ads

রিমোট জব কোথায় পাবো: আয় কত হতে পারে

how-much-is-that-remote-job-worth-to-you.jpg

করোনা মহামারীর পর থেকে বেড়ে গেছে রিমোট জবের চাহিদা! ধারণা করা হচ্ছে এই বিষয়খানা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু বস এই ধরণের জব কিভাবে করে? রুলস কি? বেতন কতো? কই পাবো। সব প্রশ্নের উত্তর মিলবে আজ। সাথেই থাকুন এবং জেনে নিন সবচেয়ে ইজি আনসার অফ রিমোট জব কোথায় পাবো! 

রিমোট জব কি?

রিমোট জব কোথায় পাবো বলে বলে গলা ফাটানোর আগে দরকার রিমোট জব কি সে-সম্পর্কে জেনে রাখা। মূলত রিমোট জব হচ্ছে এমন একটি কাজ বা চাকরি যা করে ঘরে বসে করা যাবে। অর্থাৎ, কাজের জন্য নির্দিষ্ট কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আজকাল অনেক কোম্পানি নিজ অফিসের জন্য এই সিস্টেমের দিকে ফোকাস করছে৷ বিশেষ করে আইটি সেক্টরে এসব জবের চাহিদা প্রচুর। 

রিমোট জবের বৈশিষ্ট্য কি? 

এবার আমি রিমোট জবের বৈশিষ্ট্য কি সে-সম্পর্কে। মূলত যেসব পয়েন্ট দেখলেই ধরে নেবেন এই কাজ বক চাকরি রিমোট জবের আন্ডারে: 

১. রিমোট জবে আপনি যখনই চাইবেন তখনই কাজ শুরু করতে পারবেন। অফিসের নির্দিষ্ট সময়ের গণ্ডি এখানে নেই। মানতে হবে না নয়টা-দশটা অফিস টাইমিং! 

২. এই ধরণের জবে যারা আছেন তাদের অফিসে যেতে হয় না, ফলে সময় ও খরচ দু'টোই বাঁচে। 

৩. রিমোটলি জব করার জন্য কিন্তু বিভিন্ন টুলস ও সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সো এসব ব্যাপারে আইডিয়া রাখাটা সবচেয়ে জরুরি। 

৪. রিমোট জব করলে কিন্তু নিজের ইনকাম রেঞ্জ নিজেই বাড়াতে পারবেন। পারবেন কাজের পরিমাণ বাড়িয়ে উপড়ি আয় করতে। 

রিমোট জব কোথায় পাবো? 

রিমোট জব নিয়ে যারা পড়ে থাকেন, বা নতুন করে শুরু করতে চান তাদের কাছে সবচেয়ে ভয়ংকর স্টেপ হলো প্রথম জবটুকু পাওয়া। রিমোট জব কোথায় পাবো, কিভাবে শুরু করবো, কে জব দেবে, আমি কি করবো…..এসব টেনশনে মাথা হ্যাং হতে শুরু করে। চলুন তবে আপনার এই হ্যাং হওয়ার মাথায় থেরাপি হিসেবে কিছু ট্রিক, প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা যাক। 

ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস

আজকাল ইন্টারনেটে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে রিমোট ফ্রিল্যান্স কাজ পাওয়া যায়। যদিও এই সাইটগুলোতে কাজ পাওয়া খুব একটা ইজি না। কারণ কম্পিটিশনের কারণে এসব প্ল্যাটফর্ম যথেষ্ট স্যাচুরেটেড হয়ে গেছে। তবে যারা রাইটিং, ডিজাইন, বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন তারা এই জনপ্রিয়  ফ্রিল্যান্সিং সাইটগুলো ট্রাই করতে পারেন: 

  • Upwork: এই প্ল্যাটফর্মে প্রতিদিন হাজার হাজার রিমোট জব পোস্ট করা হয়। ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সব ধরণের কাজই এখানে পাওয়া যায়।

  • Freelancer: এখানে আপনি নিজে কাজ খুঁজে নিতে পারবেন। আবার চাইলে যেকেউ আপনাকে কাজে নিয়োগও দিতে পারবে। 

  • Fiverr: এতোদিন ধরে রিমোট জব খুঁজছেন কিন্তু ফাইভারের নাম শুনেননি নেই তা কিন্তু কখনই হয় না! বিশেষ করে ছোট ছোট প্রজেক্টগুলির জন্য এই ফাইবার বেশ জনপ্রিয়। 

