ads

থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা

how-do-you-become-3d-printing-engineer-skills-3d-printing-designer.jpg

যারা এখনো স্টুডেন্ট আছেন কিন্তু বুঝতে পারছেন না কোন সেক্টরে নিজের ক্যারিয়ার গড়বেন তারা বেছে নিতে পারেন থ্রিডি প্রিন্টিং ডিজাইনার৷ একজন থ্রিডি প্রিন্টিং ডিজাইনার মূলত ডিজাইনিং রিলেটেড প্রজেক্টে কাজ করে আর্ন করার সুযোগ পায়। তবে এক্ষেত্রে থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা হিসেবে বেশকিছু বিষয়ও মাথায় রাখতে হয়।


বর্তমানে লো কম্পিটিটিভ এবং ভালো ভবিষ্যত আছে এমন ক্যারিয়ার হিসাবে থ্রিডি প্রিন্টিং ডিজাইনিং মন্দ হয় না। সুতরাং চলুন বিস্তারিত জেনে নিই। বুঝতে চেষ্টা করি এই ক্যারিয়ার নিয়ে ভাবলে আদৌ সফল হবো কিনা। 


একজন থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা

শুরুতে চলুন এমনকিছু দক্ষতা সম্পর্কে আলোচনা করি যা একজন থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর থাকা উচিত। 


CAD সফটওয়্যার এ দক্ষতা

CAD সফটওয়্যার এর পূর্ণরূপ হলো কম্পিউটার-এডেড ডিজাইন। এটি থ্রিডি প্রিন্টিং ডিজাইনিংয়ের মূল ভিত্তি। 3D মডেল তৈরি করার জন্য AutoCAD, SolidWorks বা Fusion 360-এর মতো টুল ব্যবহার করতে হয়। সুতরাং আপনাকে এসব সফটওয়্যার কিভাবে চালাতে হয় এবং কিভাবে এর মাধ্যমে ডিজাইন করতে হয় তা জানতে হবে। 


বাংলাদেশের টেক্সটাইল, অটোমোটিভ এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে এই কম্পিউটার-এডেড ডিজাইন সফটওয়্যারের প্রচুর চাহিদা রয়েছে। সুতরাং একজন থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা হিসেবে এই পয়েন্টটিতে না থাকলে চাহিদা মোতাবেক ক্লায়েন্ট সেটিসফ্যাকশন কখনোই সম্ভব নয়।


মেটেরিয়ালস সম্পর্কে জ্ঞান

থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা হিসাবে আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো মেটেরিয়াল সম্পর্কে ভালো জ্ঞান থাকা। বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে PLA, ABS, PETG এবং মেটাল পাউডারের মতো কমনকিছু মেটেরিয়াল বেশ কাজে লাগে। 

খরচ কমাতে এবং প্রোডাক্টের মান বজায় রাখতে কখন কোন মেটেরিয়াল ব্যবহার করতে হবে তা বুঝতে পারাই হলো এই স্কিলের অন্যতম উদ্দেশ্য। এই স্কিল অর্জন করতে আপনি লোকাল সাপ্লায়ারদের সাহায্য নিতে পারেন। অথবা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। 


DfAM

DfAM হলো এমন একটি থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা বা স্কিল যা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ডিজাইন করার সময় কাজে লাগে। বিষয়টা আরেকটু খুলে বলি। মাঝেমধ্যে কাজ করতে গিয়ে আপনাকে বিভিন্ন 3D প্রিন্টিং প্রযুক্তির অভাবে পড়তে হবে। 


এক্ষেত্রে বুঝতে হবে কম পাওয়ারে কিভাবে বেশি প্রোডাক্ট তৈরি করা যায় বা কম প্রযুক্তি ব্যবহার করেই কিভাবে ভালো ভালো কাজ করা যায়। আর এ কাজটা করতে হলে আপনার থাকতে তবে DfAM স্কিল। 


সমস্যা সমাধান 

সমস্যা সমাধান করতে পারা হলো থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা বা স্কিল লিস্টের আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3D প্রিন্টিং সেক্টরে ডিজাইনারকে প্রায়ই বিভিন্ন টেকনিক্যাল অথবা ডিজাইনিং রিলেটেড সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে সীমিত টেকনোলজি এবং খরচের সাহায্যে সেসব সমস্যার সমাধানের উপায় জানতে হবে। 


টেকনোলজি

3D প্রিন্টিং তৈরি করতে কিন্তু প্রচুর টেকনোলজির দরকার হয়। Fused Deposition Modeling (FDM), Stereolithography (SLA), এবং Selective Laser Sintering (SLS) এর মতো এসি টেকনোলজির ব্যবহার আপনাকে জানতে হবে। 


পাশাপাশি নতুন নতুন টেকনোলজির ব্যাপারেও আপডেটেড থাকতে হবে। প্রয়োজনে আপনি এসব শিখতে ও জানতে কোনো এক 3D প্রিন্টিং কোম্পানিতে ইন্টার্ন করতে পারেন। 


প্রজেক্ট ম্যানেজম্যান্ট

অনেক স্টার্টআপ এবং ছোট ছোট ব্যবসা কিন্তু বর্তমানে 3D প্রিন্টিংয়ে ফোকাস করছে। আর তারা তাদের এসব প্রজেক্ট ম্যানেজ করার জন্য বিভিন্ন ডিজাইনার হায়ার করছে ভালো বেতনে। আপনিও যদি তাদের মতো হতে চান বা ভালো জব পেতে চান সেক্ষেত্রে আপনাকেও এই প্রজেক্ট ম্যানেজম্যান্ট স্কিল ডেভলপ করতে হবে। 


বিজনেস মাইন্ড

থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা হিসাবে বিজনেস মাইন্ড থাকার ব্যাপারর না বললেই নয়। মনে রাখবেন ম্যাক্সিমাম কোম্পানিই কিন্তু এই ধরণের প্রিন্টিং সিস্টেম নিয়ে কাজ করে কেবল বিজনেসের জন্য। সো মার্কেটে কি ট্রেন্ডে আছে, ডিজাইন ভবিষ্যতে চলবে কিনা সবকিছু বিবেচনা করেই আপনাকে মার্কেটে ডিজাইন ছাড়তে হবে। 


ইতি কথা

আশা করি একজন থ্রিডি প্রিন্টিং ডিজাইনার এর দক্ষতা হিসাবে কি কি পয়েন্ট শর্ট লিস্টেড করা উচিত তা বুঝতে পেরেছেন। মনে রাখবেন থ্রিডি প্রিন্টিং বাংলাদেশে কম জনপ্রিয় না হলেও অনেকেই এই সেক্টরের প্রতি অতি আগ্রহী নন। সুতরাং লো কম্পিটিভ সেক্টর হিসেবে আপনি চাইলেই এই সেক্টরকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারেন। আপনার প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো। 


লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}