চাঁদ সম্পর্কে ১০ টি অজানা তথ্য: না জানলে চরম মিস
ভাবুন তো! একদিন সকালে উঠে দেখলেন আকাশে চাঁদ নেই! রোমান্টিক রাত, কবিতা, এমনকি গঙ্গাফড়িংয়ের প্রেম সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু কেন? কারণ শোনা গেছে পৃথিবীতে আর কখনোই চাঁদ দেখা যাবে?
এমনটা কি ভবিষ্যতে হতে পারে? চাঁদের অস্তিত্ব কি কখনো মুছে যেতে পারে? নাকি এসবকিছুই গাল-গল্প! চলুন তবে কনফিউশন দূর করতে চাঁদ সম্পর্কে এমন কিছু তথ্য জেনে নিই, যা হয়তো কখনোই আমরা জানতাম না বা জানার চেষ্টা করিনি।
চাঁদ সম্পর্কে কিছু তথ্য
চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। বলে রাখা ভালো এই চাঁদ শুধুই রোমান্টিকতা বা সৌন্দর্যের প্রতীক নয়! এই চাঁদ পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কার্যক্রমের সঙ্গেও জড়িত। যা বুঝতে হলে জানতে হবে চাঁদের এই ১০টি অজানা তথ্য!
চাঁদের ১০টি অজানা তথ্য
শুরুতে বলে রাখি, হতে পারে কিছুক্ষণ বাদেই আলোচিত চাঁদের ১০টি অজানা তথ্য আপনার জীবন বদলে না দিলেও, আপনার ভাবনার জগতে ঝড় তুলবে! তাই কোনো তথ্যই মিস করা চলবে না৷
১. চাঁদ প্রতি বছর আমাদের থেকে দূরে চলে যাচ্ছে!
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। মানে কয়েক মিলিয়ন বছর পর, হয়তো আমরা চাঁদকে শুধুই দূরবীনে দেখব!
২. চাঁদে যদি আপনি হাঁটেন তাহলে দেখবেন আপনার ওজন কমে যাচ্ছে।
কারণ পৃথিবীর তুলনায় চাঁদের মহাকর্ষ বল অনেক কম! যা মাত্র ১৬.৫%। অর্থাৎ, যদি আপনার ওজন ৬০ কেজি হয়, তাহলে চাঁদে গিয়ে তা হয়ে যাবে মাত্র ১০ কেজি! মোটকথা ডায়েটিং দরকার? তাহলে চোখ বন্ধ করে চাঁদে চলে যান!
৩. চাঁদেও ভূমিকম্প হয়!
পৃথিবীর মতো চাঁদেও ভূমিকম্প হয়। তবে বিজ্ঞানীরা একে বলেন লুনারকোয়েক। গবেষণা বলছে মূলত চাঁদের অভ্যন্তরীণ সংকোচনের ফলেই এমনটা হয়ে থাকে। আর গবেষণা এ-তথ্যও দিচ্ছে যে, কখনো কখনো ১০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই লুনারকোয়েক।
৪. চাঁদের গন্ধ বারবিকিউর মতো!
জানেন কি, চাঁদের গন্ধ বারবিকিউর মতো? হ্যাঁ চাঁদের গন্ধ বারবিকিউর মতো। নাসার নভোচারীরা চাঁদ থেকে ফেরার পর জানান, চাঁদের ধুলোর গন্ধ বারবিকিউ কিংবা পোড়া বারুদের মতো! এখন বুঝুন, কেন চাঁদে গ্রিল পার্টি সম্ভব নয়!
৫. চাঁদে কোনো বায়ু নেই, তবুও যেকোনো পদচিহ্ন থাকবে হাজার বছর!
বলে রাখা ভালো চাঁদে কিন্তু কোনো বাতাস নেই। তাই নীল আর্মস্ট্রং-এর রাখা প্রথম পদচিহ্ন আজও চাঁদে রয়েছে। এবং হাজার বছর পরেও এই পদচিহ্ন থাকবে! মোটকথা পৃথিবীতে তো বৃষ্টি আর বাতাসে পদচিহ্ন হারিয়ে যায়! কিন্তু চাঁদে? একবার রাখলেই তা চিরস্থায়ী!
৬. চাঁদ একসময় পৃথিবীরই অংশ ছিল!
হ্যাঁ! চাঁদ একসময় পৃথিবীরই অংশ ছিল! বিজ্ঞানীরা মনে করেন, প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে থিয়া নামের একটি বিশাল গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খায়। আর তার কিছু অংশ ছিটকে গিয়ে আজকের এই চাঁদ তৈরি হয়!
