বাংলাদেশের অজানা ১০টি তথ্য যা প্রতিটি শিক্ষার্থীর জানা উচিত
ইতিহাস, সংস্কৃতি, মানুষ নিয়ে যাদের প্রবল ঝোঁক, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছেন কিংবা যারা পড়াশোনায় আছেন তাদের প্রত্যেকরিই উচিত নিজের দেশ সম্পর্কে ধারণা রাখা। সকল প্রকার প্রয়োজনীয় তথ্য ব্রেইনে গেঁথে নেওয়া। আর এরই প্রেক্ষিতে আজ আমি বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য শেয়ার করবো। যা হয়তো সবার জানা আছে, তবে আংশিক!
১. বাংলাদেশ ১৬০ কোটি জনসংখ্যা নিয়ে দক্ষিণ এশিয়ায় অবস্থিত বিশ্বের ৮ম বৃহত্তম দেশ।
২. বাংলাদেশের রাজধানী ঢাকা। যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। যেখানে প্রায় ২ কোটি মানুষ বাস করেন।
৩. বাংলাদেশের সরকারি ভাষা বাংলা। এই ভাষা বিশ্বের প্রায় ২১০ মিলিয়ন মানুষ ব্যবহার করে থাকে।
৪. বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো তৈরি পোশাক, কৃষি এবং সেবা। আর এসব খাতের মধ্যে তৈরি পোশাক শিল্প প্রতিবছর ৪৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় নিশ্চিত করে দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করছে।
৫. বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ১৯৭১ সালে, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে।
৬. বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এই ফুল মূলত বিভিন্ন জলাশয়ে ফুটে থাকে এবং দেশের শান্তির প্রতীক হিসাবে কাজ করে।
৭. রিসার্চ অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। যা ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
৮. বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অবস্থিত। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
৯. বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও আজকাল এই খেলা খুব একটা চোখে পড়ে না।
১০. বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো পদ্মা। যা প্রায় ৫,০০০ কিলোমিটার দীর্ঘ। এই নদী মূলত দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদী।
ইতি কথা
এই ছিলো জেনে রাখার মতো বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য। একেবারে দক্ষিণ এশিয়ার কেন্দ্রে অবস্থিত এই দেশ আমার, আপনার, আমাদের। সুতরাং বঙ্গোপসাগরের সাথে সীমান্ত ভাগ করে দাঁড়িয়ে থাকা এই দেশটি সম্পর্কে জানা, রিসার্চ করা আমাদের দায়িত্ব! ভালোবাসি বাংলাদেশ! 🇧🇩
লেখায় সুলতানা আফিয়া তাসনিম