ads

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ ও ভালো করার উপায় 

সব জল্পনা কল্পনা শেষে অবশেষে প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫! 

ssc-exam-routine-2025.jpg

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা,

তোমরা কি মনে করো? এসএসসি পরীক্ষাটা আসলে কি? এটি কি কঠিন কোনো যুদ্ধ? রেজাল্ট খারাপ হলে কি হবে? ইশ্! কিছুই তো পড়িনি। এখন কি সময় আছে? কিভাবে পড়বো? 

চিন্তা করো না! এসএসসি পরীক্ষাটা আসলে সাধারণ ডিম ভাজার মতো! তেমন কোনো কিছুই নয়। তবে হ্যাঁ, যদি রুটিন ছাড়া পড়ো, তবে ডিমটা পুড়ে যাবে! মানে একেবারে পুড়ে ঝলসে যাবে! 

বাট আইটিনোট বিডি টিম আছে তোমার পাশে। আশা করি আজকে আলোচনা করা কিছু ইজি টিপস ফলো করতে পারলে তোমার ভালো রেজাল্টে কেউই বাঁধা দিতে পারবে না। সাথেই থাকো! 

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫

সো রুটিন দেখো! ভালোমতো বুঝে ফলো করো এবং নিজেকে বুস্ট করুন। কারণ রুটিন ছাড়া কিছু করা মানে হলো, কোনো জানাশোনা ছাড়াই ঢাকায় রওনা দেওয়া! তবে হ্যাঁ এই রুটিন মানাতে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ টা আগে চেক করো। দেখো কোনো গ্যাপ আছে কিনা। কিভাবে নিজের পড়ার রুটিনটা সাজানো যায়! তোমাদের সুবিধার্থে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ হলো। চেক করে নিও: 👇

এসএসসি পরীক্ষার ভালো করার উপায় 

মনে রাখবে তোমরা এখন হয়তো একদম শেষ মুহূর্তে রয়েছো! অলরেডি এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ প্রকাশিত হয়ে গেছে। এখন এসে অনেকেই হয়তো বলবে, "এসএসসি রেজাল্ট তো জীবন নির্ধারণ করবে না!" তবে, বাস্তবতা হলো, এসএসসির রেজাল্ট স্টুডেন্ট লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তাই এই সময় যেমন ঘাবড়ানো যাবে না! ঠিক তেমনই পড়াশোনায় ফাঁকিবাজি করা যাবে না। পাশাপাশি মানতে কিছু সহজ শর্ত! যেমন: 

একটু মজা কিন্তু অতিরিক্ত নয়

একটু মজা কিন্তু একটুও অতিরিক্ত নয়” এই প্রিন্সিপালে পড়াশোনা শুরু করো। এক্ষেত্রে কয়েকটি মিনিটের বিরতি নিতে পারো, বন্ধুর সাথে ফোনে কথা বলতে পারো, কিংবা ইউটিউব ভিডিও দেখতে পারো। তবে তা হতে হবে ২০/১০ মিনিটের জন্য। আর এই বিরতি নিবে ১ ঘন্টা পরপর! 

বড় বড় বইয়ের ভয় পাবে না

বইয়ের নাম শুনে ভয় পেও না। পড়া বাকি আছে ভেবে ভেঙে পড়ো না! মনে রাখবে যতদিন তুমি সেগুলোর ভিতরে মাথা না ঢুকিয়ে বসে থাকবে, ততদিন কিছুই হবে না। সুতরাং ভয় নয়, সাহস নিয়ে পড়তে বসো!

নোট বানাও

তোমরা যারা “নোট” বানানোর জন্য নানা সাজেশন পেয়ে থাকো, তাদেরকে বলছি, নোট বানাও তবে একদম সংক্ষিপ্ত এবং সোজাসাপটা। কারণ, এসএসসি পরীক্ষার জন্য নোট বানাচ্ছো! ডকুমেন্টারির জন্য। তাছাড়া হাতে একদমই সময় নেই। নোট বানাতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই! 

যতটুকু পড়, ততটুকু মনে রাখো 

অনেক কিছু একসাথে পড়া নিয়ে তোমরা হইচই করো! কিন্তু মনে রাখতে হবে, একবারে সব কিছুই মনে রাখা সম্ভব নয়। তাই যতটুকু পড়বে, ততটুকু শিখবে। ততটুকু নিয়ে সিরিয়াস হবে। বাকিটা বাদ! মনে রাখবে আমাদের মস্তিষ্ক একসাথে অনেক তথ্য মনে রাখতে পারে না। বিজ্ঞান বলছে, আমরা একবারে ৪-৭টি তথ্যই মনে রাখতে পারি। সো পড়াশোনা যখন অনেক বেশি হয়, তখন সেটা ছোট ছোট টুকরো করে পড়া উচিত। নিয়মিত রিভিউ করতে পারলে, রিভিশন দিতে পারলে ভালো। আর এক্ষেত্রে মিনিট পড়ার পর ৫ মিনিট বিরতি নিতে পারো। 

এসএসসি পরীক্ষার আগে যেসব ভুল করা যাবে না

“পরে পড়বো” যেনো এক ভয়ানক ভুল

গবেষণায় দেখা গেছে, ২৮% মানুষ পরিকল্পনা করে, কিন্তু কাজ শুরু না করে শুধু সময় পাড় করে দেয়। একটা সময় নিয়ে বুঝতে পারে সবকিছু একসাথে পড়া সম্ভব নয়! কারণ একসাথে অনেক কিছু মনে রাখা মস্তিষ্কের জন্য কঠিন। তাই সময় ভাগ করে পড়াশোনা শুরু করো৷ 

অন্যদের দেখে কিছু শেখা যাবে না

অন্যদের দেখে কিছু শেখা যাবে না! কারণ নিজের লার্নিং ট্রিক নিজের জন্য পার্ফেক্ট৷ গবেষণায় দেখা গেছে, ৭০% মানুষের শেখার পদ্ধতি ভিন্ন। তাই ইনস্টার রিলস ফলো না করে তুমি নিজের উপায়েই পড়াশোনা করো! কারণ তুমি জানো কীভাবে সবচেয়ে ভালো শিখতে পারো।

তাড়াহুড়ো করা 

এখনই শুরু করো! কারণ শেষ মুহূর্তে সবকিছু ঝটপট করেও কিছু হবে না। তবে এখনই শুরু করতে গিয়ে তাড়াহুড়ো করো না। যা শিখছো তা ক্লিয়ার হয়ে পড়ের টপিক ধরো! 

ইতি কথা

ওভার অল এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ হলো তোমার পাসপোর্ট! কিন্তু পড়ার যে রুটিন সেটি হলো তোমার শক্তি। তোমার সময়, শক্তি, আর মনোযোগ এক জায়গায় ঠিক রেখে কাজ করো। নিজের রেডি করা রুটিনে বিশ্বাস রেখো। আজ থেকেই পড়াশোনা শুরু করো। দেখবে তোমার রেজাল্ট তোমার আশার চাইতেও ভালো হয়েছে। 💪

তোমাদের আফিয়াপু! 

Previous Post Next Post

{ads}