatGPT, but can you argue the opposite point?"


"I don’t think that answer is right. Explain why it might be wrong."


এভাবে তর্ক করার জন্যে চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারলে দেখবেন যেকোনো বিষয় আপনি ডিপলি বুঝতে পারছেন৷ 


৪. এক উত্তরেই সন্তুষ্ট হওয়া যাবে না

ChatGPT কিন্তু মানুষ নয়। সো এই জিনিসকে ইচ্ছেমতো বিরক্ত করতে কোনো অসুবিধা নেই। ChatGPT প্রথম চেষ্টায় চমৎকার কনটেন্ট তৈরি করতে পারে ঠিকই! তবে বারবার আউটপুট নিয়ে কাজ করলে দেখবেন বেস্ট রেজাল্ট পাচ্ছেন। 


বিষয়টাকে আরেকটি সহজভাবে হজম করে দেই! ধরুন আপনি একটি ব্লগ পোস্টের ইন্ট্রো চান। প্রথমটি খুব ভালো না লাগলে, ঠিক এভাবে প্রম্পট দিতে পারেন: 


"That’s good, but can you make it funnier?"


"Can you make it sound more professional?"


এভাবে বিভিন্ন টোন এবং স্টাইলে কন্টেন্ট আদায় করে নিয়ে পরে নিজের মতো করে এডিট করতে পারলে দেখবেন নিজেকে প্রো মনে হচ্ছে!  


৫. ChatGPT-র মেমরি হ্যাক করুন

একটু খেয়াল করলে দেখবেন ChatGPT প্রসঙ্গ বুঝতে পারার ভান করতে পারে কিন্তু মেমোরি খুব একটা ধরে রাখতে পারে না! তবে ভালো মতো রিসার্চ দিতে পারলে একাজটাও সম্ভব। এক্ষেত্রে আপনি এমন ভান করতে পারেন যে আপনি আগের টপিকটা নিয়েই আলোচনা করতে চান, যে টপিকটা নিয়ে আপনি গতকাল বা গত সপ্তাহে চ্যাটজিপিটির সাথে আলোচনা করেছেন। যেমন চ্যাটজিপিটিকে বলতে পারেন: 


Remember that project we talked about last week? Let’s pick up from where we left off."


কাজটা করে যে আপনার খুব একটা ফায়দা হবে তা না! কিন্তু লম্বা কনভারসেশনে আপনি সাধারণ কনভারসেশনের চাইতে অনেক বেশি তথ্য আদায় করে নিতে পারবেন। এ-কাজটা আমিও কিন্তু মাঝেমধ্যে করি৷ 


৬.  ChatGPT-কে চাকরি দিন

চিন্তা করতে পারেন আপনি বেকার খাটানোর প্ল্যান করে ChatGPT-কে চাইলেই চাকরি ধরিয়ে দিতে পারবেন। বেচারা আপনার কাজ কোনো বেতন নেওয়া ছাড়া ফ্রিতেই করে দেবে। 


সো আপনি যদি বিশেষ কোনো কাজে এই ChatGPT-কে নিজের জন্য হায়ার করতে চান ঠিক এভাবে তাকে প্রম্পট দিতে পারেন: 


"Today, you’re a copywriting expert who knows all about social media marketing."


"You’re a resume coach with 10 years of experience helping executives land dream jobs."


উদাহরণস্বরূপ হিসাবে প্রথমে আপনি কপিরাইটিং সেক্টরের জন্য একটি প্রম্পট এবং দ্বিতীয় নাম্বারে আমি কোচ রিলেটেড একটি প্রম্পট দিয়েছি। আপনি আপনার মতো করে সেক্টর চেইঞ্জ করে নেবেন। 


এক্ষেত্রে কিন্তু সবসময় "Be an expert in X," এভাবে প্রম্পট দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। 


৭. ব্রেইনস্টর্মিং মাস্টার হয়ে উঠুন

আজকাল ব্রেইনস্টর্মিং মাস্টার হতে নিজের ব্রেইন খুব একটা ইউজ না করলেও চলে। কি? অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই!


শুধুমাত্র ব্যবহারিক প্রশ্নের উত্তর না খুঁজে নিউ আইডিয়া আদায় করার ক্ষেত্রে ফোকাস করুন। প্রম্পট লিখুন ঠিক এভাবে: 


"Give me 10 quirky business ideas no one has thought of before."


"Brainstorm wacky names for a podcast about deep-sea fishing and comedy."


একাজটা করে হতে পারে আপনি এমনকিছু আইডিয়া পেয়ে গেছেন যেসব আইডিয়া বর্তমানে খুবই রেয়ার। 


৮. জটিল টপিক ভেঙে দিন

চ্যাটজিপিটিকে জটিল টপিকগুলির টাস্কগুলো ভেঙে দিন। এতে করে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং ডিপ ইনফরমেশন আদায় করে নেওয়াটা সহজ হবে। 


উদাহরণস্বরূপ:

"Help me create a 10-step plan for starting a blog on cooking."


এরপর রেজাল্ট পেলে সেগুলির এক একটি অংশ নিয়ে আবারো চ্যাটজিপিটিকে জেরা করবেন। দেখবেন কত গোছানো এবং ডিপ রেজাল্ট পাচ্ছেন। 


৯. ChatGPT-কে আইডিয়া জেনারেটর হিসেবে ব্যবহার করুন

ChatGPT-কে আইডিয়া জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারলে দেখবেন আপনার জীবন কতটা সহজ হয়ে গেছে। পরে আপনি সেই আইডিয়াকে পালিশ করতে পারলে দেখবেন মিলিয়ন ডলার আইডিয়া আপনার নিজের ফোনে বা ল্যাপটপে ঘুরঘুর করছে! 


যেমন ধরুন চ্যাটজিপিটিকে এভাবে প্রম্পট দিতে পারেন:


"Write a draft of an introduction to a blog post on productivity tips."


এখন, ChatGPT যা দেবে তা আপনি নিজের মতো করে এডিট করে নেবেন৷ মনে রাখবেন AI কিন্তু প্রো জেনারেটর। কিন্তু ফাইনাল টাচ আপনারই করতে হবে।


ইতি কথা

আশা করি “চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো” এ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পাশাপাশি মাঝেমধ্যে শয়তানি বুদ্ধি মাথায় আসলে একটি টাইমার সেট করে চ্যাটজিপিটি দিয়ে স্পিড রাইটিং এবং থিংকিং করিয়ে নিতে পারেন৷ ব্যাটাকে বলতে পারেন "Explain the history of the Roman Empire in 60 seconds or less." অথবা চ্যাটজিপিটির সাহায্যে “Act As” প্রম্পট ব্যবহার করে হয়ে উঠতে পারেন প্রো! হ্যাপি এক্সপ্লোরিং! 


লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}