ads

এখন কেমন আছেন ক্রিকেটার তামিম ইকবাল 

একটা শট, একটা ব্লক!

মাঠে জীবন, জীবনেও খেলা!

how-is-tamim-iqbal-now.jpg

সেদিন বিকেএসপির মাঠে যখন মোহামেডানের জার্সি গায়ে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল, তখন কি তিনি জানতেন, এক ঘণ্টার মধ্যে তাঁর জীবনটা অন্যরকম হতে চলেছে? 

ক্রিকেট মাঠে বলের সুইং সামলানোর মতোই হঠাৎ করেই তাঁকে সামলাতে হলো জীবনের কঠিন এক সুইং…হার্ট অ্যাটাক!

জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার, তামিম ইকবালকে দ্রুত নিয়ে যাওয়া হয় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে হৃদযন্ত্রে ব্লক। সঙ্গে সঙ্গেই রিং পড়ানো হয়। ভাগ্য ভালো, সময়মতো চিকিৎসা পেয়েছেন। না হলে হয়তো…

তামিম ইকবালের জীবনের ইনিংসেও সুপার ওভার 

ক্রিকেটারদের জন্য ইনজুরি নতুন কিছু নয়! কিন্তু হৃদযন্ত্রের ব্লক? যেন সুপার ওভারে গিয়ে নো বল দিয়ে বসা! 

তামিম নিজেও জানতেন না, ঠিক একদিন আগে যখন তিনি মাঠে নেমেছিলেন, তখন ভাগ্য তাঁর জন্য এমন এক কঠিন ম্যাচ সাজিয়ে রেখেছিল।

তবে তামিম ইকবাল যোদ্ধা। মাঠে যেমন রানের জন্য লড়েন, জীবনের জন্যও লড়াই চালিয়ে গেলেন। আর সবচেয়ে বড় কথা, তাঁর পাশে ছিলেন কিছু অসাধারণ মানুষ! চিকিৎসক, সতীর্থ, ভক্ত! যাঁদের ভালোবাসা ও দোয়ায় তিনি আবার ফিরে এলেন!

নিজের অসুস্থতা নিয়ে ক্রিকেটার তামিম ইকবালের আবেগঘন বার্তা

হাসপাতাল থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তামিম। পোস্টটি পড়লে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়!

তিনি লিখেছেন: 

গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়। জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, এটিই আমার অনুরোধ।

বাংলাদেশের ক্রিকেট ও তামিম ইকবাল

বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলতে গেলে সবার আগে যে নামগুলো মাথায় আসে, তার মধ্যে তামিম ইকবাল অন্যতম। 

২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই বিস্ফোরক ইনিংস। পাকিস্তানের বিপক্ষে তাঁর দুর্দান্ত ব্যাটিং। আর ইংল্যান্ডের মাটিতে ১০০০ রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার! এসব স্মৃতি এদেশের কোটি ক্রিকেটভক্তের হৃদয়ে গেঁথে আছে।

এমন একজন ব্যাটসম্যান যখন হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের জন্য লড়েন, তখন কোটি ভক্তের বুক কেঁপে ওঠে। যেন এক মুহূর্তে মনে পড়ে যায়, ক্রিকেট শুধুই খেলা নয়। এটি আবেগ, ভালোবাসা, এবং সবচেয়ে বড় কথা এটি পরিবার!

তামিম ইকবালের মতো ক্রিকেটারদের জীবন

তামিম ইকবালের মতো ক্রিকেটারদের জীবন মূলত শুধুই খেলা নয়, এক কঠিন যুদ্ধ। অনেকেই ভাবে, ক্রিকেটারদের জীবন খুব সহজ। মাঠে গিয়ে খেলা, টাকার পর টাকা ইনকাম করা। আর বিলাসবহুল জীবনযাপন করা। 

কিন্তু বাস্তবতা ভিন্ন! প্রতিটি ক্রিকেটারের শরীরে থাকে অদৃশ্য ক্ষত। চাপের ভারে তাদের মনের অবস্থা থাকে এক যুদ্ধের মতো।

তামিমের মতো খেলোয়াড়দের জন্য চাপ কেবল মাঠেই নয়। বাইরেও থাকে। পারফরম্যান্সের চাপ, ফিটনেসের চাপ, দলের জন্য সেরা কিছু করার চাপ। 

আর এই চাপ কখন যে শরীরের কোথাও গিয়ে প্রভাব ফেলে, তা কেউ জানে না।

এবার কি সময় এসেছে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে আরও সিরিয়াস হওয়ার?

তামিম ইকবালের এই ঘটনা বাংলাদেশের ক্রিকেট বোর্ড (BCB) এবং তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় শিক্ষা। ক্রিকেট শুধুই খেলার দক্ষতা নয়। এটি মানসিক ও শারীরিক সুস্থতার লড়াইও বটে।

হার্ট অ্যাটাক এখন শুধুমাত্র বয়স্কদের সমস্যা নয়। বরং তরুণ খেলোয়াড়দের মধ্যেও এটি বেড়ে চলেছে। প্রতিদিনের খাদ্যাভ্যাস, স্ট্রেস ম্যানেজমেন্ট, ফিটনেস এগুলোর দিকে আরও মনোযোগ না দিলে ভবিষ্যতে আরও অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে।

লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}