কাক সম্পর্কে ৬ টি বাক্য: প্রকৃতির বুদ্ধিমান ডাক্তার কাক
কাককে নিয়ে আমাদের মাঝে অনেক মজার কথা ও গল্প প্রচলিত আছে। কিন্তু আপনি কি জানেন, এই কালো পাখিটি শুধু শাকচুন্নি বা অলক্ষুণের সিম্বল নয়! বরং এই পাখি প্রকৃতির অন্যতম বুদ্ধিমান ও প্রয়োজনীয় একটি প্রাণী। আজ আমরা জানবো কাক সম্পর্কে ৬ টি বাক্য বা গুরুত্বপূর্ণ তথ্য, যা হয়তো আপনি কখনোই জানতেন না!
১. কাক শুধু “কাও কাও” করে না
কারণ গোটা ভাষা আছে তাদের! অনেকেই ভাবে, কাকের ডাক মানেই বিরক্তিকর শব্দ। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন, কাকদের নিজস্ব ভাষা আছে। তারা একে অপরকে বিপদের সংকেত দেয়, খাবারের অবস্থান জানায়, এমনকি শত্রুর উপস্থিতিও বোঝানোর চেষ্টা করে৷ ভাবুন তো, যদি মানুষের মতো কাকদেরও ভাষার কোর্স থাকতো, তাহলে IELTS কাকেরা কত মার্কস পেতো?
২. কাকের বুদ্ধি ছোট বাচ্চার সমান
আপনি কি জানেন, কাকের বুদ্ধিমত্তা একটি ৭ বছর বয়সী শিশুর সমান? কাক বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে। শুধু তাই নয়! কাক আবার স্মৃতিও ধরে রাখতে পারে। তাছাড়া কাক কিন্তু বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিজের খাবার খুঁজে নিতে পারে! তাই যদি কখনো দেখেন, কাক রাস্তার ওপর বাদাম ফেলে গাড়ির চাপে তা ভাঙাচ্ছে, মোটেও অবাক হবেন না।
৩. কাক প্রতিশোধ নিতে পারে!
একে একে সবাইকে ভুলে গেলেও, কাক কিন্তু প্রতিশোধ নিতে জানে! যদি কেউ কাককে বিরক্ত করে, সে সেটা মনে রাখে। পরে সুযোগ পেলেই সেই ব্যক্তিকে চিনে নিয়ে হামলা চালায়। শুধু তাই নয়! বরং কাক তার বন্ধুবান্ধবদেরও সেই শত্রুর ব্যাপারে সতর্ক করে দেয়! তাই সাবধান, কাকের সঙ্গে বেশি ঝামেলা করতে যাবেন না!
৪. কাক কিন্তু আবর্জনা পরিষ্কারক
এই তথ্য কমবেশি আমরা সকলেই জানি হয়তো! কাক পরিবেশের জন্য দারুণ উপকার করে। কাক মৃত প্রাণী খেয়ে, পচা আবর্জনা সরিয়ে আমাদের চারপাশ পরিষ্কার রাখে। তাই আপনার এলাকায় কাক বেশি থাকলে বিরক্ত হবেন না।
৫. কাক উপহার দেয়
হ্যাঁ, আপনি ঠিকই জেনেছেন! যদি কেউ কাককে নিয়মিত খাওয়ায়, কাক তার কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট ছোট উপহার দিয়ে। এসব উপহার হতে পারে চকচকে পাথর, বোতামের টুকরা বা ছোট যেকোনো ধাতব বস্তু।
৬. কাকেরও সমাজ আছে!
কাক কিন্তু কখনোই একা থাকতে পছন্দ করে না। কাক দল বেঁধে চলে। একসঙ্গে খাবার খায় এবং বিপদে আপদে একে অপরকে সাহায্য করে। কাকের দলীয় বন্ধন এতটাই শক্তিশালী যে, যদি কোনো কাক মারা যায়, অন্যরা শোক জানায়। তাতেই শেষ নয়। পরবর্তীরে কাকেরা সেই মৃত্যুর কারণ বোঝারও চেষ্টা করে। বলা যায়, কাকেরও পারিবারিক মূল্যবোধ আছে!
ইতি কথা
এই ছিলো আমাদের কাক সম্পর্কে ৬ টি বাক্য নিয়ে আজকের বিস্তারিত আলোকপাত! মনে রাখবেন কাক কিন্তু বুদ্ধিমান, দরকারী, এমনকি আবেগপ্রবণ একটি প্রাণী। সুতরাং এই কালো পাখিটিকে শুধুমাত্র অশুভ লক্ষণ না ভেবে, প্রকৃতির দারুণ এক বিস্ময়কর সৃষ্টি হিসেবেই দেখুন!
লেখা: সুলতানা আফিয়া তাসনিম