  • Toptal: এই প্লাটফর্ম খুব একটা জনপ্রিয় না হলেও এখানে কম্পিটিশন সবসময়ই কম থাকে। সো আপনি চাইলে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তবে হ্যাঁ আপনাকে মনে রাখতে হবে, এখানে কাজ পেতে হলে আপনাকে যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ হবে। যারা কাজ জানেন, কাজ ভালো পারেন কিন্তু অনেক দিন ধরে কোন কাজ পাচ্ছেন না তারা এই সাইট ট্রাই করতে পারেন! 

নেটওয়ার্কিং সাইটস

এখনো যারা রিমোট জব কোথায় পাবো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তারা বিভিন্ন নেটওয়ার্কিং সাইটস ট্রাই করতে পারেন। রিমোট জবের জন্য অনেকসময় আপনার নিজস্ব নেটওয়ার্কিংও গুরুত্বপূর্ণ। নিজেকে বিভিন্ন প্রফেশনাল নেটওয়ার্কিং সাইটে তুলে ধরতে পারলেই দেখবেন অসংখ্য রিমোট সাইটে জব করার সুযোগ তৈরি হচ্ছে। চলুন তবে বেশ কিছু জনপ্রিয় এবং যথেষ্ট কাজের নেটওয়ার্কিং সাইট সম্পর্কে রাফ একটি আইডিয়া শেয়ার করা যাক: 

LinkedIn: আপনার প্রফেশনাল লাইফ বা ক্যারিয়ার যে ক্যাটাগরিরই হোক না কেন আপনাকে লিংকডিন মাস্ট ব্যবহার করতে হবে। কারণ নেটওয়ার্ক তৈরি করার জন্য লিংডিনের চাইতে ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাওয়াটাই দুষ্কর। 

AngelList: যদি আপনি স্টার্টআপ কোম্পানিতে কাজ করতে চান, তবে এই সাইটটি ট্রাই করতে পারেন। কারন এই সাইটটিতে আপনি অনেক স্টার্ট আপ কোম্পানির ওনারদের পেয়ে যাবেন।

Xing: একজন বাংলাদেশী হয়ে ইউরোপের জনপ্রিয় কোনো এক কোম্পানিতে রিমোটলি জব করার স্বপ্ন অনেকেরই থাকে। আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন তবে এই সাইটটি ট্রাই করতে পারেন। এটি একটি জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট। যেখানে ইউরোপের বিভিন্ন কোম্পানির ডিটেলস, ওনারদের এর সাথে নেটওয়ার্ক তৈরি এবং নিজের স্কিল তুলে ধরা অনেকটাই সহজ। 

রিমোট জবের স্পেশালাইজড সাইটস

বস! যদি আপনি এখনো রিমোট জব কোথায় পাবো এই প্রশ্নের আশানুরূপ উত্তর না পেয়ে থাকেন, তবে আর্টিকেলের এই অংশটি শুধুমাত্র আপনার জন্যই! বর্তমানে এমন অনেক সাইট আছে যেখানে সরাসরি বিভিন্ন রিমোট জব পোস্ট করা হয়। যেমন: 

We Work Remotely: এখানে আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজের রিমোট পজিশন পাবেন।

Remote OK: বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য এটি একটি মাথানষ্ট প্ল্যাটফর্ম।

Remote.co: রিমোট জবের জন্য যারা অসংখ্য কোম্পানি খুঁজছেন, বিভিন্ন কোম্পানি যাচাই-বাছাই করে নিজের পছন্দের পজিশনে রিমোট জব করতে চান তাদের জন্য এই রিমোট কো হতে পারে বেস্ট অপশন। 

FlexJobs: আজকাল কিন্তু বিভিন্ন রিমোট জব ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্ক্যামিং এর প্রবলেম দেখা দেয়। তবে এই ফ্লেক্সজবস নামক ওয়েবসাইটটিতে আপনি কোন ধরনের স্ক্যাম পাবেন না। 

কোম্পানির ওয়েবসাইট

এবার আসি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট নিয়ে। বর্তমানে রিমোট জব সিস্টেম চালু আছে এমন কোম্পানির সংখ্যা নেহাত কম নয়। অনেক বড় বড় কোম্পানি এখন রিমোটলি হায়কর থাকে। আর এসব কোম্পানির মধ্যে বেশকিছু জনপ্রিয় কোম্পানি বা সেক্টর হলো GitHub, Trello, Automattic (WordPress), Basecamp! 