৭. চাঁদে দিনের তাপমাত্রা ১২৭°C, আর রাতে -১৭৩°C!
চাঁদে থাকা আসলেই একরকম কষ্টের কাজ। কারণ দিনের বেলায় আপনি গরমে একেবারে হিউম্যান ফ্রাই হয়ে যাবেন। আর রাতে হয়ে যাবেন বরফের টুকরো!
৮. চাঁদে একদিন মানে প্রায় ২৯.৫ পৃথিবীর দিন!
চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে সময় নেয় প্রায় ২৯.৫ দিন। অর্থাৎ, চাঁদে একবার সূর্য ওঠা মানে প্রায় এক মাস পর আবার সূর্য ডোবার মতো।
৯. চাঁদে পা রাখার পর ৫০ বছর পার হয়ে গেল! কিন্তু মানুষ আর যায়নি!
হ্যাঁ! চাঁদে পা রাখার পর ৫০ বছর পার হয়ে গেলেও কিন্তু মানুষ আর যায়নি। ইতিহাস থেকে জানা যায় ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে প্রথমবার মানুষ চাঁদে যায়। কিন্তু ১৯৭২ সালের পর থেকে কেউ আর চাঁদে পা রাখেনি। যদিও একথা ঠিক যে বর্তমানে ইলন মাস্ক আর নাসা এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।
১০. চাঁদ না থাকলে পৃথিবী ভয়াবহ অবস্থায় পড়তো!
চাঁদ না থাকলে আমাদের দিন ছোট হয়ে যেত। সাগরের জোয়ার-ভাটা অদৃশ্য হয়ে যেত। এমনকি পৃথিবীর আবহাওয়া মারাত্মক রকমের অস্থির হয়ে পড়তো এই চাঁদ মামা ছাড়া। মোটকথা চাঁদ না থাকলে পৃথিবী ভয়াবহ অবস্থায় পড়তো।
চাঁদের বৈশিষ্ট্য গুলো কি কি?
চাঁদ সম্পর্কে ১০ টি অজানা তথ্য তো জানা গেলো। এবার চলুন চাঁদের বৈশিষ্ট্য গুলো কি কি সে-সম্পর্কে জেনে নিই। মূলত:
- চাঁদের ব্যাস ৩,৪৭৪ কিমি
- পৃথিবী থেকে দূরত্ব প্রায় ৩,৮৪,৪০০ কিমি
- চাঁদের মহাকর্ষ শক্তি পৃথিবীর ১/৬ ভাগ
- চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই
- তাছাড়া চাঁদে কোনো শব্দ শোনা যায় না
চাঁদ কিভাবে সৃষ্টি হলো?
এবার আসি চাঁদ কিভাবে সৃষ্টি হলো সে-সম্পর্কে। বহু বছর আগে একটি বিশাল আকারের গ্রহ অর্থ্যাৎ থিয়া পৃথিবীর সাথে ধাক্কা খায়। আর এর ফলে সেই থিয়ার কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে। পরে এই অংশগুলো একত্রিত হয়ে চাঁদ তৈরি হয়!
চাঁদ না থাকলে কী হতো?
পৃথিবীতে চাঁদ না থাকলে রাত অনেক অন্ধকার হয়ে যেতো। পৃথিবীর আবহাওয়ায় দেখা দিতো মারাত্মক পরিবর্তন। সেই সাথে সমুদ্রের জোয়ার-ভাটাও বন্ধ হয়ে যেতো। সবশেষে দিনও ছোট হয়ে যেত।
চাঁদ পৃথিবী থেকে কত দূরে?
চাঁদ আমাদের পৃথিবী থেকে ৩,৮৪,৪০০ কিমি দূরে। মানে, যদি আপনি প্লেনে করে চাঁদে যেতে হবে যান, তবে আপনাকে প্রায় ১৭ দিন গুণতে হবে। আর যারা জানতে চান পৃথিবী থেকে চাঁদে যেতে কত সময় লাগে তাদের বলবো নাসার অ্যাপোলো ১১ মিশন চাঁদে পৌঁছাতে সময় নিয়েছিল ৩ দিন, ৩ ঘণ্টা, ৪৯ মিনিটের মতো।
ইতি কথা
সবশেষে বলবো চাঁদ শুধু রাতের সৌন্দর্য নয়। বরং এই চাঁদ আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপগ্রহ। তাই, পরেরবার যখনই পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাবেন, মনে রাখবেন এই রহস্যময় জগৎ আমাদের মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ! যা সম্পর্কে জানা, রিসার্চ করা, জ্ঞান রাখা আমাদের কর্তব্য।
লেখা: সুলতানা আফিয়া তাসনিম