বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য: রচনা, বক্তৃতা সবকিছুই এবার হবে জোশ
সকাল বেলা তাড়াতাড়ি উঠতে না চাওয়া, অসমাপ্ত কাজের চাপ এবং পরীক্ষার অস্বস্তি সবমিলিয়ে আমাদের স্কুল লাইফ কেটেছে কোনোমতে। এবার নিজের বাচ্চাদের পালা! বাচ্চার পরীক্ষা, রচনা, বা অন্য যেকোনো শিক্ষাগত কাজে আমাদের বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্যের দরকার পড়ে। কাজের সময় হতে পারে এসব তথ্য আপনার মাথায় আসছে না। আর তা থেকেই মুক্তি দিতে চলে এলাম একসাথে বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য নিয়ে। এসব বাক্য আপনি বাচ্চার রচনা, বক্তৃতা কিংবা স্কুল রিলেটেড যেকোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন।
১. বিদ্যালয় আমাদের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে আমরা শুধুমাত্র বইয়ের পাতা থেকেই শিখি না! বরং জীবন চলার পথও শিখি।
২. বর্তমানে বাংলাদেশে প্রায় ১৮,০০০ সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যেখানে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী নিয়মিত শিক্ষা গ্রহণ করছে।
৩. বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের বন্ধু, পথপ্রদর্শক।
৪. বিদ্যালয়ে জীবনের প্রথম বন্ধু তৈরি করার অনুভূতিটাই আলাদা। আর এমন বন্ধুদের সাথে কাটানো সব মুহূর্ত আজীবন মনে থাকে।
৫. ছাত্র-ছাত্রীদের মাঝে একে অপরকে সাহায্য করার মনোভাব বিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যা জীবনের যেকোনো ক্ষেত্রে কাজে লাগে।
৬. বিদ্যালয়ের ফুটবল ম্যাচে জেতার আনন্দ একটা সময় জীবনের সবচেয়ে সুন্দর ফেলে আসা মুহুর্তে পরিণত হবে।
৭. প্রতিটি বিদ্যালয় আমাদের সামাজিকতা শিখায়। কারণ এখানে এক ক্লাসের ৩০ জনের মধ্যে প্রতিটি মানুষ একে অপরের দৃষ্টিতে 'অ্যালাইন' হতে শিখে!
৮. আমাদের বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আছে সুন্দর কিছু ফিলিংস, বন্ধুত্বের মানে, সুন্দর ভবিষ্যৎ এবং কিছু স্নিগ্ধ স্বপ্ন!
৯. বিদ্যালয়ের ফার্স্ট পিরিয়ড থেকে শেষ পিরিয়ড পর্যন্ত ছুটির অপেক্ষা যেনো আমাদের সর্বকালের প্রিয় সময়।
১০. রিসার্চ অনুসারে আমাদের বিদ্যালয়ে গড়ে প্রতিদিন প্রায় ৪০-৫০ মিনিট গেট-টুগেদার বা বন্ধুদের সাথে হাসি-মজা করতে করতেই সময় কাটে। যা জীবনে সামাজিক দক্ষতার অংশ হিসাবে কাজ করে।
১১. স্কুলের প্রতিটি পরীক্ষার পর হাফ ছেড়ে বাঁচা্ ফিলিংস পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি।
১২. বিদ্যালয়ের বাইরে খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া মানেই নিজের সামাজিক দক্ষতাকে ইচ্ছেমতো ঝালাই করে নেওয়া!
১৩. বিদ্যালয়ে বন্ধুবান্ধব এবং শিক্ষকদের সাথে কাটানো সুন্দর মুহুর্তগুলি আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে।
১৪. বিদ্যালয়ের শিক্ষকরাই আমাদের জীবনের প্রথম ‘মেন্টর’। তাঁরা আমাদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মূল্য শেখান!
১৫. বিদ্যালয়ে জীবনের সেরা মুহূর্তগুলো কখনোই জীবনের পাতা থেকে হারিয়ে যাবে না। কারণ এ-যে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ!
আশা করি, বিদ্যালয় সম্পর্কে এই ১৫ টি বাক্য আপনার বাচ্চার পরবর্তী রচনা, বক্তৃতা কিংবা যেকোনো ক্রিয়েটিভ প্রজেক্টকে আরো বেশি ইউনিক এবং অর্থবহ করে তুলবে! সুতরাং নোট করে নিতে ভুলবেন না কিন্তু!