রিমোট জবের জন্য প্রয়োজনীয় স্কিল

আপনারা যারা রিমোট জব করতে চান তাদের অবশ্যই কোন একটি সেক্টরে স্কিলড হতে হবে। কারণ এখানে আপনার স্কিলের উপর ফোকাসই আপনাকে প্রমোট করবে, ভালো সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। রিমোট জবের উপর যাদের ফোকাস তারা আর সময় নষ্ট না করে ফোকাস করুন এসব স্কিলের উপর: 

কম্পিউটার স্কিল: যেহেতু রিমোট জবের বেশিরভাগ কাজ ইন্টারনেট এবং কম্পিউটারের সাহায্যে করা হয় সেহেতু আপনার মাস্ট কম্পিউটার স্কিল থাকতে হবে৷ জানতে হবে কম্পিউটার চালানো, বিভিন্ন সফটওয়্যার ও টুলস ব্যবহারসহ রিলেটেড বিভিন্ন সিস্টেম। 

কমিউনিকেশন স্কিল: কেবল হার্ড স্কিল দিয়েই জব সেক্টর চলে না। লাগে সফট স্কিলও! এক্ষেত্রে রিমোট জবে নিজেকে ভালোভাবে প্রমাণ করতে চমৎকার কমিউনিকেশন স্কিল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেইল, চ্যাট এবং ভিডিও কলে নিজের কথা, নিজের স্কিলের কথা স্পষ্টভাবে বলার ক্ষমতা থাকাটা জরুরি।

টাইম ম্যানেজমেন্ট: যেহেতু রিমোট জবের ক্ষেত্রে আপনাকে নিজের টাইম নিজেই ম্যানেজ করতে হবে সেহেতু টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিভিন্ন টুলস ইউজ করতে পারেন৷ 

ডিজিটাল মার্কেটিং স্কিল: বর্তমানে রিমোট জবের জন্য ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কনটেন্ট ক্রিয়েশন ইত্যাদি কাজগুলো ব্যাপক চাহিদা আছে৷ যদি আপনি এই স্কিলগুলো শিখে নেন, দেখবেন কোনো না কোনো কোম্পানি আপনাকে হায়ার করে ফেলছে। 

রাইটিং ও কনটেন্ট ক্রিয়েশন: অনলাইনে ব্লগ, কনটেন্ট রাইটিং, কপি রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা এসব কাজের চাহিদা দিনকে দিন বাড়ছে। যদি ফোকাস করে স্কিলড হতে পারেন তবে বিভিন্ন কোস্পানির সুযোগ পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যাবে৷ 

রিমোট জবে আয় কত হতে পারে?

রিমোট জবের আয় নির্ভর করবে আপনি কী ধরনের কাজ করছেন, আপনার স্কিল এবং আপনার কাজের টাইমের উপর। তবে এ-ব্যাপারে রাফ এবং সাধারণ কিছু তথ্য দিতে পারি:

১. একজন ফ্রিল্যান্স রাইটারের মাসিক আয় প্রায় ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা হতে পারে।

২. একজন স্কিলড এবং এক্সপেরিয়েন্সড ওয়েব ডেভেলপার মাসে প্রায় ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা আয় করতে পারেন।

৩. যেকোনো ডিজাইন রিলেটেড কাজের জন্য প্রতি মাসের আয় সাধারণত ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা হতে পারে।

৪. যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা প্রতি মাসে ৫০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। 

ইতি কথা

রিমোট জব কোথায় পাবো, কি কি স্কিল লাগবে, আয় কত হতে পারে এ ব্যাপারে রাফ একটি আইডিয়া দিতে পেরেছি। মনে রাখবেন এসব জবের ক্ষেত্রে স্কিলড হওয়ার পাশাপাশি সঠিক প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করাটাও গুরুত্বপূর্ণ। এতে করে স্ক্যামিংসহ যেকোনো জটিলতা থেকে নিজেকে বাঁচানো সহজ হবে। 

লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}